![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
আমি সব সয়ে নিচ্ছি;
যেমন গাছ সয়ে নেয়
স্রোতের বিপরীতে বৈঠা ঠেলতে ঠেলতে চামড়াগুলো খসখস করছে,
মৌনতার নীরব শ্মশানে দারুন পুড়ছি!
ক্লান্তির শেকলে আচ্ছামত ফেসে গেছি,
দু চোখ বন্ধ করে আমি সব মেনে নিয়েছি,
অবশ্য মেনে না নিয়ে কোন উপায়ও নেই,
জীবন খরচ করে শুধু কবিতাই লিখে গেলাম।
আমি বুঝে গেছি; সব বুঝে গেছি
যেমন করে বুঝেছি এটা মানবজীবন নয় বরং মানবেতর জীবন,
বিষাদের আল্পস পর্বত ঠেলে ঠেলে কী বেঁচে থাকা যায়?
নাকি লোহার হাপর টেনে টেনে লোহাকে সোনা ই বানানো যায়?
তবু বাঁচি, একা আছি
একা থাকাতেই আনন্দ
আমি সব সয়ে নিচ্ছি;
যেমন গাছ সয়ে নেয়…
২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০২
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০২
ইসলামী জ্ঞান বলেছেন: অসাধারণ
২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০২
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৩| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৯
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১২
বাকপ্রবাস বলেছেন: সুন্দর