নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

সব সয়ে নিচ্ছি...

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০১


আমি সব সয়ে নিচ্ছি;
যেমন গাছ সয়ে নেয়
স্রোতের বিপরীতে বৈঠা ঠেলতে ঠেলতে চামড়াগুলো খসখস করছে,
মৌনতার নীরব শ্মশানে দারুন পুড়ছি!
ক্লান্তির শেকলে আচ্ছামত ফেসে গেছি,

দু চোখ‌ বন্ধ করে আমি সব মেনে নিয়েছি,
অবশ্য মেনে না নিয়ে কোন উপায়ও নেই,
জীবন খরচ করে শুধু কবিতাই লিখে গেলাম।

আমি বুঝে গেছি; সব বুঝে গেছি
যেমন করে বুঝেছি এটা মানবজীবন নয় বরং মানবেতর জীবন,
বিষাদের আল্পস পর্বত ঠেলে ঠেলে কী বেঁচে থাকা যায়?
নাকি লোহার হাপর টেনে টেনে লোহাকে সোনা ই বানানো যায়?

তবু বাঁচি, একা আছি
একা থাকাতেই আনন্দ
আমি সব সয়ে নিচ্ছি;
যেমন গাছ সয়ে নেয়…

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১২

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০২

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০২

ইসলামী জ্ঞান বলেছেন: অসাধারণ

২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০২

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৯

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.