নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
ছেলেটা খুব করে কবিতা ভালোবাসতো
ডুবে থাকতো কবিতার রুপ রস গন্ধে,
সে বুঝেছিলো; কবিতা লিখলে দু:খ ভোলা যায়, হ্নদয়ে জমে থাকা শতাব্দীর ব্যথা কমে যায়।
ছেলেটা ফুল ভালোবাসতো
হৃদয়ের দগদগে ছাল ফুলের পাপড়ি দিয়ে ঢেকে দিতে চেয়েছিলো,
গোলাপের মারণাস্ত্র বর্ষণ করে ধ্বসিয়ে দিতে চেয়েছিলো ঘৃণার সিংহ প্রাচীর,
সে বুঝেছিলো, যে হাতে ফুল ওঠে সে হাত কখনো রক্তে রাঙাতে পারে না।
ছেলেটা স্বপ্ন দেখতে ভালোবাসতো
পঙ্কিলতা পরিহার করে পরিমলবাহী পালকি টানতে চেয়েছিলো,
সে বুঝেছিলো; মৃত্যুহীন প্রাণের স্বপ্ন ই পৃথিবীকে বাঁচিয়ে রাখে।
ছেলেটা সত্যকে ভালোবাসতো
ধনুকের মতন টান টান দাঁড়িয়ে মিথ্যার সব অচলায়তন ভাংতে চেয়েছিলো,
সত্যবাদিতার এক একটা টেক্সট তাঁর কাছে রক্তাক্ত গোধূলির মতন লাগতো,
সে বুঝেছিলো; সত্য ই সুন্দর, সুন্দর ই সত্য।
ছেলেটা এই ভালোবাসার জন্য মরেছিল…
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।