![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
চাই না তোমাকে ঘিরে জমে উঠুক
বেশি কথা, বেশি কোলাহল।
কোন কথা নয় শুধুই ইন্দ্রিয়গুলো মেলে ধরো,
মুখোমুখি বসে
চুপচাপ শুধু আমায় অনুভব করো।
চাই না তোমাকে ঘিরে জমে উঠুক
কোন কিংবদন্তী, লোক উৎসব, লোকশ্রুতি।
কোন কথা নয় শুধুই আড়াল হও,
আমার জীবনের
অন্তরা
সঞ্চারী
আভোগে
চুপচাপ শুধু জড়িয়ে থাকো।
চাই না তোমাকে ঘিরে জমে উঠুক
কোন ধোঁয়াশা, কুয়াশা, হতাশা।
কোন কথা নয় শুধুই হাত ধরো
শয়নে-স্বপনে, নিদ্রায়-জাগরণে
ধ্যানে-জ্ঞানে
মনেপ্রাণে
চুপচাপ শুধু আমায় ভালোবাসো…
২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৭
মাসুদ রানা শাহীন বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
২| ০১ লা আগস্ট, ২০২৫ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৮
মাসুদ রানা শাহীন বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:০৯
এম ডি মুসা বলেছেন: ভালো কবিতা