| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

তুমি আমার প্রানসখী
আমার হ্নদয় রাগিনী
তুমি আমার প্রানসখী
আমার প্রেমের রজনী।
আপন করে খুঁজি তোরে
জনম জনম সাধনায়
মনের ঘরে রাখি তোরে
জীবন-মরন যাতনায়।
এমন করে ভালোবেসে
চাই যে তোমায় বারে বার
মনের পাখি উড়াল দিয়ে
তোমার কাছে যায় রে যায়।
তুমি আমার প্রানসখী
আমার হ্নদয় রাগিনী
তুমি আমার প্রানসখী
আমার প্রেমের রজনী…
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।