![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
এই কৃত্রিম ঢাকনাটা সরে গিয়ে ভালোই হলো
অ্যাটিচিউড দেখানো মানুষগুলোকে বাতিলের খাতায় ফেলে দিয়েছি।
আমি টাকা নয় শুধু মানুষ জমাতে চেয়েছি
আমি তো জীবনের সবচেয়ে গভীর কথাটা নীরবেই বলতে চেয়েছি
কৃত্রিম এই উৎসবের ভীড়ে একলা হয়ে ভালোই হলো।
এই মনের আলমারিতে বিশেষ কিছু দু:খ তুলে রেখে ভালোই হলো
মন চাইলে বের করে দেখি।
বিশেষ কিছু স্মৃতি ঝিনুকে লুকায়িত মুক্তোর মত আগলে রেখেছি
আমি সব কিছু নয় শুধু দু:খ চেয়েছি
বিশেষ দু:খগুলো উপহার হিসেবে হোম ডেলিভারী পেয়ে ভালোই হলো।
এই রাস্তা ফাঁকা হয়ে ভালোই হলো
যার যাবার কথা ছিল সে তো যাবেই
আমি নিজেই নিজের ভালো থাকার কারন হতে চেয়েছি।
কে এলো কে গেলো তাতে কি আসে যায়?
যে পৃথিবী মানুষের না সেখানের পিচ ঢালা রাস্তায় বসন্ত না এসে ভালোই হলো…
২৩ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৯
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।