নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

বেঙ্গল মাসুদ

সোনার বাংলার স্বপ্ন দেখি। "সবুজে শ্যামলে আঁকা থোকা থোকা জুঁই... নাও-নদী-ঢেউ-জল দেব না কিছুই... উজাড় দু'হাত জুড়ে শোধ নেব ঋণ... দেব না সীমানা ছেড়ে ইঞ্চি জমিন.."

বেঙ্গল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ

২৮ শে জুন, ২০১১ রাত ১২:১০





ফুটফুটে দুবছরের সন্তানের চোখের সামনে কিভাবে একজন মানুষ তার প্রিয়তমা স্ত্রী যাকে সে অনেক ভালবেসে বিয়ে করেছিল তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিতে পারে? কল্পনা করা যায় সে দৃশ্য যখন একজন মা রূপী শাশুড়ি তারই মেয়ে সমতুল্য একজনকে পিছনে থেকে ধরে রাখে যাতে ছেলের বউয়ের গায়ে আগুন দিতে সুবিধা হয় সেজন্য?



হুম এমন পাষণ্ড কাজটি ঘটেছে গত ২ জুন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরপার্বতী গ্রামে। সেদিন পাষণ্ড স্বামী-শাশুড়ি মিলে রুমার গায়ে আগুন দিয়েছিল যৌতুকের টাকা এবং কন্যা সন্তান জন্মদানের অভিশাপ!! সহ আরো কিছু কারনে। এতদিন ঘটনাটি তেমন আলোচিত হয়নি কারন ঘটনার পর প্রায় বিশদিন রুমার অচেতন ছিল এবং এই সময়ে তার শুশুর পক্ষ প্রচার করেছিল রুমার গায়ে চুলা থেকে আগুন ধরে সে পুড়ে গিয়েছে!! আর তার স্বামী ইমন সাংবাদিকদের ফোনে জানাই রুমা নাকি হঠাৎই উত্তেজিত হয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন!!!





ফুটফুটে সন্তানসহ রুমা



কিন্তু ঘটনার প্রায় পনেরদিন পর রুমার যখন জ্ঞান ফিরে আসে তখন বের হয়ে আসে মুল কাহিনী। সৌদি প্রবাসী সেলিম রেজার মেয়ে রুমার রূপে পাগল হয়ে তাকে বিয়ে করে বসুরহাট এর বিড়ি ব্যবসায়ি আবদুল মালেকের ছেলে হারুনুর রশিদ ইমন। কিন্তু বিয়ের আগে ইমনের অনেক বিষয় রুমার পরিবার জানতে পারেনি। ইমন বেকার জীবনের সাথে সাথে ছিল নেশাগ্রস্ত। বিয়ের পর থেকেই ইমন এবং তার পরিবার তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। তারা বারবার ব্যবসার কথা বলে রুমার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত। মেয়ের সুখের কথা ভেবে বাবা সেলিম রেজা ইমনকে ১০ লাখ টাকা দিয়েছিলেন ব্যবসা করার জন্য। কিন্তু সে এই টাকা অনেক আগেই নষ্ট করে গটনার কিছুদিন আগ থেকে রুমাকে আরো ১০ লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে। কিন্তু রুমা আর টাকা আনতে পারবেনা বলে জানিয়ে দেই। শুরু হলো মানসিক শারিরীক অত্যাচার। আর রুমার মুখে সেই পুরোনো গল্প। বোকা দু:খী মেয়েটা নিজের মেয়ের কথা ভেবে , সংসার টিকানোর কথা ভেবে এসব নির্যাতনের কথা কিছুই বলেনি তার পরিবারের কাছে। সয়ে গেছে অত্যাচার। ঘটনার দিন ১০ লাখ টাকা নিয়ে আসা নিয়ে তার সাথে স্বামী-শাশুড়ির জগড়া শুরু হয়। একপর্যায়ে শাশুড়ি রুমার গায়ে কেরোসিন ঢেলে দেয়। আর তার স্বামী ম্যাচের কাঠি জ্বেলে আগুন ধরিয়ে দেয় । তারপর রুমা মাটিতে গড়াগড়ি করে আগুন নিয়ন্ত্রন করার একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সে গত পনেরদিন ছিল অচেতন। ঘটনার সময় পাশে থাকা রুমার ২ বছরের শিশুকন্যা এমন বীভৎসতায় এখন অস্বাভাবিক আচরন করছে।





