নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মশিউর রহমান সজীব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র

মশিউর রহমান সজীব › বিস্তারিত পোস্টঃ

টুইটার

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৭

বাংলাদেশ এ খুব অল্প পরিমান মানুষই টুইটার ব্যবহার করে । কিন্তু সেই অল্প পরিমান মানুষ গুলই টুইটার কে নিয়ে গেছে এক অন্ন উচ্চতায় । টুইটার আর ফেসবুক এর মদ্দে বড় একটি পার্থক্য হল ফেসবুক এ কেও একটু বেশি লাইক পেলেই নিজেকে সেলিব্রেটি মনে করে কিন্থু টুইটার এ দিক দিয়ে একদম ভিন্ন , এখানে কেও নিজেকে সেলিব্রেটি বলা দূরে থাক কেও রিয়েল সেলিব্রেটি থাকলেও নিজেকে সাধারন মানুষ মনে করে ।কেও টুইটার এর প্রথম দিকে কোন মজা পাবে নাহ কারন টুইটার এ ফলোয়ার পাওয়া খানিকটা কষ্টেরই। সেখানে চাইলেই ফেসবুক এর মত এত বন্ধু পাওয়া যায় নাহ। পাওয়া যাবে অন্নকে ফলো করে কিন্তু আপনাকে তারা ফলো দিবে যখন আপ্নার টুইট সংখ্যা মিনিমাম ১০০০ এর উপরে থাকবে । টুইটার এর আর একটি মজার জিনিস হল ওখানকার টুইটবাসিরা get together(একত্র হওয়া) করে ।:P



নিচে get together এর লিঙ্ক দিলাম :)



View this link



সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার অনুচ্ছেদটি পড়ার জন্য ;)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: ফেসবুককে আমি কখনো ব্লগ বা টুইটারের সমমর্যাদায় আনি নি।।
ব্লগে কেউ যা তা বলে পার পায় না।। কিন্তু টুইটার বা ফেবুকে সমমনাদের ফলোয়ার বা লাইক পেতে দেখেছি।। কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম ছাড়া।।

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৩

মশিউর রহমান সজীব বলেছেন: হু, ঠিক বলেছেন । তবে, টুইটার এ এদের সংখ্যা খুবই কম । কেননা অইখানে নিরপেখখো দের আগে থেকেই সংখ্যাটা বেশি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.