নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

md masud rana

md masud rana › বিস্তারিত পোস্টঃ

একদম নতুন অবস্থায় কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো – জেনে নিন কিছু সহজ উপায়

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৭

বর্তমানে ফ্রিল্যান্সিং খুব জনপ্রিয় এবং প্রতিযোগীতা সম্পূর্ন একটি পেশা। এই পেশায় সফলতার হার দ্বীগুন হাড়ে বেড়ে গেছে । অনেক শ্রেনির মানুষ তাদের নিত্যদিনের কাজের পাশাপাশি এমনকি চাকরীজিবীরাও ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী। কারণ অতি সহজেই এইখান থেকে উপার্জন করা সম্ভব। এখানে খুব সহজেই নতুনদের ফ্রিল্যান্সিং শিখানোর জন্য অতি গুরুত্বপূর্ণ উপায় বলা হযেছে।
সারা বিশ্বে ফ্রিল্যান্সিং খুবই জনপ্রিয় একটি পেশা। অনেক ছাত্র, শিক্ষক, ডাক্তার এবং বিভিন্ন শ্রেনির চাকরীজিবী কর্মজিবী মানুষ ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। আর মানুষ ফ্রিল্যান্সিং করবেন না কেন ? ঘরে বসেই বিশ্বের যে কোন দেশের কম্পানি বা প্রতিষ্ঠানের ফ্রিল্যান্সিং করে কম প্ররিশ্রমে অধিক পরিমাণে উপার্জন করা যায়।

কম্পিউটার, ল্যাপটপ বা ফোনে আপনি অনলাইনের যেকোনো কাজে আপনার দক্ষতা থাকলেই আপনি অতি সহজেই ফ্রিল্যান্সিং করতে পারছেন। এর জন্য তেমন টাকা পয়সার খরচ হচ্ছে না, তেমন কোন উচ্চমানের সার্টিভিকেটের প্রযোজন নেই।
এখানে দক্ষতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এখন আসুন কিভাবে ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন, ফ্রিল্যান্সিং কার মাধ্যমে কোথায় শিখবো, কিভাবে শিখবো ইত্যাদি সেই সর্ম্পকে বিস্তারিত সুন্দর ও অতি সহজ উপায়ে আলোচনা করা হলোঃ-
ফ্রিল্যান্সিং মানে কি ?
কি কারনে ফ্রিল্যান্সিং শিখব ?
ফ্রিল্যান্সিং এ কি কি কাজ আছে ?
কিভাবে ফ্রিলান্সিংশিখতে পারি ?
ফ্রিল্যান্সিং শিখে কোথায় কাজ করব ?


ফ্রিল্যান্সিং মানে কি ?
ফ্রিল্যান্সিং (Freelancing) মানে হলো মুক্ত পেশা, বা স্বাধীন পেশা বলতে পারেন। ফ্রিল্যান্সিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার জ্ঞ্যান,কাজের দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি ব্যবহার করে অন্যদের জন্য কাজ করা।
এই কাজটি যে কোন মানুষের জন্য উন্মুক্ত। যেকোনো বয়সের মানুষ চাইলেই ফ্রিল্যান্সিং শিখে কম প্ররিশ্রমে অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে।
ফ্রিল্যান্সি করতে হলে আপনার একটি মোবাইল ফোন, কম্পিউটার,বা ল্যাপটপের চালানোর কিছু দক্ষতা থাকা দরকার। আপনি অনলাইনে যেকোনো একটি কাজে দক্ষতা অর্জন করতে পারলে ফ্রিল্যান্সিং করতে পারবেন।
এবং এমন কোন বিশেষ কাজের জন্য একজন ফ্রিল্যান্সারের অনেক চাহিদা রযেছে। এই কাজের মাধ্যমে সে প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে শুরু লক্ষাধিক টাকা আয় করতে পারবেন। একজন ফ্রিল্যান্সারের নির্দিষ্ট কোন বেতন নেই বরং তার কাজের উপর নির্ভর করে তার বেতন স্যালারি কত হবে। সে যদি বায়ারের কাজে প্রতি মাসে কাজ সম্পূর্ন করে জমা দেয় তাহলে বেতন বৃদ্ধি হবে বা কমবে।
তাই, ফ্রিল্যান্সিং শিখার আগে আপনারা জানতে পারেন কি কারণে ফ্রিল্যান্সিং শিখবেন এই সম্পর্কে আলোচনা করা হলোঃ-
কি কারনে ফ্রিল্যান্সিং শিখব ? ফ্রিল্যান্সিং শিখার উপকারীতা-