সর্বশেষ শারীরিক অবস্থাঃ বর্তমানে রুমা রাজধানীর এলিফ্যান্ট রোডের ঢাকা বার্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তাঁর দুই হাত, পা, বুক, মুখের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। বাম পাশের স্তন পুরোপুরি গলে শরীরের সঙ্গে লেগে গেছে। তার চিকিৎসক সৈয়দ শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, রুমার শরীরের প্রায় ৩৫ শতাংশ গভীরভাবে পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। কারন শরীরের বিভিন্ন অংশ একেবারেই পুড়ে গিয়েছে যা রিকভার করা সম্ভব নয়।





মানুষরূপী সেই পশুটি



পুলিশের ভাষ্যঃ পুলিশ যথারীতি আসামিকে খুজে পাচ্ছেনা। অথচ তার স্বামী প্রতিনিয়ত তাদের এবং হাস্পাতালে হুমকি দিয়ে যাচ্ছে চিকিৎসা না করানোর জন্য। আধুনিক এই যুগে ফোন ট্রেকিং এর মাধ্যমে আসামিকে ধরা খুব সহজ হওয়া স্বত্তেও পুলিশ কেন তাদের খুজে পাচ্ছেনা তা কিছুটা অনুমেয়। ইমনের বাবা এলাকার প্রভাবশালী এবং তার অনেক পরিচিত ক্ষমতাসীনদের কাছের লোক হওয়ায় পুলিশ বোধহয় তাদের খুজে পাচ্ছেনা। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আকন্দ টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন যে, ‘হত্যার উদ্দেশে দাহ্য পদার্থ দিয়ে পোড়া, যৌতুকের জন্য মারধরের জন্য মামলা করা হয়েছে। আসামিরা বর্তমানে পলাতক। গ্রেপ্তারের চেষ্টা চলছে।’



সমাজে হটাত পারিবারিক কলহ বৃদ্ধি আমাদের চিন্তিত না করে পারেনা। কিছুদিন পুর্বের ঢাবির শিক্ষক রুমানাকে তার স্বামী কর্তক পাশবিক নির্যাতন, অন্যদিকে সেনাবাহিনীর বেসামরিক কর্মকর্তা মার্টিন সরকারকে তারই নিজ স্ত্রী-কন্যার হত্যা খবর আমাদের ব্যপকভাবে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু সবসময় দেখা যায় আইনের ফাক ফোকর দিয়ে এসব অপরাধী পার পেয়ে যায়। যার কারনে বারবার ঘটছে এমন বর্বর ঘটনা। আমরা যারা শিক্ষিত দাবি করি তারা অপরাধ বিবেচনা না করে শুরু করি নারী-পুরুষের বিভেদ সৃষ্টিকারী জগরা। কিন্তু এতে মধ্যখানে লাভবান হয়ে যায় মুল অপরাধী আর সমাজে ঘটতে থাকে এমন নিষ্ঠুর ঘটনা। আর যার বলি হয় মার্টিন সরকার,রুমা,রুমানার মত অসংখ্য প্রান।



রুমাকে নিয়ে কেরামতুল্লাহ বিপ্লবের করা অসম্ভব টাচি সেই আলোচিত রিপোর্ট টি দেখুন-







শেষ করছি প্রিয় শিল্পী হায়দার হোসেনের সেই গানটির কিছু লাইন দিয়ে-



কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত

কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত

কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য

নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ



আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া

করিতে পারিনি চিৎকার...

মন্তব্য ৭২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১১ রাত ১২:১৪

বেঙ্গল মাসুদ বলেছেন: বিধাতা তোমারে ডাকি বারেবারে
কর তুমি মোরে মার্জনা

বিধাতা তোমারে ডাকি বারেবারে
কর তুমি মোরে মার্জনা
দুঃখ সইতে দাও গো শক্তি
তোমারি সকাশে প্রার্থনা

চাহিনা সহিতে আমার মাটিতে
মজলুমেরই আর্তনাদ
চাহিনা সহিতে আমার মাটিতে
মজলুমেরই আর্তনাদ
বিষাদ অনলে পুড়ে বারেবারে
লুণ্ঠিত হবে স্বপ্নসাধ

