নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

চাই

১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০৯

কে কি চাইলো তাতে কী
আমি স্বচ্ছ ঝর্ণার টলমলে নির্মল জল চাই
যন্ত্র জীবনের যন্ত্রণা থেকে অনেক দুরে
শান্তশ্রী খালপাড় পাড়ি দিয়ে
লতানো শিমের ঝাঁক ডানে রেখে
মৌসুমি ফুলের ঘন ঝাড় পিছনে রেখে
ধ্যানমগ্ন মাছরাংগার হ্নদয় দেখতে চাই!

সবাই ঘুমভাংগা চোখে চৈত্রের দাবদাহ দেখুক আমার শুধু ঘুম ঘুম নিঝুম দুপুর চাই
সবাই চাই চাই করে পায়ের ধুলা ক্ষয় করুক আমি বনপালংয়ের শাক হয়ে রাস্তার ধুলায় পড়ে থাকতে চাই,
যার মন চায় সে সমুদ্র সৈকতে প্লেজার ট্যুর দিক
আমি বিরহবালু গায়ে মেখে মোহনার বুকে নি:শব্দের তাবু গাড়তে চাই।

যার ইচ্ছে সে বিলেতি সেন্টের গন্ধে শরীর
চাংগা রাখুক
আমার এর চেয়ে ঢের সেনসেশনাল কিছু দরকার
লেবু পাতার কচি সবুজে আমার শরীর জুড়াতে চাই
ন্যাড়া ডালের দুলুনির মত দুলে উঠুক আমার আবেগমথিত মন।

ডেয়ারিং এন্ড ডেলিবারেটেড প্রেমিকগুলো তাদের প্রেয়সীর জন্যে না হয়
কমলা রংগা সিক্স ফোর ফোর শাড়ি বরাদ্দ রাখুক,
আমি প্রিয়ার ঘন জাম খোপায় সাত তারার ফুল বসিয়ে দিতে পারলেই খুশি।

লোকে রুচিহীন জিহবার স্বাদ নিতে নিতে ক্লান্ত হয়ে যাক
আমার বিন্নি ধানের গরম ভাত সাথে সরিষা ফুলের আচারে দিন চলে গেলেই খুশি …







মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর চাওয়া আপনার।

২| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩২

মাসুদ রানা শাহীন বলেছেন: এই চাওয়াতেই আমার আনন্দ । ধন্যবাদ ভাই।

৩| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩২

সাগর কলা বলেছেন: - চাওয়াগুলো অনেক সুন্দর ভাইয়া

১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৮

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৪| ১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২১

মাসুদ রানা শাহীন বলেছেন: আবারো ধন্যবাদ ভাইয়া :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.