![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগিতার জন্য কোনো কি ফান্ড সংগ্রহ করা হচ্ছে ব্লগ থেকে? অথবা কেউ কি ব্যাক্তিগত ভাবে বন্যা আক্রান্ত এলাকায় যাচ্ছেন?
কেউ জানলে একটু জানাবেন?
২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৪
মারিয়া ফেরদৌসী বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ২০১৪ পর্যন্ত প্রতি বছর সাধারনত ব্লগ থেকে বিভিন্ন মানবিক কাজে উদ্যোগ গ্রহন করা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে নানা কারনে ব্লগারা আর ব্লগার পরিচয়ে কোথাও সাহায্য করতে পারেন নি। তবে এই বছর বন্যার কারনে অনেকেই ভাবছেন উদ্যোগ গ্রহন করবেন। আপনাকে অনুরোধ করব কিছুটা সময় অপেক্ষা করতে। এই বিষয়ে হয়ত কোন পোস্ট আসতে পারে। সেখানে আগ্রহীদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করে সাহায্য করতে পারেন। এই সাহায্য কার্যক্রমের সাথে সামহোয়্যারইন ব্লগের আনুষ্ঠানিক কোন সম্পর্ক না থাকলেও, ব্লগারদের কার্যক্রম হিসেবে তা আমাদের পর্যবেক্ষনে থাকে। ফলে তুলনামুলক জবাবদিহীতা এখানে বজায় থাকে।
২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৯
মারিয়া ফেরদৌসী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: বন্যার্তদের সহযোগিতা বিষয়ক একটি জরুরী ঘোষণা, আমরা প্রচারপত্রে, ব্যানারে ও স্ট্যাটাসে শুরু থেকে তিনটি বিকাশ নম্বর দেওয়া হয়েছে। Swakrito Noman, Arabinda Chakraborti ও আমি এই অ্যাকাউন্ট তিনটির ধারক। কিন্তু সমস্যা হচ্ছে একদিনে একটা পারসোনাল অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট থেকে দুবারের বেশি বিকাশ আসে না। যে কারণে অনেকে চেষ্টা করে পাচ্ছেন না। ফলে আমরা তাৎক্ষণিকভাবে অন্য অ্যাকাউন্টের সহযোগিতা নিতে বাধ্য হচ্ছি। এতে ভুল বোঝার কোনো অবকাশ নেই। আমাদের টিমের ভেতর এ নিয়ে সার্বক্ষণিক সমন্বয় হচ্ছে। তবে এই ঝামেলা এড়ানোর একটা উপায় বিকাশ সেন্টার থেকে জানা গেল। আপনারা পারসোনাল অ্যাকাউন্ট থেকে বিকাশ পাঠাতে পারবেন। পারসোনাল বিকাশ থেকে দিনে অসংখ্যবার মানি-ইনপুট হতে পারে। তবে একবার পনের হাজারের বেশি টাকা পাঠানো যাবে না। কাজেই দোকান থেকে বিকাশ করতে গেলে আপনারা আগে ওদের পারসোনাল একাউন্ট থেকে টাকা পাঠাতে পারেন কিনা দেখবেন। অথবা আপনার নিজের পারসোনাল অ্যাকাউন্ট থেকে পাঠাতে হলে সেন্ড মানি করুন। অন্যথায় আমাদের আরো চারটি বিকল্প অ্যাকাউন্ট ব্যবহার করতে হচ্ছে।
সবগুলো অ্যাকাউন্ট এখানে তুলে দেওয়া হল :
Swakrito Noman (দায়িত্ব্)
০১৮১৮২৩৮৩২০
01972238320
Arabinda Chakraborti (দায়িত্ব্)
০১৬৮১৪৬৮৫৫৪
01768179995
মোজাফফর হোসেন (দায়িত্ব্)
০১৭১৭৫১৩০২৩
০১৭১৯৪৭৯২৫৩
০১৭৪৭০৪৩০৪৪
সার্বক্ষণিক যোগাযোগ : ০১৯৭২২৩৮৩২০ (Swakrito Noman), ০১৭১৭৫১৩০২৩ (মোজাফফর হোসেন)