২| ২৮ শে জুন, ২০১১ রাত ১২:১৬

মহম্মদ মহসীন বলেছেন:
আমি নিজেই এই রকম ঘটনার সাক্ষি। আমার গ্রামে এই ঘটনা ঘটেছিলো, ছেলেটি অবশ্য এখন জেল খাটছে।

২৮ শে জুন, ২০১১ রাত ১২:১৭

বেঙ্গল মাসুদ বলেছেন: আপডেট দেবার জন্য ধন্যবাদ।

৩| ২৮ শে জুন, ২০১১ রাত ১২:১৭

সুপ্রকাশ ভৌমিক বলেছেন: রুমার মতো এই ধরণের করুন পরিণতির শিকার না হোক আর কোন নারী্ এই নরপশুর বিচার চাই। এই ধরণের ঘৃণ্য কাজ করার সাহস সে কিভাবে দেখায়। কয়দিন আগে রুমানা ম্যাডামের স্বামীর অপকর্মের ক্ষত না শুকাতেই এহেন জঘন্য কাজ। এর ধিক্কার জানানোর ভাষা আমার জানা নাই।

২৮ শে জুন, ২০১১ রাত ১২:১৮

বেঙ্গল মাসুদ বলেছেন: আপনার সাথে একমত হয়ে বলছি রুমার মতো এই ধরণের করুন পরিণতির শিকার না হোক আর কোন নারী্ এই নরপশুর বিচার চাই।

৪| ২৮ শে জুন, ২০১১ রাত ১২:২৭

সামদ বলেছেন: অমানুষ ঐ স্বামী/শ্বাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

২৮ শে জুন, ২০১১ রাত ১২:২৮

বেঙ্গল মাসুদ বলেছেন: ধন্যবাদ। শাস্তি না হওয়ায় বারবার এমনটি ঘটছে।

৫| ২৮ শে জুন, ২০১১ রাত ১২:৩৫

ইবনে 'উমার বলেছেন: ধিক্কার জানানোর ভাষা নেই!! বিচার চাই।

২৯ শে জুন, ২০১১ রাত ৮:২৪

বেঙ্গল মাসুদ বলেছেন: ধন্যবাদ। শাস্তি না হওয়ায় বারবার এমনটি ঘটছে।

৬| ২৮ শে জুন, ২০১১ রাত ১২:৪১

পাওয়ার ফ্যালকন বলেছেন: উফফফ!!! পাশবিক

২৯ শে জুন, ২০১১ রাত ৮:২৫

বেঙ্গল মাসুদ বলেছেন: হুমম

৭| ২৮ শে জুন, ২০১১ রাত ১২:৪৪

রােশদ হাসান বলেছেন: আহারে কি করুন লাগচে। টিভিটে দেকে আমি কাননা করে দিয়েচিলাম।

২৯ শে জুন, ২০১১ রাত ৮:২৫

বেঙ্গল মাসুদ বলেছেন: আমিও

৮| ২৮ শে জুন, ২০১১ রাত ১২:৪৯

রায়হান রাহী বলেছেন:

বিধাতা তোমারে ডাকি বারেবারে
কর তুমি মোরে মার্জনা
দুঃখ সইতে দাও গো শক্তি
তোমারি সকাশে প্রার্থনা

২৯ শে জুন, ২০১১ রাত ৮:২৬

বেঙ্গল মাসুদ বলেছেন: বিধাতার কাছেই শেষ ভরসা

৯| ২৮ শে জুন, ২০১১ রাত ১২:৫১

আমার দেশ আমার গর্ব বলেছেন: নির্মম

২৯ শে জুন, ২০১১ রাত ৮:২৬

বেঙ্গল মাসুদ বলেছেন: হুমমম

১০| ২৮ শে জুন, ২০১১ রাত ১২:৫৩

রায়হান রাহী বলেছেন: কেরামত উল্লাহ ভাইয়ের রিপোর্ট সত্যি ওনেক টাচি এবং অসাধারণ হয়েছে। ধন্যবাদ কেরামত ভাইকে। চ্যানেল ওয়ানে থাক্তেই আমার উনাকে খুব ভাল লাগতো তার এমন খবরের জন্য।

