নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
যেখানে মুখের হাসি শুকিয়ে গেছে
জুয়া চুরি ই চলে রমরমা,
যেখানে কাঁটা কাঁটা আলাপে সব বিদায় করা হয়
সেখানে বিলাসী রোদের উষ্ণতা চেয়ে লাভ নেই,
একটু সময় হলে
দরদমাখা আবেগ দিয়ে অন্তত মাঝারি মানের ভালোবাসা পৌঁছে দিও আমার ভাংগা দুয়ারে।
যেখানে ভুল শব্দে, অগোছালো বাক্যে তৈল মর্দন চলে ঝরঝরা
এক মাফিয়া আরেক মাফিয়ারে গিলে ফেলে,
যেখানে পঁচা চালকুমড়ার গন্ধে ভরে উঠে সমস্ত বাতাস
সেখানে নলিনী ফুলের বাহার দেখতে চাওয়া বাতুলতা মাত্র,
একটু সময় হলে
আমায় অভিমানী প্রজাতির দু:খ দেখাতে নিয়ে যেও।
যেথানে মিথ্যের দাবানলে পুড়ে গেছে তরতাজা সত্য
মূর্খের উচ্ছ্বাসে ভিজে গেছে সহস্র মধু পূর্ণিমা
যেখানে রাত মানেই আতংক আর অবিশ্বাস,
সেখানে আর বেশি কিছু চাওয়ার সাহস নেই
শেষ পর্যন্ত আমি যদি হারিয়ে যাই,
শেষ পর্যন্ত আমি যদি হেরে যাই,
শেষ পর্যন্ত আমি যদি ফুরিয়ে যাই,
একটু সময় হলে
ভীষণ মমতাময়ী কাঁদায় আমার দেহটা ঢেকে দিও…
২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪১
সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ চমৎকার