নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

মন্দ কীসে?

২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫৮


জীবন তো একটাই
অন্যায্য অসাম্যের পদতলে পৃষ্ট না হয়ে
ভাংগা হাড়ে ব্যান্ডেজ লাগিয়ে হলেও
সূর্যমুখীর মত আবার মাথা তুলে উঁকি দিলে মন্দ কীসে?

যৌবন তো একটাই
ধূলোময় শব্দজটের এই গুমোট নগরীতে
পোড়া-দগ্ধ অন্তরে আলতো ছোঁয়া দিয়ে
অনুরাগের বরফ বৃষ্টি নামালে মন্দ কীসে?

মন তো একটাই
ভেদাভেদের ইস্পাত কঠিন বাংকার থেকে বেড়িয়ে
একটুখানি কাইন্ড এন্ড সুইট হয়ে
এই পৃথিবীকে চুটিয়ে ভালোবাসলে মন্দ কীসে?

মরন তো একটাই
এই ভংগুর সময়ের মোড়ে দাঁড়িয়ে
টেস্ট ইনিংসের মত মাটি গেঁড়ে
প্রিয়জনের অপেক্ষায়
এই দিনগুলো কাটিয়ে দিলে মন্দ কিসে…

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.