২৯ শে জুন, ২০১১ রাত ৮:৩০

বেঙ্গল মাসুদ বলেছেন: হুম বিপ্লব ভাইয়ের করা প্রতিবেদন সত্যিই মাসটারক্লাস হয়েছে।

১১| ২৮ শে জুন, ২০১১ রাত ১:১৬

নাঈম১২৩৪ বলেছেন: ইমন নামের মানুষরুপী বদমাশ টাকে আগুন দিয়ে পুড়ানো হলে বুঝত এর কি জ্বালা। চলুন একে খুজে বের করে আগুন দিয়ে পুড়াই।

২৯ শে জুন, ২০১১ রাত ৮:৩১

বেঙ্গল মাসুদ বলেছেন: প্রচলিত আইন কিন্তু দুর্বল নয়। কিন্তু আইনের প্রয়োগ জরুরী।

১২| ২৮ শে জুন, ২০১১ রাত ১:২১

এবিসি১০ বলেছেন: নির্যাতিতা এই মহিলা আমাদের এক সহব্লগারের ভাগ্নি।

উনি এনিয়ে কিছুদিন আগে একটি পোস্ট দেন ব্লগে।

ব্লগার "বহিরাগত" এর সেই পোস্টের লিঙ্ক:

http://megh19.amarblog.com//posts/133200/

২৯ শে জুন, ২০১১ রাত ৮:৩৫

বেঙ্গল মাসুদ বলেছেন: ধন্যবাদ

১৩| ২৮ শে জুন, ২০১১ রাত ১:২৪

দু-পেয়ে গাধ বলেছেন: এইসব লোকেদের জন্য হাতকাটা শাস্তিটা মিস করি। ফাঁসি দিলে এদের উচিত সাজা হয় না।

২৯ শে জুন, ২০১১ রাত ৮:৩৬

বেঙ্গল মাসুদ বলেছেন: খারাপ বলেন নি।

১৪| ২৮ শে জুন, ২০১১ রাত ৩:২৩

সেতু আশরাফুল হক বলেছেন:
যে অঙ্গটার জন্য স্বামী বলে দাবী করে, সেইটা কেটে দেয়া উচিত।

২৯ শে জুন, ২০১১ রাত ৮:৩৭

বেঙ্গল মাসুদ বলেছেন: :( :(

১৫| ২৮ শে জুন, ২০১১ ভোর ৪:০১

আব্দুল্লাহ আফফান বলেছেন: এই নোয়াখাইল্লাটারে ধইরা মনে চায় ছাগল যেভাবে ছুলে সেভাবে ছুলে ঠিক সেভাবে ছুলে ফেলতে তার পর মোটা দানার লবন এক বস্তা ওর শরীরে ঠেলে দিতে......

২৯ শে জুন, ২০১১ রাত ৮:৩৮

বেঙ্গল মাসুদ বলেছেন: ভাল

১৬| ২৮ শে জুন, ২০১১ ভোর ৪:১৭

আম-আঁটির ভেঁপু বলেছেন: আবার আগুনে পোড়ানো হোক রুমাকে। জনসমক্ষে, রাজপথে। সেই ভিডিও লাইভ প্রচার করা হোক টিভি চ্যানেলে। আবার গণধর্ষণ করা হোক সব ধর্ষিতাকে। সেসব ভিডিও ইন্টারনেটে ছাড়া হোক। অন্তত দেখা যাক, বাঙালি জাতি আসলেই কতটা নির্লজ্জ। অন্তত দেখা যাক, জাতি কি আসলে ঘুমন্ত না পুরোপুরি মৃত।

২৯ শে জুন, ২০১১ রাত ৯:২৩

বেঙ্গল মাসুদ বলেছেন: খুব ভাল বলেছনে।

১৭| ২৮ শে জুন, ২০১১ ভোর ৫:৫৮

এ হেলাল খান বলেছেন: কি লিখব বুঝতেছিনা। এগুলো আর সহ্য করতে পারছি না। আমরা কবে মানুষ হব?

