নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারনের মাঝেও অতিসাধারণ

মার্ক টোয়েন

মনের অনুভূতি প্রকাশ করে যাই বিক্ষিপ্ত কিছু শব্দমালায়।

মার্ক টোয়েন › বিস্তারিত পোস্টঃ

দান ও ঔদার্য

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০০


ছবি- সংগৃহীত

ততকালীন মদীনায় অসংখ্য খেজুরের বাগান ছিলো। ঝড় বা বৃষ্টির পর কার বাগানের ঝরে যাওয়া খেজুর বুঝতে কষ্ট হতো। এক ইয়াতীম শিশু তার বাগানের চারপাশে দেয়াল দেয়ার সিদ্ধান্ত নিলো। দেয়াল দিতে গিয়ে দেখা গেলো পাশের বাগানের এক খেজুর গাছের জন্য দেয়াল সোজা করা যাচ্ছে না। উক্ত খেজুর বাগানের মালিক ছিলেন আবু লুবাবা। ইয়াতীম শিশু আবু লুবাবা কে গিয়ে বললেন, আপনার একটি খেজুর গাছের জন্য আমার দেয়াল সোজা করা যাচ্ছে না। আপনি খেজুর গাছটি আমাকে দিয়ে দিন।

আবু লুবাবা অস্বীকৃতি জানালেন। অতঃপর গাছটি ক্র‍য় করার কথা জানালেন। আবু লুবাবা তাতেও অস্বীকৃতি জানালেন।

উপায়ন্তর না পেয়ে তাকে প্রতিবেশীর অধিকার ও হকের কথা জানালেন তাতেও কোনো কাজ হলো না।

অবশেষে ইয়াতীম শিশু হযরত মুহাম্মাদ (সাঃ) যাওয়ার সিদ্ধান্ত নিলেন।সবকিছু বলার পর হযরত মুহাম্মাদ (সাঃ) আবু লুবাবা কে ডেকে পাঠালেন।

আবু লুবাবা কে বললেন তুমি তোমার গাছটি তোমার ভাই কে দিয়ে দাও।
আবু লুবাবা তাতেও রাজি হলো না।
হযরত মুহাম্মাদ (সাঃ) বললেন, আমি তোমার এই গাছের বিনিময়ে জান্নাতে একটা গাছের জিম্মাদার হবো।
কিন্তু আবু লুবাবা ততেও অনড়।

তখন চারপাশে উপস্থিত সাহাবিদের মধ্য হতে আবু দাহদাহ (রাঃ) বললেন, যে এই খেজুর গাছ ক্রয় করে দিবে তার জন্য কি জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করা হবে?

নবী কারিম (সাঃ) বললেন, যে এই গাছ এর ব্যবস্থা করে দিবে তার জন্য জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করা হবে।

আবু দাহদাহ (রাঃ) এর একটি খেজুর বাগান ছিলো। বাগানটি ছিলো মদীনার ভেতর সবচেয় আকর্ষণীয় বাগান।বাগানে ৬০০ শত খেজুর গাছ ছিলো। বাগানে উন্নত জাতের খেজুর গাছ ছিলো যার চাহিদা বাজারে অনেক ছিলো। এবং ওই বাগানে একটা ঝর্ণা ছিলো। মরুভূমির মাঝে বিশাল বাগান এবং বাগানের মাঝে ঝর্ণা যার জন্য বাগানটি সবার কাছে লোভনীয় ছিলো। সেই বাগানে ঘর করে আবু দাহদাহ (রাঃ) বসবাস করতো।

আবু দাহদাহ (রাঃ) আবু লুবাবা কে বললো,তুমিতো আমার বাগান চেনো?
আপনার বাগান মদীনার কে না চেনে?
আমি যদি আমার বাগান দিয়ে দেই তোমাকে তাহলে কি তুমি আমাকে তোমার গাছটি দিয়ে দিবে?

আবু লুবাবা নিজের কান কে বিশ্বাস করতে পারছিলেন না, তিনি বললেন দেখ আবু দাহদাহ কি বলছে? অবশেষে সকল মানুষের সাক্ষীর মাধ্যমে আবু লুবাবা বললেন আমি আমার গাছের বিনিময়ে আপনার বাগান গ্রহন করলাম।

আবু দাহদাহ (রাঃ) এবার ইয়াতীম কে বললেন আমি আমার গাছ তোমাকে দিয়ে দিলাম। এবার তোমার দেয়াল সোজা করতে আর বাধা রইলো না।

আবু দাহদাহ (রাঃ) এবার হযরত মুহাম্মাদ (সাঃ) কে বললেন আমি কি জান্নাতে খেজুর গাছের মালিক হয়েছি?
হযরত মুহাম্মাদ (সাঃ) বললেন, আবু দাহদাহ এর জন্য জান্নাতে কত বড়ো খেজুর বাগান অপেক্ষা করছে।

