নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
হয়তো আজকের সন্ধ্যাটা গাঢ় হবে
হয়তো সন্ধ্যাটা পেকে রাত হবে
ভয় কি তাতে?
হিসহিস করে ওঠা সাপের কুন্ডলী পাকতেই থাকুক
শয়তানের দোসররা এক হতেই থাকুক
ছাড় কেনো তাতে?
৫৬ ইঞ্চি সিনা ফুলিয়ে যা করার করে যাও।
প্রেম না কবিতা, কবিতা না প্রেম
এখন কোন কনফিউশন নয়
খুঁচিয়ে খুঁচিয়ে জিঘাংসা জাগায়
ওদের গরাদে চাপট দাও
ভেংগে দাও গুঁড়িয়ে দাও।
সূর্য থেকে কতদিন নিজেকে ঢেকে রাখবে?
ধূর্ত থেকে কতদিন নিজেকে লুকিয়ে রাখবে?
কোন অবকাশ নয়, নয় কোন ছাড়
অভুক্তের পেটে লাথি বসানোর
সব ইশতিহার পুড়িয়ে দাও।
যেভাবে হাজারো কিশোর কলম বুক টান করে দাঁড়িয়ে গেছে মানুষের তরে,
যেভাবে লাংগল জোয়ালের বুক চিড়ে বেরিয়ে এসেছে অগনিত তরুণ
সেভাবে ছিড়তে হবে সমস্ত হানিট্রাপ
সেভাবে ছিড়তে হবে উপেক্ষার সমস্ত স্বরলিপি,
বুঝে নাও বুঝিয়ে দাও।
কত দিন চোখে ঢেলে পড়বে চিরকালের স্তব্ধতা?
কত দিন বেয়ে আসবে নর্দমার ভয়াল কীট?
দাসত্বের অপেক্ষা তবে ফুরাবে কবে?
তবে নতুন দিন হোক হাহাকার হটানোর
তবে নতুন দিন হোক লাল সবুজের অধিকার ফেরানোর
এই লগ্ন হোক সবুজ প্রজন্ম ফলানোর …
০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।