নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

আমাদের একটা মাইলস্টোন ছিলো

২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৫০


আমাদের একজন শিক্ষিকা ছিলো
আমাদের একজন মা ছিলো
শিক্ষার আলো বুকে নিয়ে
নিজেকে আগুনের জঠরে সঁপে দিয়ে অনেক নতুন আলোর জন্ম দিয়ে গেছে!

আমাদের একজন বন্ধু ছিলো
আমাদের একজন ভাই ছিলো
শরীরে পোড়া গন্ধ মেখে
বন্ধুর কোলে মাথা রেখে শেষ বিদায়ে একখানা নির্ভার হাসি দিয়ে বলে গেছে;
“আমি জানতাম তুমি আসবে”!

আমাদের অনেকগুলো
নাড়ী ছেঁড়া ধন ছিলো
আমাদের অনেকগুলো ফুটফুটে সন্তান ছিলো নিজেরা অগ্নিশ্রাবণে পুড়ে গিয়ে
চিরদিনের জন্য আমাদের চোখে কান্না রেখে গেছে!

আমাদের একটা মাইলস্টোন ছিলো
আমাদের একটা এয়ার ক্রাফট ছিলো
নিজেরা পরষ্পরের মুখোমুখি হয়ে,
নিজেরা একে অপরের মধ্যে ঢুকে গিয়ে
আমাদের বেঁচে থাকার থাকার অবলম্বনটাকেই বিধ্বস্ত করে দিয়ে দিয়ে গেছে
আমাদের বেঁচে থাকার ইচ্ছেটাকেই পুড়িয়ে দিয়ে গেছে
নিজেরা চলে গিয়ে আমাদেরকে পাথর করে দিয়ে গেছে…

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.