নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

থামবো না বলেই

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২০


থামবো না বলেই নিয়ম ভাংগার ইশতিহার রোজ পাঠ করে যাই
ভালোবাসার আগাম পয়গাম এ বঙ্গ থেকে ও বঙ্গে ঠারে ঠারে পৌঁছাই,
সমন্বিত প্রাচুর্যে ভরা শরতের গাঢ় নীলে ডুবে যাই,
মেঘ ভাংগা ওই থই থই জলে হাঁটু গেঁড়ে বসে থাকি,
থামবো না বলেই একটাও অতিরিক্ত শব্দ খরচ করিনি।

থামবো না বলেই কুসুমের সাধনায় ব্যাপৃত থাকি
ফুটন্ত গোলাপের মত টগবগে যৌবনে ঝাঁপ দেই,
বারূদমাখা হেলিকপ্টারের সামনে এক সমুদ্র রক্ত ঢেলে দেই,
এই ক্লান্তিহীন স্নায়ুতে যে দাউ দাউ আগুন জ্বলছে সেটা আর কখনোই থামবে না,
থামবো না বলেই
জীবনের উদ্দাম রথে এখনো লম্বা লম্বা চাবুক লাগাই।

থামবো না বলেই ঘাঁটাঘাঁটি করে জীবনের গভীরতা তলিয়ে দেখি
ভরপুর হিউমারে মোড়ানো এই জীবনকে উল্টে পাল্টে দেখি,
থামবো না বলেই
মৃত্যুর দ্রাঘিমা পাড়ি দিয়ে শিশিরের শব্দে কান পাতি,
বিদীর্ণ হাহাকারে আনন্দ চুম্বন বসাই,
ছেঁড়া পাতার ধিক্কার হজম করে বসন্তের দিব্যোজ্জল গল্প বলি।

থেমে না যাওয়ার এই বহিমিয়ান গল্পগুলো দীর্ঘ হতেই থাকবে…













মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৩

আজব লিংকন বলেছেন: দারুন। সুন্দর অনুপ্রেরণা। ছুটে চলাই জীবন। এগিয়ে যান। শুভকামনা রইলো।

০৯ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.