| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

রিংটোন বেজে উঠলো। বলল, ‘…আর নেই’।
হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাড়ির উঠানে পৌঁছাতেই বেহুঁশ (অজ্ঞান) হয়ে মাটিতে লুটে পরলাম।
চোখের পর্দা খুলে দেখি পৃথিবীটা ঘোলাটে বিবর্ণ রঙমহলে আলোকোজ্জ্বল। ধীরে ধীরে সন্ধ্যা বেয়ে বেয়ে রাতের আহাজারি পায়চারি বাড়ছে।
কে যেন চোখেমুখে পানি ছিটিয়ে দিতেই হুঁশ বেহুঁশের তালা খুলে পৃথিবী রঙ্গমঞ্চের নিদ্রা কাটতেই দেখি – ‘দুটো লাশের খাটিয়া ‘।
বাবা বরাবরই মাকে বলতো, ‘আমি চলে গেলে তুমি থেকো না। তোমার নিশ্বাস, তোমার কলিজার টুকরোরা তোমার দেখবাল করবে না। ‘
সত্যিই তো! ‘এ ঋণ শোধরাব কিভাবে? কোন ক্ষণকালে?’
©somewhere in net ltd.