নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

ফেরা হয় না

১৯ শে জুন, ২০২৫ রাত ১১:৩৫


বর্ণে গন্ধে রুপে ভরা দিন একবার পেছনে ফেলে আসলে
নিরাপদ, নিশ্চিত, নির্ভেজাল দিন একবার পেছনে ফেলে আসলে
সে দিনে আর ফেরা হয় না।

বাক্স পেটরা গুছিয়ে, গোপন কষ্ট মুড়িয়ে যে গ্রহ থেকে একবার শব্দহীন প্রস্থান হয়
সে গ্রহে আর ফেরা হয় না।

অভিমানের পোঁটলা বেঁধে, অভিযোগের গাড়িতে চড়ে যে ঘর ছাড়া হয়েছে
সে ঘরে আর ফেরা হয় না।

অপমান, অপবাদ, ঘৃণার হাইপারসনিক মিসাইল একবার ছুঁড়ে মারলে শত অর্চনা করলেও সে মিসাইলের আর ফেরা হয় না।

হাতে ধরে, বুক আগলে, মাথায় তুলে রাখা ভালোবাসায় চূড়ান্ত অবহেলা থাকলে
সে ভালবাসার আর ফেরা হয় না…

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২৫ রাত ২:৪৫

এইচ এন নার্গিস বলেছেন: সত্যি তাই । সঠিক কথা।

০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে জুন, ২০২৫ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা কবিতা।

০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.