নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

আমি যা আমি তাই

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪০


নির্মোহ নিরপেক্ষতা অবলম্বন করে ঘাপটি মেরে বসে থাকা আমার কাজ নয়
ভেদাভেদের জটিল সমীকরণ আমাকে টানে না,
সত্য-মিথ্যের ঠেলাঠেলি আমি এড়িয়ে চলি,
আমি সুন্দরের পক্ষে, আমি অধর্মের বিপক্ষে
আমি যা আমি তাই।

মোহময় মিস্টিক কথার জাদুতে কাউকে আটকাতে পারি না
ঠোঁটের থলথলে হাসিতে কাউকে হিপনোটাইজ করতে পারি না,
কল্পনাপ্রসূত মিথ্যে দিয়ে কাউকে ভাসাতে পারি না,
আমি যা আমি তাই।

আমার নেই দানবিক কোন প্রতিভা
আমি আকাশ ছোঁয়া প্রতিভার দ্বীপ্তি নিয়ে পৃথিবীতে আসি নি,
আমার ভেতর নেই শরীর উপচানো ঝিলিক বাতি
আমার খুঁত আছে,রোগ আছে,আছে জাগতি সব অপূর্ণতা।
আমি জন্মেছি সিটি কর্পোরেশনের পুরোনো কোন গলিতে
আমাকে টানে না কোন স্যাঁতস্যাঁতে আবেগ
আমি যা আমি তাই।

হয়তো ইতিহাসের ছেঁড়া পাতাতেও আমার ঠাঁই হবে না,
হয়তো একদিন ধূলায় মিশে যাবো।
তথাপি জবান দিয়ে,জীবন দিয়ে
ভোরের শিশির আনার জন্যে লড়তে থাকবো,
নরম বিকেলের দেদিপ্যমান আভাটুকুর জন্য মরতেই থাকবো,
একদিন তৃষ্ণার্ত ঠোঁটের প্রেমময় খুতবা শোনার জন্য সত্যি সত্যি ঘর ছাড়বো
আমি যা আমি তাই…

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১২

সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ খুব সুন্দর মনের কথা ‍মুগ্ধ হলাম

২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৯

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:১১

ক্লোন রাফা বলেছেন: চমতকার , ছন্দময়, সত্য কথনে ধার আছে বলতেই হয়।
খুব ভালো লাগলো, keep it up

২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৯

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.