![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
যার ইচ্ছে হয় পিছে কথা বলে বেড়াক
রাজ্যের বিরক্তি নিয়ে দুটো কথা শুনিয়ে যাক
বিবেকের কমান্ড শুনে নিজের পথে একাই চলবো।
প্রতিশোধ নেবার নেশা আমার নেই।
যার ইচ্ছে হয় জ্বালাতে আসুক
জিহ্বার ধারালো খোঁচায় হৃদয় রক্তাক্ত করক
মাথাটা কোল্ড আইস বানিয়ে লম্বা একটা ঘুম দেবো।
সময় নষ্ট করার সময় আমার নেই।
যার ইচ্ছে হয় সমুদ্র সেচে দুর্নাম বের করুক
নীরব অবজ্ঞায় তিলে তিলে মেরে ফেলুক
চোখ বন্ধ করে শরীর ও মনের সমস্ত শক্তি দিয়ে নিজেকে ভালোবাসবো।
নিজেকে ঠকানোর ইচ্ছে আমার নেই…
১০ ই জুলাই, ২০২৫ রাত ১০:৫০
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১০ ই জুলাই, ২০২৫ রাত ১০:৫০
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০২৫ রাত ৯:৩৭
এইচ এন নার্গিস বলেছেন: একেবারে সত্যি কথা বলেছেন ।