নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

পারলাম না

০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫০

বিপুল বহ্নিজ্বালা বরফ করে
ভেবেছিলাম শান্তিতে ঘুমাবো,
পারলাম না,
সৃষ্টির বীজ বুনেছিলাম মাঠে মাঠে,
ভেবেছিলাম নেতিয়ে পড়া আত্মারা তরতাজা হয়ে উঠবে,
হলো না।

ছেঁড়াফাটা তালিমারা কষ্টগুলো ভাসিয়ে দিয়ে
ভেবেছিলাম জমাটবাঁধা ভালোবাসা রুপোর কৌটায় ভরে রাখবো,
পারলাম না,
জলজ অভিমানগুলো রোদ্দুরে তা দিয়ে
ভেবেছিলাম কালির অক্ষরে প্রাণের তরংগ বইয়ে দিবো
পারলাম না।

দুর্মর-দূবার গতিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম,
ভেবেছিলাম সমাজের মনে প্রবেশ করতে পারবো,
পারলাম না,
হিন্দু-মুসলিম ঘা শুকিয়ে
ভেবেছিলাম সভ্যতার অনেক উঁচুতে উঠবো,
পারলাম না।

তৃতীয় শ্রেণীর ইগো ফেলে দিয়ে
ভেবেছিলাম মাটির মানুষ হবো
পারলাম না,
দিগন্ত কাঁপানো অবসাদ ঘুচিয়ে
কোষে কোষে আনন্দ ফোঁটাতে চেয়েছিলাম
পারলাম না…

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাটির মানুষ হয়ে উঠুন
খুব সুন্দর হয়েছে

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.