নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

খানিক বসো...

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২০


হাত হাতে রেখে একটুখানি থাকো
চোখে চোখ রেখে একটুখানি বসো
একটুখানি সাহস দাও দেখবে এই
মরা চোখে সহসাই জাগবে জাদুর ঝিলিক!

একবার, শুধু একটুখানি আশকারা দিয়ে দ্যাখো,
দেখবে আমার এই ছেঁড়া ঝুলি থেকে
এক এক করে বেরিয়ে আসবে;
নতুন অর্জন,
নতুন উদ্ভাবন
নতুন প্রজন্ম,
নতুন নতুন নেতৃত্ব!

তোমার ওই লাউ ডগা নখের এক ইশারায়
কনকনে শাপের মত শীতল জনসমুদ্রে ছড়িয়ে দিতে পারি বিক্ষোভের কলকলে প্লাবন!

আর একটিবার যদি পাই তোমার গ্রীন সিগন্যাল,
বৃষ্টি জলের কণা হয়ে ঢুকে আগ্নেয়গিরির লাভা হয়ে বের হতে আমার এতটুকুনও কষ্ট হবে না!

আর একটিবার তোমার হ্নদয়ের গভীর স্তর এই হাত দিয়ে ছুঁতে চাই,
আর একটিবার তোমাকে চক্রবৃদ্ধি আদরে ভরিয়ে তুলতে চাই
তোমাকে আরো একবার ভালোবাসি বলতে চাই!

এসো দুজনে দীর্ঘ বক্তৃতার প্রদীপ জ্বালাই
এসো দুজনে হ্নদয় খুঁড়ে পিপাসা জাগাই,
এসো শিশিরে শিশিরে প্রেম ঝরাই!

হাত হাতে রেখে একটুখানি থাকো
চোখে চোখ রেখে একটুখানি বসো…









মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৬

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.