নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

আমিও ছিলাম

১২ ই জুন, ২০২২ ভোর ৫:৩০


মনে রেখো আমিও ছিলাম তোমাদের মাঝে
তোমাদের এই পৃথিবীর ধূলিধুসর প্রান্তরে আমিও আঁচড় কেটে গেছি সকাল-সন্ধ্যা-সাঝে।

গৃহিনীর নির্জন অবসরের মত আমারো কিছু অলস দুপুর ছিলো
ঘোমটা দেওয়া বধূর মত আমিও লজ্জায় লাল হয়ে উঠতাম,
একদিন আমার বুকেও হাঁসের ছানার মত ফুটে উঠেছিলো বিপুল অনুরাগ!

এই তো ক দিন আগেও কোথায় ছিলাম না আমি!
তোমাদের মত আমিও ছিলাম
ছলকে উঠা রুপালি জলে
অভিসারের গোপন নদীতে
ঝলমলিয়ে ওঠা মার্বেল আলোতে!

তোমরা যদি ইতিহাস পড়ো তবে আমায় পাবে;
শিটকে লাগা সজনে ডাটায়
পুঁচকে যাওয়া লাউয়ের ডগায়
আমায় খুঁজে পাবে ধপধপে বকের লম্বা গলায়।

মনে রেখো আমিও ছিলাম তোমাদের মত;
ঝাঁকড়া চুলের ফেনানো ঢেউয়ে
চোখ বুঝিয়ে দেওয়া স্নেহের পরশে
ঝাপটে ধরা ভালোবাসার মধুর হিল্লোলে।

তোমাদের মাঝে এই আমি ঘুরে ফিরে আসি নানান চিত্রমালায়, স্মৃতির নিমগ্ন ধুলায়
আমি তো তোমাদের ই ঘরের হীরকপাথর ছিলাম!
আমি তো তোমাদের ই গর্ভের সন্তান ছিলাম
মনে রেখো একদিন আমিও ছিলাম তোমাদের মাঝে…


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২২ সকাল ৯:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিত।

১২ ই জুন, ২০২২ রাত ১০:০৬

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই জুন, ২০২২ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১২ ই জুন, ২০২২ রাত ১০:০৬

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.