২৯ শে জুন, ২০১১ রাত ৯:২৭

বেঙ্গল মাসুদ বলেছেন: এত আন্দোলন তারপরেও এসব কমছেনা।

১৮| ২৮ শে জুন, ২০১১ সকাল ৯:৪৬

ভুলো মন বলেছেন: ভয়ঙ্কর!!
এগুলো কি কোন মানুষের কাজ!!
এইসব নিউজ আমার পক্ষে সহ্য করা কঠিন হয়। আমরা আমাদের বিবেক, বোধ-বুদ্ধি হারিয়ে ফেলেছি টাকার কাছে। এই ুয়রের বাচ্চাটাকে হাতের কাছে পেলে রড দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতাম!! X(( X(( X((

২৯ শে জুন, ২০১১ রাত ৯:২৮

বেঙ্গল মাসুদ বলেছেন: সাময়িক উত্তেজনায় আমারো আপনার মত অনুভূতি হয়েছিল।

১৯| ২৮ শে জুন, ২০১১ দুপুর ১:৫৭

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: দু-পেয়ে গাধ বলেছেন: এইসব লোকেদের জন্য হাতকাটা শাস্তিটা মিস করি। ফাঁসি দিলে এদের উচিত সাজা হয় না।
সহমত

২৯ শে জুন, ২০১১ রাত ৯:৩১

বেঙ্গল মাসুদ বলেছেন: হুমম

২০| ২৮ শে জুন, ২০১১ দুপুর ১:৫৮

ভুদাই বলেছেন: লেখাটি স্টিকি করা হোক।

২৯ শে জুন, ২০১১ রাত ৯:৩২

বেঙ্গল মাসুদ বলেছেন: ধন্যবাদ

২১| ২৮ শে জুন, ২০১১ দুপুর ২:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: পরম করুনাময়, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন বোন হালিমা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠেন, যেন মানুষের মনে মানুষের জন্য ঘৃণা নয়, ভালোবাসা জন্মে।

২৯ শে জুন, ২০১১ রাত ৯:৩৩

বেঙ্গল মাসুদ বলেছেন: আল্লাহ যেন তাই করেন।

২২| ২৮ শে জুন, ২০১১ দুপুর ২:২৩

নাযীর আহমদ বলেছেন: কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার..

আক্কেপ ছাড়া কিছুই করার নাই। পশু কুত্তাটার জন্সম্মুখে সাঊদি আরবের বিচার কামনা করলাম। দোহায় লাগে প্রসাশন দু-একটা বিচার জন সম্মুখে করে নজির দেখান তাহলে কুত্তারা ঠিক হবে।



২৯ শে জুন, ২০১১ রাত ৯:৩৭

বেঙ্গল মাসুদ বলেছেন: একমত

২৩| ২৮ শে জুন, ২০১১ দুপুর ২:২৮

আরিফ্ ৯১ বলেছেন: কি হচ্ছে এসব! কোন সাম্য নাই। নারী-পুরুষে এই বৈষম্য কবে কমবে? X(

২৯ শে জুন, ২০১১ রাত ৯:৩৮

বেঙ্গল মাসুদ বলেছেন: সেটাই

২৪| ২৮ শে জুন, ২০১১ দুপুর ২:৩০

মুক্তির প্রজন্ম বলেছেন: পোষ্টটি স্টিকি করা হউকপোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।পোষ্টটি স্টিকি করা হউক।

২৯ শে জুন, ২০১১ রাত ৯:৪০

বেঙ্গল মাসুদ বলেছেন: ধন্যবাদ

২৫| ২৮ শে জুন, ২০১১ দুপুর ২:৪০

জারনো বলেছেন:
এবার দেখুন এই পোস্ট । নারী কত নির্মম হলে তার বিচার চাইবো আমরা।

চন্ডালিনী নারী, প্রেয়সী না হোক মাতৃরূপে আবির্ভূত হওঃ শান্তিময় হোক দাম্পত্য ও পারিবারিক জীবন, শীতল হোক ধরা
Click This Link

২৯ শে জুন, ২০১১ রাত ৯:৪০

বেঙ্গল মাসুদ বলেছেন: হুম্মম

২৬| ২৮ শে জুন, ২০১১ দুপুর ২:৪৪

আসকওয়ানমি বলেছেন: পাষণ্ডটারে ধইরা খুব দ্রুত লটকানোর ব্যবস্থা করা হোক.......


