![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
আমাদের কষ্টগুলোর পিছনে কোন আবহ সংগীত থাকে না
আমাদের গল্পগুলোর কোন মিমাংসিত অধ্যায় থাকে না
থাকে নিরাশার দোলায় ভেঙে যাওয়া অসম্পূর্ণ স্বপ্নের দলিল।
ছেঁড়া কাঁথার এই সংসারে আমাদেরও একদিন প্রেম আসে
তবে ভোর হবার আগেই রাতের দু: স্বপ্নে সাথে মিলিয়ে যায়
আমাদের প্রেমের মালাগুলো গুদাম ঘরেই নষ্ট হয় কোন ক্রেতা মেলে না
কিন্তু মেলে বিচ্ছেদের যন্ত্রণা, প্রতীক্ষার যাতনা।
আমাদের লেখা কবিতাগুলো শেষ পর্যন্ত আর কবিতা থাকে না
হয়ে পড়ে ধূলিময় অভিশাপ
স্বপ্ন দেখে বেঁচে থাকতে গিয়ে বেশিরভাগ সময় বেঁচে থাকাটাই ভুলে যেতে হয় আমাদের
জীবনানন্দ দাশের যৎসামান্য আনন্দটুকুও আমাদের কপালে জোটে না।
আমাদের জীবনে বয়ে চলে বিরতিহীন নিঃশব্দ অশ্রু আর
নানান ক্লান্তির জোয়ারভাটা…
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০২৫ রাত ১:১২
এইচ এন নার্গিস বলেছেন: কষ্টের জীবনের কবিতা। ভালো লিখেছেন ।