একজন ফ্রিল্যান্সারের কাজের সুবিধা হলো কেউ কখনো তাকে কাজের জন্য কোন চাপ দিবে না। সে তার ইচ্ছামত কাজ করতে পারবে এটাই তার সবচেযে বড় সুবিধা। আপনি স্বাধীনভাবে নিজের কাজগুলো করতে পারবেন। মনে করেন আপনি কিছুদিন ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং এ কাজের পর আর ভালো লাগছে না। তখন আপনি ইচ্ছা করলে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো দিয়ে ফ্রিল্যান্সি করতে পারবেন।
ফিলান্সিং এর আরো কিছু সুবিধার মধ্যে রয়েছে-
নিজ দেশে ঘরে বসে ফ্রিল্যান্সিংঃ ফিলান্সিং কাজের জন্য কোনো নির্দিষ্ট অফিস দরকার পড়ে না। এতে করে অফিস চালানোর জন্য বাড়তি খরচ করতে হয় না। স্বাধীনভাবে ঘরে বসে অর্থ উপার্জন করার অন্যতম উপাই হচ্ছে ফ্রিল্যান্সিং
বেকারত্ব থেকে মুক্তিঃ আমি অনেক আত্নবিশ্বাসী হয়ে বলতে পারি একজন ফ্রিল্যান্সার কাজ করে তার বেকারত্ব জীবন থেকে মুক্তি পেতে পারে এবং অন্য চাকরী-বাকরী চেয়ে কম প্ররিশ্রমে অধিক পরিমান আয় করতে পারবে।
কাজ করা অতি সহজঃ সাধারনত দেখা যারা চাকরী করে যারা সারাদিন পরিশ্রম করে অল্প কিছু টাকা বেতন বা স্যালারী পেয়ে থাকে। কিন্তু একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে ভিন্ন সে কম্পিউটারে অল্প পরিমান পরিশ্রম করে লক্ষাধিক টাকা ইনকাম করে থাকে।
বিশ্বের যে কোন বায়ারদের সাথে ভালো সম্পর্ক স্থাপনঃ ফ্রিল্যান্সিং কাজ করার মাধ্যমে বিশ্বের যে কোন বায়ারদের সাথে পরিচিত হয়ে যায়। একটা সময় দেখা যায় তাদের কাজ করার কারনে একধরনের সুস্পর্ক হয়ে ওঠে। একে অপরের প্রতি
ফ্রিল্যান্সিং এ বিভিন্ন কাজ রয়েছে।
একজন ফ্রিল্যান্সার তার ইচ্ছামত যেকোন একটি কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে পারে। নিচে কাজগুলো সম্পর্কে বলা হলোঃ

Digital marketing
Graphics Design
Content writing
Article writing
Ai consultant
SEO marketing
এছাড়াও আরো অনেক ধরনের কাজ আছে , যেগুলো শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।
কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো বা প্রশিক্ষন করব ?
ফ্রিল্যান্সিং বিভিন্ন উপায়ে শিখা যেতে পারে। ফ্রিলান্সিং শিখার জন্য আপনাকে প্রথমে গুগুল সার্চ দিয়ে দেখতে হবে কোন কোন প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষন করায়। এছাড়া অনলাইনে বা ইউটিউব ভিডিও দেখে অসংখ্য লোক ফ্রিল্যান্সিং শিখছে। ভালো কোন প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং কাজ শিখতে গেলে 10-12 হাজার টাকা লাগতে পারে। আর যদি বিভিন্ন ফেসবুকে ভিডিও দেখে ফ্রি কাজ শিখতে পারেন তাহলে আর কোন টাকা লাগবে না।

ভালো কোনো প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখার জন্য ১০ হাজার টাকা লাগতে পারে। আর যদি ইন্টারনেট থেকে তথ্য নিয়ে নিয়ে ফ্রিল্যান্সিং শিখেন তাহলে ফ্রি শিখতে পারবেন। ইন্টারনেটে ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক ভিডিও ও বিভিন্ন ধরনের আর্টিকাল রয়েছে।
আপনি যদি মনে করেন আমাদের ফ্রিল্যান্সিং কোসিং সেন্টার থেকে অথবা আমাদের ইউটিউব চ্যানালের ভিডিও দেখে অল্প অল্প করে আইডিয়া নিয়ে ফ্রিলান্সিং শিখতে পারেন।
আমাদের ফ্রিল্যান্সিং কোর্সের লিংকঃ
ফ্রিল্যান্সিং শিখার পর কোথায় কোথায় কাজ করতে পারব ?
একজন ফ্রিল্যান্সারের কাজ করার জন্য অনলাইনে হাজার হাজার মার্কেটপ্লেস রয়েছে। সে জন্য ফ্রিল্যান্সারের কাজের অভাব নেই। একজন ফ্রিল্যান্সার ফ্রিলান্সিং শিখে এইসব মার্কেটপ্লেসে কাজ করার মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জন করতে পারে।

জনপ্রিয় 10 টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের নাম




1. Fiverr
2. Upwork
3. Guru
4. Feelancer.com
5. People per Hour
6. 99Designs
7. Dribble
8. Simply Hired
9. Toptal
10 Aquent


ফাইবার
ফ্রিল্যান্সিং কাজ শিখে আপনি ফাইবার কাজ করে ইনকাম করতে পারবেন। ফাইবার কাজ করে মূলত গিগ এর মাধ্যমে।
অর্থাৎ, আপনার যে বিষয়ে দক্ষতা আছে সে বিষয়ের একটি গিগ তৈরি করবেন। তখন আপনার গিগ দেখে বায়াররা আপনাকে কাজ দিবে।
আপ-ওয়ার্ক
আপ-ওয়ার্ক তুলনামূলক বেশি কঠিন। এখানে শুধুমাত্র প্রোফেশনাল ফ্রিলান্সাররা কাজ করে থাকে। এখানে অনেকভাবে কাজ করা যায়।
যেমন, আপনি চাইলে আপনার বায়ারদের ঘন্টা হিসেবে চার্জ করতে পারবেন। যেমন, ১ ঘন্টা কাজ করে ২০ ডলার ইনকাম করতে পারবেন।
আবার, প্রোজেক্ট নিয়ে ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন। একটি প্রোজেক্ট এর জন্য ১০০ থেকে ১০০০ ডলার বা তার বেশিও চার্জ করতে পারেন।
শেষ কথা
আমি মনে করি, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো অর্থাৎ ফ্রিলান্সিং শেখার উপায় কি ? সে বিষয়ে আপনাদের ধারনা দিতে পেরেছি। সত্যি কথা বলতে ফ্রিল্যান্সিং শিখতে এবং ফ্রিল্যান্সিং করে আয় করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। ধৈয্য ধরে কাজ শিখতে পারলে আপনি হতে পারেন একজন সফলফ্রিল্যান্সার














মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.