মা ই বা কেমন?? ছি :



২৯ শে জুন, ২০১১ রাত ৯:৪১

বেঙ্গল মাসুদ বলেছেন: নারী জাতির জন্য লজ্জার।

২৭| ২৮ শে জুন, ২০১১ দুপুর ২:৪৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: স্টিকি হোক।

২৯ শে জুন, ২০১১ রাত ৯:৪১

বেঙ্গল মাসুদ বলেছেন: ধন্যবাদ

২৮| ২৮ শে জুন, ২০১১ দুপুর ২:৪৮

হেডস্যার বলেছেন: :((

২৯ শে জুন, ২০১১ রাত ৯:৪৩

বেঙ্গল মাসুদ বলেছেন: দু:খজনক

২৯| ২৮ শে জুন, ২০১১ বিকাল ৩:০০

জাফরিন বলেছেন: লেখাটি স্টিকি করা হোক।

২৯ শে জুন, ২০১১ রাত ৯:৪৬

বেঙ্গল মাসুদ বলেছেন: ধন্যবাদ

৩০| ২৮ শে জুন, ২০১১ বিকাল ৩:০২

চাচামিঞা বলেছেন: লেখাটি স্টিকি করা হোক।

৩১| ২৮ শে জুন, ২০১১ বিকাল ৪:২৫

প্রদীপ মিত্র বলেছেন: হায় গরিবের পাঁশে কেউ নাই

৩২| ২৮ শে জুন, ২০১১ রাত ১০:১৩

জসিম। বলেছেন: কি নির্মম পাশবিকতা। এর বিচার চাই।

৩৩| ২৮ শে জুন, ২০১১ রাত ১০:১৫

জসিম। বলেছেন: ও হ্যা পোস্ট স্টিকি করলে মানুষ সচেতন হতে পারবে বলে আমার বিশ্বাস।

৩৪| ২৮ শে জুন, ২০১১ রাত ১১:০৯

স্মার্ট গাই বলেছেন: বিধাতা তোমারে ডাকি বারেবারে
কর তুমি মোরে মার্জনা
দুঃখ সইতে দাও গো শক্তি
তোমারি সকাশে প্রার্থনা

চাহিনা সহিতে আমার মাটিতে
মজলুমেরই আর্তনাদ
চাহিনা সহিতে আমার মাটিতে
মজলুমেরই আর্তনাদ
বিষাদ অনলে পুড়ে বারেবারে
লুণ্ঠিত হবে স্বপ্নসাধ

৩৫| ২৮ শে জুন, ২০১১ রাত ১১:১১

স্মার্ট গাই বলেছেন: লেখাটি স্টিকি করা হোক।

৩৬| ২৮ শে জুন, ২০১১ রাত ১১:১৯

েক আিম বলেছেন: @আম-আঁটির ভেঁপু: আমরা জাতি হিসেবে পুরাপুরি মরে গেছি।

পোষ্ট টি স্টিকি করা হোক।

৩৭| ২৮ শে জুন, ২০১১ রাত ১১:২২

আমিনুর রহমান বলেছেন: পোষ্টটি স্টিকি করা হউক..................

৩৮| ২৮ শে জুন, ২০১১ রাত ১১:৩০

অগ্নিবীনা বলেছেন: আমরা কি পশুত্বকেই লালন করছি?

৩৯| ২৮ শে জুন, ২০১১ রাত ১১:৩২

আমিনুর রহমান বলেছেন: নাম টা কি হালিমা নাকি রুমা নাকি দুটোই......।।

৪০| ২৮ শে জুন, ২০১১ রাত ১১:৩৯

জুনায়েদ ফারুকী জিওনবেস্ট বলেছেন: ঘুনে ধরছে, মানুষগুলার মনে ঘুন ধরছে।কিসের নেশায়?কিসের আশায়? মিথ্যা ভালবাসায়?কোন সমস্যায়? কোন রক্তে?

৪১| ২৯ শে জুন, ২০১১ রাত ৮:১২

একলা বগ বলেছেন: স্মার্ট গাই বলেছেন: লেখাটি স্টিকি করা হোক

৪২| ৩০ শে জুন, ২০১১ রাত ১২:০৭

জাওয়াদ তাহমিদ বলেছেন: আব্দুল্লাহ আফফান বলেছেন: এই নোয়াখাইল্লাটারে ধইরা মনে চায় ছাগল যেভাবে ছুলে সেভাবে ছুলে ঠিক সেভাবে ছুলে ফেলতে তার পর মোটা দানার লবন এক বস্তা ওর শরীরে ঠেলে দিতে......

৪৩| ৩০ শে জুন, ২০১১ ভোর ৬:৫৬

স্বপ্নশহর বলেছেন: স্টিকি করা হোক

৪৪| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:০৪

ভুদাই বলেছেন: লেখাটি স্টিকি করা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.