![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
পৃথিবীর কোন এক ছোট্ট কোণায় আমাকে একটু থাকতে দেওয়া হোক।
স্বর্গের আইন ভংগ করে আমাকে দেবতাদের প্রাসাদ এনে দিতে হবে না
আমার লাগবে না কোন বড় মঞ্চ
লাগবে না আনুষ্ঠানিকতার ঢাক ঢোল
আমার কেবল ছোট্ট একটা ঘর হোক
ছোট্ট একটা উঠোন হোক।
তারকাদের ভীড়ের কোন এক ছোট্ট কোণায় আমাকে একটু থাকতে দেওয়া দেওয়া হোক।
আমার লাগবে না কোন বড় মজলিস
লাগবে না দরবারী কোন শান-শওকত
আমার কেবল ছোট্ট একটা ফাউন্টেন কলম থাকুক
কালি ভরা ছোট্ট একটা দোয়াত থাকুক।
অনুভূতির বিশাল ক্যানভাসের কোন এক ছোট্ট কোণায় আমাকে একটু থাকতে দেওয়া হোক।
লাগবে না আত্মার বিষ্ফোরক আত্মপ্রকাশ
লাগবে না ম্যারপ্যাচে কথার এক্কা দোক্কা
আমার কেবল অনুভূতির শরীর বেয়ে ছোট্ট একটা নদী থাকুক
বয়ে চলা নদীতে স্বপ্ন বোঝাই ছোট্ট একটা নৌকো থাকুক…
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৯
জনারণ্যে একজন বলেছেন: অসাধারণ, শাহীন! খুব ভালো লাগা রইলো কবিতাটিতে।
ঠিক যেন আমার মনের কথাটাই আপনি বলে দিয়েছেন এখানে। আপনার মতন কাউকে কাউকে দেখলে আমার হিংসা হয়। শব্দের পর শব্দ গেঁথে কি চমৎকার করেই না মনের না বলা কথা গুলি বলে দেন!
ছবিটাও খুব সুন্দর। কত জনম পর যেন মনে হলো নদীর পাড়ে কলমি শাক দেখলাম। মাদুর পেতে, সাথে এক প্যাকেট সিগারেট নিয়ে এই নদীর পাশে শুয়ে-বসে সারা দিনমান কাটিয়ে দেয়া যায়।
ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইলো অনেক।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪১
জনারণ্যে একজন বলেছেন: কলমি শাকের জায়গাতে লাল পদ্ম এসেছে। আগেরটাই ভালো লেগেছিলো, প্রকৃতির একটু বেশি কাছাকাছি ছিল।
যাইহোক। আপনার পোস্ট, পছন্দ আপনার।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:১৯
মাসুদ রানা শাহীন বলেছেন: আপনার এমন চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৯
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর কবিতা
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:২০
মাসুদ রানা শাহীন বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:২০
মাসুদ রানা শাহীন বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২১
বিজন রয় বলেছেন: অসাম! চমৎকার।
এমন কবিতা চাই।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:২০
মাসুদ রানা শাহীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যেমন সুন্দর , ছবি তেমনি সুন্দর কবিতা।
০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:০১
মাসুদ রানা শাহীন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৮| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন। শেষের স্তবকটা বেশি ভালো লেগেছে। +
১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৪
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৯| ১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৮
খায়রুল আহসান বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে - শুধু ধন্যবাদ জানিয়ে গেলে চলবে না। যারা তাদের নিজেদের সময় ব্যয় করে আপনার পোস্টে মন্তব্য করে যান, তাদের পোস্টেও গিয়ে পোস্ট মনযোগের সাথে পড়ে দুই একটা মন্তব্য করে আসাটা ব্লগীয় সংস্কৃতির অংশ এবং ব্লগারদের নৈতিক দায়িত্ব। আপনি সেটা করছেন না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি নিজে করবেন, নাকি দেশবাসীকে করতে হবে আপনার জন্য?