নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

সব প্রশ্নের উত্তর দিতে নেই

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩২


শব্দ দুষণে কান ঝালাপালা হয়ে গেছে?
চার দেয়ালে জীবনটা জাহান্নাম হয়ে গেছে?
নিজেকে কেবলই আগাছা মনে হচ্ছে?
তাহলে বেড়িয়ে পড়ুন দু চোখ যেদিকে যায়
মানুষের আবার মানচিত্র কীসের ?
কাউকে না বলে হঠাৎ দূরে কোথাও চলে যান
নিসর্গের নিস্তব্ধতায় নিদ্রিত হয়ে যান মন চায় যতদিন।
লোক লজ্জা ধুলোয় যাক
সব প্রশ্নের উত্তর দিতে নেই।

এতো উপমা‌, এতো অলংকার, এতো ভনিতা দরকার কীসের ?
ভাষায় এতো লালিত্য দরকার নেই
শব্দে এতো ঠাস বনুনির দরকার নেই
ঠোঁটে যা আসে মনে যা ভাসে সব মাতৃভাষায় বলে ফেলুন।
লোক লজ্জা চুলোয় যাক
সব প্রশ্নের উত্তর দিতে নেই।

কীসের এতো জড়তা?
দ্বিধা এতো কীসে?
দেখুন বাইরে রব উঠেছে
দেখুন মুক্তির স্বাদ অপেক্ষা করছে ভবিষ্যতের প্রতিটি প্রভাতে
এগিয়ে যান
দাঁড়িয়ে যান
মিশে যান‌ মিছিলের প্রথম সারিতে।
লোক লজ্জা গর্তে যাক
সব প্রশ্নের উত্তর দিতে নেই।

ভেংগে- চুরে গতর খাটিয়ে এতো বোঝানোর কী দরকার?
সত্যিকারের ভালোবাসা তো ভাষাহীন
নীরব প্রণয় ই তো এক সময় জীবন্ত অনুবাদ হয়ে ওঠে
চুপচাপ সুবোধ বালকের মতো শুধু ভালোবেসে যান।
লোক লজ্জা জলে যাক
সব প্রশ্নের উত্তর দিতে নেই…

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৯

বিজন রয় বলেছেন: সব কিছুতেই প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই।
অনেক সময় নিরব থাকলে অনেক বেশি ফল পাওয়া যায়।

কবিতাটি মাঝামাঝি লাগল।
আপনি অনেক ভালো লেখেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৫

মাসুদ রানা শাহীন বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.