![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
আরো কিছু লাগবে তোমাদের?
আর কি চাই!
এলিসি প্রাসাদ?
কয়েক হাজার নিরাপত্তাপ্রহরী?
দুনিয়ার সবচেয়ে দামী পান্না?
সব নাও তোমাদের মন যা চায়
সব নাও।
আমার যা আছে তোমরা সবটা নিয়ে যাও
যশ,খ্যাতি,প্রতিপত্তি
যদি কিছু থেকে থাকে সব নাও
ক্যাশ-ক্যাপিটাল, ব্যাংক-ব্যালেন্স
সব নাও তোমাদের মন যা চায়
সব নাও।
দুনিয়ায় যা আছে তোমরা সব নাও
আটলান্টিক
হিমালয়
আমাজান
সব নাও তোমাদের মন যা চায়
সব নাও।
কিচ্ছু চাই না
আমায় কেবল শারদ ভেজা জোছনায় সিক্ত হতে দাও
আমায় কেবল শারদ মাখা ভোরে আচ্ছন্ন হতে দাও
কেবলই শিউলি রাঙা শরতে একান্তে হারিয়ে যেতে দাও..
©somewhere in net ltd.