| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

জানি তো প্রশংসার বদলে নিন্দুকের হাততালিই বেশি পড়বে
জানি তো অভিবাদন, কৃতজ্ঞতা, স্বীকৃতির ছিটেফুটোও জুটবে না
কবিতাকে শুধু পাঠ করলে চলে না হৃদয়ের ১০০ টন ওজন দিয়ে অনুভব করতে হয় ।
একটু অন্যভাবে লিখতে চাই।
জানি তো সমালোচনার কঠোর গ্রামারে আমাকে আটকানো যাবে না
জানি তো তো আমাকে নিষেধাজ্ঞার কড়া চাদরে ঢেকে ফেলা যাবে না
প্রজাপতির বাঁধনছেঁড়া উড়াউড়ির প্রতি আমার আকর্ষণ আজীবনের ।
একটু অন্যভাবে ভাবতে চাই।
জানি তো আজাদী পেতে হলে অনেক দাম দিতে হয়
জানি তো তোমাকে পেতে হলে গেলে রণ তূর্য বাজবেই
যুদ্ধের দামামা বাজবেই
একদিন তো মরেই যাবো
একটু অন্যভাবে বাঁচতে চাই …
২|
২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একদিন তো মরেই যাবো
একটু অন্যভাবে বাঁচতে চাই …
............................................................
অন্যভাবে বাঁচতে চাওয়াটাই
চলমান জীবনের প্রধান চালিকা শক্তি ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪১
ডঃ এম এ আলী বলেছেন:
ভালই তো লিখেছেন একটু অন্যভাবে বাঁচতে চাওয়া।ভাল করেই গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।বাহ্যিক
প্রশংসা, অভিনন্দন কিংবা স্বীকৃতির হাততালি খুব বেশি অর্থ বহন করে না। প্রশংসার শব্দ বা স্বীকৃতির
আনুষ্ঠানিকতা তেমনভাবে স্পর্শ করতে না পারাটা সত্যিই বড় হৃদয়ের পরিচয় । কবিতা শুধু পাঠের
বিষয় নয়, বরং তা হৃদয়ের গভীর অনুভবের বিষয়। কবিতাকে সত্যিকারভাবে অনুভব করতে হলে
হৃদয়ের সমস্ত ভার নিয়েই সেই অনুভবে ডুব দিতে হয় কথাটি বেশ স্পষ্টভাবে প্রকাশ করেছেন।
কঠোর সমালোচনা কিংবা নিষ্ঠুর বিচারো আপনাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে পারবে না। সমাজের সমালোচনার
ধারালো প্রান্ত বা যুক্তির কড়াকড়ি শাসনটাও দেখা যায় আপনার সত্তাকে বন্দি করতে পারে না। বরং প্রকৃতির
স্বাধীন, বাঁধনছেঁড়া ও উদ্দাম জীবনের প্রতি এক গভীর আকর্ষণ রয়েছে। এই আকর্ষণই আপনাকে প্রচলিত
সামাজিক কাঠামোর বাইরে দাঁড়িয়ে জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে।
স্বাধীনতার মূল্য সম্পর্কেও সচেতন। আপনি এটাও জানেন, স্বাধীনতা সহজে পাওয়া যায় না; এর জন্য বড় মূল্য
দিতে হয়। একইভাবে, ভালোবাসা কিংবা মানুষ হিসেবে স্বীকৃতি পেতেও সমাজে দরকষাকষি, লড়াই এবং
সংঘাতের বাজার অতিক্রম করতে হয়। এই কঠিন বাস্তবতা টুকুও অজানা নয়। আরো জানেন,
একদিন সব লেনদেন, সব হিসাবের অবসান ঘটবে ।
এই গভীর উপলব্ধি থেকেই হয়ত এমন এক জীবন বেছে নিতে চান, যা বাহ্যিক শর্ত, ভয় কিংবা সামাজিক
লেনদেনের ওপর দাঁড়িয়ে নয়। বুঝায় যাচ্ছে আপনি চান নিজের মতো করে, নিজের সত্যকে আঁকড়ে
ধরে বাঁচতে। এই নিজস্বতা, স্বাধীনতা ও অন্তরের সততার জীবনই হয়ত আপনার কাছে একটু
অন্যভাবে বাঁচতে চাওয়ার প্রকৃত অর্থ।
কবিতা পাঠে ভাল লাগল । তবে কবিতা বুঝার মত শত টন উপলব্দির ক্ষমতা আমার নেই , তাই এক
মিলিগ্রামের কম অনুভুতি নিয়ে কবিতা বুঝার উপলব্দি টুকু হালকা করে জানিয়ে গেলাম ।
শুভেচ্ছা রইল