এবার আবু দাহদাহ (রাঃ) নিজ খেজুর বাগানের দিকে রওনা হলেন। বাগানে দরজায় গিয়ে তার স্ত্রী উম্মে দাহদাহ কে ডাকতে লাগলেন। বললেন, তার সন্তানদের কে নিয়ে বের হয়ে আসতে কারন তিনি বাগান বিক্রি করে দিয়েছেন।

উম্মে দাহদাহ জিজ্ঞাসা করলেন, কার কাছে বাগান বিক্রি করেছেন? কততে বাগান বিক্রি করেছেন?
আবু দাহদাহ (রাঃ) বললেন, জান্নাতের একটি বাগানের বিনিময়ে আমি এ বাগান বিক্রি করে দিয়েছি ।

উম্মে দাহদাহ বললেন, আল্লাহ আকবর। আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন।

কত উত্তম ছিলো সে সময়। একটি গাছের জন্য উত্তপ্ত মরুভূমির ঝর্ণাসহ, ৬০০ খেজুর গাছের বাগান বিনিময় তাও আবার একজন ইয়াতীম শিশুর জন্য।অথচ এখন কতো ইয়াতীম শিশুর হক মারা হয়, দানের পর কতো শো-অফ করা হয়। আজ তথাকথিত উন্নত আধুনিক সমাজে এমন দৃষ্টান্ত পাওয়া দুষ্কর।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:



মৃত্যুর পর, আবু দাহদাহ খেজুর গাছে দিয়ে কি করবে?

২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:২৭

মার্ক টোয়েন বলেছেন: আমাদের কোনো সম্পদ তো মৃত্যুর পর কাজে লাগবে না তারপরও কি আমরা দাহদাহ হতে পেরেছি?

২| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

এম ডি মুসা বলেছেন: খেজুর একটি উপকারী ফল আসলে এটা আরবিও ফল। বাংলাদেশের খেজুর চাষ হচ্ছে বর্তমানে। খেজুর মানুষকে দান করে আমি ডুবাইতে ছিলাম কিছুদিন, দেখেছি তাদের প্রতিটি মসজিদ করে যে খেজুর ফ্রি দেওয়া হয় খাবার ফ্রি দেওয়া হয় যার ইচ্ছা হাত দিয়ে ধরে খেতে পারে। বাংলাদেশ তো আর উন্নত দেশ না বাংলাদেশের মানুষ মানুষের মন মানসিকতা সবচেয়ে সবার আগে পরিবর্তন করতে হবে তাহলে বাংলাদেশ উন্নত হবে বাংলাদেশের চিন্তাধারা উন্নত হবে বাংলাদেশ এগিয়ে যাবে এটা বলে আমি বিশ্বাস করি।

৩| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০৬

কথামৃত বলেছেন: এই ঘটনা জানা ছিল না। ধন্যবাদ

৪| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: নতুন একটা জিনিস জানলাম। ধন্যবাদ।

৫| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৪

আরইউ বলেছেন:




এখন অনেকে দান করেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে জাহির করার জন্য। ব্লগেই দেখবেন কেউ কেউ এটা ওটা দিয়ে বড় বড় পোস্ট করেন ওনারা কত বড় মনের মানুষ।

৬| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৭

আরইউ বলেছেন:




এম ডি মুসা বলেছেন: খেজুর একটি উপকারী ফল আসলে এটা আরবিও ফল। বাংলাদেশের খেজুর চাষ হচ্ছে বর্তমানে। খেজুর মানুষকে দান করে আমি ডুবাইতে ছিলাম কিছুদিন, দেখেছি তাদের প্রতিটি মসজিদ করে যে খেজুর ফ্রি দেওয়া হয় খাবার ফ্রি দেওয়া হয় যার ইচ্ছা হাত দিয়ে ধরে খেতে পারে। বাংলাদেশ তো আর উন্নত দেশ না বাংলাদেশের মানুষ মানুষের মন মানসিকতা সবচেয়ে সবার আগে পরিবর্তন করতে হবে তাহলে বাংলাদেশ উন্নত হবে বাংলাদেশের চিন্তাধারা উন্নত হবে বাংলাদেশ এগিয়ে যাবে এটা বলে আমি বিশ্বাস করি।

উনি মন্তব্যে কী লিখেছেন ঠিক বুঝে উঠতে পারছিনা। দেশের উন্নয়ন নিয়ে উনি চিন্তিত সেটা অবশ্য বুঝতে পারছি। তবে দেশের উন্নয়মের আগে ওনার বাংলা ভাষা সঠিকভাবে লিখতে শিখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.