নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

সাতচল্লিশ বছর

২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩১


সাতচল্লিশ বছর পেরিয়ে গেলো তাকে এখনো খুঁজে বেড়াই
রেশমি চুড়ির নিক্কণ এখনো কানে বাজে
সাতচল্লিশ বছর আগের উষ্ণ হ্নদয়ের ছোঁয়া নখ থেকে চুল পর্যন্ত আজো দুই হাজার ভোল্টের মত শিহরণ জাগিয়ে যায়।


কোন এক লোহিত লগ্নে আমরা দুজনেই ভাসিয়েছিলাম অভিমানের কোটা নৌকা
এই সাতচল্লিশ বছরে মনের ঘরের ঢোকার পাসওয়ার্ডটিও হয়তো ভুলে গেছি
হয়তো দুজনার আবেগের উপচানো নদীতে এখন শুধুই খরা

তবুও তার আশায় মনে এখনো বসন্ত পুষে রাখি
আমাদের অমীমাংসিত পাটিগণিতেরা এখনো মিলেমিশে একাকার হতে চায়
সাতচল্লিশ বছর পেরিয়ে গেলো তাকে এখনো খুঁজে বেড়াই অভিমানী ঠোঁটের চিকন ঘামে।


তাকে চষে বেড়াই উত্তর বাংলায়
সে আমার উদিত আকাশ
আমার বেঁচে থাকার একমাত্র বাতিবিন্দু।


যদি খুঁজে পাই চিতা বাঘের তীব্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়বো তার সুগন্ধি হ্নদয়ভূমে
সাতচল্লিশ বছর হলো এখনো আসে নি আমার প্রধান প্রিয়জন
মোমবাতির আলো নিভে গেলেও মনের আলো নিয়ে অপেক্ষা করবো আরো সাতচল্লিশ বছর…


মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪১

আশিকি ৪ বলেছেন: মাসুদ রানা শাহীন ভাই কবিতা সুন্দর । কিন্তু টাকা পয়সা বেশী বেশী থাকা বাঞ্চনীয়। না হলে প্রেয়সিরা ফেরেনা।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৬

মাসুদ রানা শাহীন বলেছেন: বাস্তবতা তো ঠিক এমনটাই ভাই। তবুও কল্পনায় ঘোল মেটানো আর কি।

২| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪২

অধীতি বলেছেন: ফিরে আসুক দীর্ঘ যামিনী ঘিরে নবান্নের ঘ্রাণে।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৬

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৭

মাসুদ রানা শাহীন বলেছেন: শুকরিয়া ভাই। ভালো থাকুন।সুস্থ থাকুন।

৪| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:২৬

শায়মা বলেছেন: তারপরও কখনও খুঁজে না পাওয়াই ভালো।

কবিতা খুবই সুন্দর হয়েছে। :)

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৮

মাসুদ রানা শাহীন বলেছেন: খুঁজে পেলে হয়তো এমন করে ভাবি হয়ে উঠে না। ধন্যবাদ আপু।

৫| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:৪৬

রেজাউল৯৭ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

২২০ ভোল্টের শক খেয়েছি। শরীরে শিহরন জেগে ওঠেছিল।
২০০০ ভোল্টের শকে নিশ্চয়ই ১০ গুন বেশি শিহরন হবে। পরিচিত এমন কেউ ছিল না যার মাধ্যমে যাচাই করা যায়।
অবশেষে আপনাকে পেয়ে কৌতুহল মিটল।

আমার পরিীত সকলের হৃদয়ভূমে রক্তের গন্ধ আছে বলেই মনে হয়। ওখানে সুগন্ধি পৌছানোটা দূরূহ হবে বলে যানতাম। টেকনোলজি অনেক এগিয়ে গেছে।

আরো সাতচল্লিশ বছর বাচলে বয়স হবে ৯৪। কষ্ট করে ৪৭ এর বদলে ৫৩ বছর বাচুন, শতায়ু হবার আগাম অভিনন্দন।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২০

মাসুদ রানা শাহীন বলেছেন: অনেক রোমান্টিক মন্তব্য ভাই। আপনিও শতায়ু হোন কামনা করি।

৬| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা এমন করে আবেগ জড়াবো কবিতা লিখতে পারতাম যদি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.