![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
হ্নদয়ের অমিত প্রাচুর্য পেশিতে ধারন করে আমার খুউব দৌড়াতে ইচ্ছে করে
খুনের এই জনপদ ছেড়ে শান্তি সম্মান স্বস্তির
ওয়ান ওয়ে টিকিট কাটতে ইচ্ছে করে।
হ্নদয়ের অনিরুদ্ধ তেজ ঠোঁটে মেখে আমার খুউব
গলা ফাটাতে ইচ্ছে করে
ক্ষমতার এই মহামারী ছেড়ে মনুষ্যত্ব মর্যাদা মুক্তির কথা বলতে বলতে কাঁপিয়ে আকাশ ভাংগতে ইচ্ছে করে।
হৃদয়ের অনিকেত আবেগ পোঁটলায় বেঁধে আমার খুউব ঘর ছাড়তে ইচ্ছে করে
আপসকামী মধ্যবিত্তের এই সুড়সুড়ে চরিত্র ছেড়ে দু:সাহসী দ্বিধাহীন দুর্বার বিপ্লবের রুহানি প্লাবনে ভাসতে ইচ্ছে করে।
হ্নদয়ের অমলিন স্বপ্ন ডালায় সাজিয়ে আমার খুউব মরতে ইচ্ছে করে
জমিদারী এই আদিম ব্যবস্থা ছেড়ে নিষ্পাপ নিরস্ত্র নিরাপরাধ বার্ধক্যের আঙিনায় সবুজের জোয়ার বইয়ে দিতে ইচ্ছে করে।
আমার খুউব বাঁচতে ইচ্ছে করে…
২| ২৩ শে মে, ২০২৫ দুপুর ১২:০২
দৈত্যুষ বলেছেন: সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০২৫ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।