নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

জীবনে একটি ফুলের আগমন হোক

২১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৫৯

জীবনে একটি ফুলের আগমন হোক
সুবাসে সুবাসে সুস্থ হোক জখমের প্রতিটি মোহনা
বিচ্ছিন্নতার উজান উপেক্ষা করে
সুবাস হোক সবল স্বতঃস্ফূর্ত স্বতপ্রণোদিত।

জীবনে একটি সত্যের আগমন হোক
ক্রোধে ক্রোধে প্রকম্পিত চোখগুলো সত্যের ছোঁয়ায় শীতল হোক
জাঁকজমক মিথ্যের আড়ালে সত্য আসুক কঠিন রুপে
সত্য হোক নিরবিচ্ছিন্ন নিরাবরণ নির্মোহ।

জীবনে একটি প্রেমের আগমন হোক
মাখো মাখো আদরে জমে উঠা ক্ষীরের মত প্রেম জেগে থাকুক শেষ নি:শ্বাস অব্দি
গভীর এই অসুখের যুগে
প্রেম হোক উন্নত উদার উন্মুক্ত।

জীবনে একটি ঝড়ের আগমন হোক
মেঘে মেঘে কাটাকাটি করে আকাশ ফুঁড়ে বেরিয়ে আসুক তীব্র আলো
পাপের লীলা ধ্বংস করতে
ঝড় হোক প্রগাঢ় প্রকান্ড প্রচন্ড…

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫০

লোকমানুষ বলেছেন: ফুলের সুবাস, সত্যের শীতলতা, প্রেমের উদারতা আর ঝড়ের তীব্রতা; প্রতিটা অংশই জীবনের গহীনের কথা বলে। এমন স্বচ্ছ আহ্বানে তারা আসুক আপনার জীবনে, অতীত পাপ ভেঙ্গে-চুড়ে নতুন ভালোবাসার কলতানে ভরে উঠুক আপনার জীবন।

২| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৩৮

বিজন রয় বলেছেন: ফুল, সত্য, প্রেম, ঝড়! সব কিছুই জীবন পড়তে পারে আবার ভাঙতে পারে।

সকালে এই সুন্দর কবিতা পড়লাম।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.