| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

আরো কিছু লাগবে তোমাদের?
আর কি চাই!
এলিসি প্রাসাদ?
কয়েক হাজার নিরাপত্তাপ্রহরী?
দুনিয়ার সবচেয়ে দামী পান্না?
সব নাও তোমাদের মন যা চায়
সব নাও।
আমার যা আছে তোমরা সবটা নিয়ে যাও
যশ,খ্যাতি,প্রতিপত্তি
যদি কিছু থেকে থাকে সব নাও
ক্যাশ-ক্যাপিটাল, ব্যাংক-ব্যালেন্স
সব নাও তোমাদের মন যা চায়
সব নাও।
দুনিয়ায় যা আছে তোমরা সব নাও
আটলান্টিক
হিমালয়
আমাজান
সব নাও তোমাদের মন যা চায়
সব নাও।
কিচ্ছু চাই না
আমায় কেবল শারদ ভেজা জোছনায় সিক্ত হতে দাও
আমায় কেবল শারদ মাখা ভোরে আচ্ছন্ন হতে দাও
কেবলই শিউলি রাঙা শরতে একান্তে হারিয়ে যেতে দাও..
০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪২
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২|
০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩৭
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৩|
১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৮
মাড়ক বলেছেন: মানুষ এখন লেখালেখিতে কতটা সৃজনশীল হয়ে উঠেছে, অবাক লাগে। ভাবছি, যদি গেমগুলোও এমনভাবে মজার হতো! কেউ কি নতুন কোনো গেম ট্রাই করেছো সম্প্রতি? আমি এমন কিছু খুঁজছি যেটা সহজে খেলা যায়, আবার বেশি সময়ও নেয় না।
৪|
১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৮
ৃমহপ বলেছেন: আমি সম্প্রতি baggo app ব্যবহার শুরু করেছি। একদম সাধারণ আর মজার গেম আছে ওখানে—চাইলে বন্ধুদের সাথেও ম্যাচ খেলা যায়। ব্যস্ত দিনের মাঝেও একটু বিরতি নেওয়ার ভালো উপায়।
৫|
২২ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:০৫
Kaitlyn বলেছেন: বেশ কাজের জিনিস মনে হচ্ছে। আমি তো আমার ফোন থেকে অর্ধেক গেম ডিলিট করে ফেলেছি, সব একইরকম লাগে। কিছু হালকা কিছু খেলতে চাইছিলাম, ব্যাগগোটা দেখেই ফেলবো।
৬|
২২ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৭
আমলর বলেছেন: আমি শুনেছি ওটার কথা! তবে কি ভালো ইন্টারনেট লাগে? আমার নেট প্রায়ই স্লো হয়ে যায়।
৭|
২২ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:২৩
মাড়ক বলেছেন: না, মোবাইল ডেটাতেও ভালো চলে। শুধু একইসাথে ভিডিও স্ট্রিম না করলেই হয়। আমি মাঝে মাঝে স্লট টাইপ আর্কেড গেম খেলি, কিন্তু আসলে কীভাবে কাজ করে সেটা বুঝে উঠতে পারিনি।
৮|
২২ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৬
আমলর বলেছেন: আমারও একই অবস্থা ছিল। পরে super ace খেলার নিয়মপড়ে দেখি, আসলে ওখানে একটা কৌশল আছে। ভাবার চেয়ে অনেক বেশি পরিকল্পনা দরকার হয়—শুধু ভাগ্য না, মাথাও খাটাতে হয়।
৯|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫০
বাজ ৩ বলেছেন: মন ভরলো না ভাই,আরো যদি লিখতেন।চমৎকার কবিতা
০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩৭
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৩:১৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: খুব সুন্দর কবিতা!