নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির দাবদাহ

০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫


জল জমি জংগল
সব হাত ছাড়া হয়ে গেছে
আর কিছু নেই অবশিষ্ট
শুধু কাউকে পাওয়ার ধ্রুপদী পিপাসাটাই রয়ে গেছে।

ভেতরে ভেতরে
ভাংগন ধরে সব নি:শ্বেষ হয়ে গেছে
আর কিছু নেই অবশিষ্ট
শুধু নি:সঙ্গতার প্লাবনটাই রয়ে গেছে।

জীবন্ত গ্রাম্য বেলার সেই দিন ফুরিয়ে গেছে
গেছে যে গেছে একেবারেই গেছে!
আর কিছু নেই অবশিষ্ট
মরা মাংসের টুকরোর মত এই জীবনে
শুধু ইমোশোনটাই রয়ে গেছে।

তারুণ্যের দিনগুলো কবেই পার হয়ে গেছে
দ্রোহ আর মিছিলের দিনগুলোও শেষ হয়ে গেছে
আর কিছু নেই অবশিষ্ট
শুধু প্রাণের ধুকপুকুনিটাই রয়ে গেছে ।

অভিমানের দলাগুলো ইছামতীর গর্ভে ফেলা হয়েছে
ধুয়ে মুছে সব শেষ
আর কিছু নেই অবশিষ্ট
শুধু ছাই চাপা আগুনের ধিকি ধিকিটাই রয়ে গেছে।

পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া শেষ
কাকের অন্ন ছিটানোর মত অবহেলাও জমেছে বেশ
হাতের পাঁচ দেখাও শেষ,
আর কিছু নেই অবশিষ্ট
পুড়ে যাওয়া স্মৃতির শুধু দাবদাহটাই রয়ে গেছে…

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০১

বাকপ্রবাস বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.