![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
একটা সময় ছিলো যখন
কাঁথা সেলাইয়ের মত গল্প জুড়ে দিতাম এর সাথে ওর সাথে
চোখের পাতা এক না করে বহু কথার দোকান খুলে বসতাম
ঠোঁট নয় হ্নদয়ের নির্যাস দিয়ে কৈশোরে বন্ধুত্ব গড়েছি কত!
কোথায় হারিয়ে গেছে সেই দিনগুলো?
একটা সময় ছিলো যখন
বৃষ্টির সেতার শুনে বেলা পার করেছি
নীল আকাশের কালো মেঘ গলে বৃষ্টি নামতো নূপুরের ধ্বনিতে
ঝুম ঝুম শব্দে হৃদয় আমার উতলা হয়ে উঠতো কত!
কোথায় হারিয়ে গেছে সেই দিনগুলো?
একটা সময় ছিলো যখন
ভালোবাসাকে ব্যাখ্যা না করে শুধু অনুভব করতাম
অভিমানের দেয়াল টপকে বার বার ফিরে গেছি প্রেমের নগরীতে
চোখের ভাষায় সবচেয়ে দামী চিঠি লিখে হ্নদয়ের ডাকবাক্সে ফেলে দিয়েছি কত!
কোথায় হারিয়ে গেছে সেই দিনগুলো?
একটা সময় ছিলো যখন
সমুদ্রের নীল জলে সৃষ্টিশীলতার শৈবাল সংগ্রহ করতাম
ভেজা বালু গায়ে মেখে নব জন্মের সূর্যস্নান করেছি শত
বাঁকা চাঁদের সাদা ফালি দেখতে দেখতে রাত কেটে যেত কত!
কোথায় হারিয়ে গেছে সেই দিনগুলো…
৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:০০
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।