নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

তোমাদের ক্ষমা নেই

২১ শে মার্চ, ২০২৫ রাত ১:৩২


তোমরা সামান্য হেসে নাও হে শয়তানের পুত্রগণ!
সামনেই তোমাদের কৃতকর্ম অপেক্ষা করছে।
ভেবেছো গাজার অবুঝ শিশুর লাশের স্তুপের উপর দিয়ে
শান্তিময় তেল আবিব গড়ে তুলবে?
কখনো নয় !
যে আগুন জ্বালিয়েছো জায়নামাজ আর মসজিদ মিম্বরে সেই আগুনে তোমরা জ্বলবে কেয়ামত পর্যন্ত

তোমরা সামান্য লাফিয়ে নাও হে জালেমের মুখপাত্রগণ!
সামনেই তোমাদের দুনিয়া ছোট হয়ে আসছে।
ভেবেছো পশ্চিম তীরে নিরীহ মায়ের কান্নার স্রোতের উপর দিয়ে কর্তৃত্ববাদী জেরুজালেম গড়ে তুলবে?
কখনো নয় !
যে আগুন জ্বালিয়েছো ফিলিস্তিনির চোখে আর মনে সেই আগুনে তোমরা পুড়বে তোমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত।

তোমরা সামান্য জাউরামো করে নাও হে দাজ্জালের বংশধরগণ!
সামনেই তোমাদের দিন ফুরিয়ে আসছে।
ভেবেছো রামাল্লার শান্তিপ্রিয় যুবকের রক্তের ঢলের উপর দিয়ে বেহেস্তি গোলান মালভূমি গড়ে তুলবে?
কখনো নয়!
যে আগুন জ্বালিয়েছো মধ্যপ্রাচ্যের প্রতি বিন্দু বালুকণাতে সেই আগুনে তোমরা মরবে তোমাদের শেষ প্রজন্ম পর্যন্ত।
তোমাদের ক্ষমা নেই…

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৩৮

নকল কাক বলেছেন: X(

২| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: জোর যার, মুল্লুক তার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.