নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

তবে কী আমি ই ভুল ছিলাম

১৩ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৫


সব সৃজনে সব লালনে
অভাব অভিযোগ অভিমানে
ছিলাম তোমার সবটা জুড়ে বহুবার বারবার,
শেষ পর্যন্ত বুঝলাম আমাকে শুধু পরিচিত একজন ভেবেছিলে ঘনিষ্ঠ ভাবো নি।
তবে কী আমি ই ভুল ছিলাম?

সব অভিব্যক্তি সব সংলাপে
কথা সুর সংগীতে
তোমার শুন্য দ্বীপে কত নন্দিত পদ্ম ফুটিয়েছি!
শেষ পর্যন্ত বুঝলাম তোমার বিবেকের বাটখারায়
আমি সময়ের পরীক্ষায় কখনো উত্তীর্ণ হতে পারি নি।
তবে কী আমি ই ভুল ছিলাম?

সব সৌরভে সব গৌরবে
প্রণয় পরিণয় প্রশান্তিতে
প্রেরণার দিব্যমোম জ্বালিয়ে সর্বদা তোমাকে অভিনন্দিত করেছি,
শেষ পর্যন্ত বুঝলাম তোমার শুভাকাঙ্ক্ষীর লম্বা লিস্টে আমি কেবলই একটা সংখ্যা মাত্র।
তবে কী আমি ই ভুল ছিলাম?

সব শীতে সব বসন্তে
সকাল সন্ধ্যা রাতে
আমি তোমার চরাচরের প্রতিটি পদচ্ছাপে শুদ্ধ নিবেদনের মাধুর্য ছড়িয়েছি,
শেষ পর্যন্ত বুঝলাম তোমার বোঝাপড়ার করিডোরে আমি শুধু ই এক বোকা মানুষ।
তবে কী আমি ই ভুল ছিলাম??

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪২

বিজন রয় বলেছেন: হ্যাঁ, যেহেতু বাস্তবে রূপ নেয়নি, তাই প্রেমিকার ভুল ছিলেন।

তবে সে ভুল প্রেম তীব্র ছিল।

ভালো লেগেছে। বানানের দিকে খেয়াল রাখুন।

২২ শে আগস্ট, ২০২৫ ভোর ৫:৪৫

মাসুদ রানা শাহীন বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

২| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ৩:০৭

লোকমানুষ বলেছেন: ভালোবাসার সমস্ত আন্তরিকতাই যখন একা হয়ে যায়, তখন বেদনাটাই শুধু থেকেই যায় না; বরং নিজেকে প্রশ্ন করার অবসর খুঁজে বের করে। আপনি ভুল ছিলেন না, শুধু আপনার ভালোবাসার প্রকাশটা হয়ত সঠিক জায়গায় হয়নি। কিছু হৃদয় অন্ধকারেই থেকে যায়, সেখানে কখনোই আলো দিয়ে আলোকিত করা যায় না।

২২ শে আগস্ট, ২০২৫ ভোর ৫:৪৬

মাসুদ রানা শাহীন বলেছেন: আপনি ভালো বলেছেন।

৩| ১৪ ই আগস্ট, ২০২৫ ভোর ৪:৫৪

ক্লোন রাফা বলেছেন: বোকামানুষ ‼️ তাই বুঝতে এতো দেরি হয় ;)

কবিতা ভালো লাগছে

২২ শে আগস্ট, ২০২৫ ভোর ৫:৪৬

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে আগস্ট, ২০২৫ ভোর ৫:৪৭

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.