![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেফির রুমির কম্পোজ করা এবং শাহিদ ও সুবহামিত্রা ব্যানার্জির গাওয়া এই ভিডিওটা দেখেন... বিশেষ করে আপুদের কে দেখার জন্য অনুরোধ করছি... তারপর কেঠা কেঠা কইবেন পোলারা খারাপ.. কোন মাইয়া পারবো এইটা করতে....। আমার তো সন্দেহ আছে।
দয়া করে সর্ম্পূন ভিডিওটা দেখবেন নাহলে কিছুই বুঝবেন না
২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:১৫
অচেনা পাথর বলেছেন: কি আর করবেন.. আরেফিন রুমির তো এই অভ্যাস আগেও ছিল.. ভুলে গেছেন বিশ্বকাপ থিম গান টার কথা। যাই হোক আমরা ওই দিকে না যাই..
ভিডিও টা দেখে কিছু শিখি ।
২| ২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:০৮
কাঠের খাঁচা বলেছেন: @গোধুলী রঙ আমিও ভিডিওটা দেখসি
হালায় চুর
৩| ২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:১৩
শিপন মোল্লা বলেছেন: ছেলেরা কেনো খারাপ হতে যাবে পরিমলরা খারাপ। সুন্দর আপনার ভিডিও
২৫ শে জুলাই, ২০১১ রাত ১২:৫২
অচেনা পাথর বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
৪| ২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:১৭
গোধুলী রঙ বলেছেন: http://www.youtube.com/watch?v=rexUdNhPFVI
চরি চাইনিজ না কোরিয়ান। kiss because I am a girl
৫| ২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:২০
শেখ ইরফান বলেছেন: Click This Link
see this this is the original video of this!
৬| ২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:২১
কুয়াশায় ডাকা বলেছেন: অসাধারণ ...
৭| ২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:২৯
মুনতা বলেছেন: গানটা দারুণ। কিন্তু মিউজিক ভিডিওটার থিমটা ভাল লাগলো না,স্যরি।
আত্নঘাতী ভালবাসার পক্ষে নই আমি.....।
শেয়ারের জন্য ধন্যবাদ।
৮| ২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:৪১
আব্দুল হাকিম বলেছেন: আজিব এত নকল করা লাগে, পুরাটাই নকল।
৯| ২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:৪৩
ইশতে আশিক বলেছেন: চুরে চুরে দেশডি ভইরা গ্যালো।View this link
১০| ২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:৪৯
খামোশ বলেছেন:
@লেখক,লিংকটার =এর ডানপাশের অংশটুকু এড করলেই চলবে,পুরো লিংকটা লাগবেনা।
২৫ শে জুলাই, ২০১১ রাত ১২:৪০
অচেনা পাথর বলেছেন: অনেক ধন্যবাদ..
১১| ২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:৫২
মেফতাহুল সাগর বলেছেন: একটু কি করছে আর নকল নকল বলে ধুয়া তুলছেন। ভারতীয়রা তো ৯৫% নকল করে। ওদের দেশে নকল করাকে ও আর্ট বলে। তারা বলে সবাই নকল করতে পারে না।
লেখকের কথায়
কি আর করবেন.. আরেফিন রুমির তো এই অভ্যাস আগেও ছিল
বস গান টার টিউন কি কোন গানের নকল করে করেছে?
ভিডিও টা নকল করলো আর ক ইয়া দিলেন একটা কথ।
২৫ শে জুলাই, ২০১১ রাত ১২:৪২
অচেনা পাথর বলেছেন: ভাইয়ের কি খুব লাগলো .. ওয়েট করেন সেই নিউজ আসলো বলে।
১২| ২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:৫৩
জারনো বলেছেন:
ছেলেরাও খারাপ না আর মেয়েরাও খারাপ না। খারাপ হলো অমানুষেরা। যারা নষ্ট তাদেরকে ছেলে মেয়ে বিশেষণে বিভাজন করার কোন মানে হয় না।
২৫ শে জুলাই, ২০১১ রাত ১২:৪২
অচেনা পাথর বলেছেন: সহমত
১৩| ২৪ শে জুলাই, ২০১১ রাত ১০:০৭
কবি ও কাব্য বলেছেন: ভাই ভিডিও টার শেষে তো বলাই আছে যে চীনের একটি সত্য ঘটনার উপর নির্মিত। সেখানে যদি না লিখা থাকতো তাহলে সেটা কে চুরি বা নকল বলে দোষারোপ করা যেত।
২৫ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৬
অচেনা পাথর বলেছেন: এই জন্য নকল বা চুরি নিয়ে কোন কথা বলি নাই .. বলা হয়েছে থিম নিয়ে... অসাধারন
১৪| ২৪ শে জুলাই, ২০১১ রাত ১০:১২
অকপট পোলা বলেছেন: আরেফিন রুমি চুর। চুরি করা ভালো না, পুলা।
চুরি করা আর্ট হইলে অরিজিনাল কাজটা কি?? ফার্ট??!!
১৫| ২৪ শে জুলাই, ২০১১ রাত ১০:৫০
বাশিওয়ালা বলেছেন: চমৎকার !! আপনারা শুধু সমালোচনা করলে তো আর হবেনা। গানের কথা সুর কস্পোজিশন জটিল.......শুধু থিমটা একই এটা সবখানেই হয়..ব্যাপার না
২৫ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৮
অচেনা পাথর বলেছেন: রুমির মাথায় জিনিস আসে.. কম্পোজ ভা্লই করে। আমি তার ছোট খাটো ভক্ত।
১৬| ২৪ শে জুলাই, ২০১১ রাত ১০:৫৬
জোবায়ের বলেছেন: @ মেফতাহুল সাগর : ভারতীয়রা নকলকে বলে inspired by.
১৭| ২৪ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৭
আত্মমগ্ন আিম বলেছেন: অরিজিনালটা দেখছিলাম আগে...
তবে আমার মনে হয়, থিম একই রেখে অন্য ভাষায় নতুন একটি কিছু তৈরী করাটা দোষের কিছু না।
আমরা যে রূপকথার গল্পগুলো শুনে শুনে বড় হয়েছি বা ঠাকুর মার ঝুলি তে সংকলিত সব গল্পই কিছুটা পরিবর্তিতভাবে পৃথিবীর প্রায় সব ভাষাতেই আছে। আমরা তো এগুলোকে নকল বলতে পারি না।
২৫ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৯
অচেনা পাথর বলেছেন: সহমত
১৮| ২৫ শে জুলাই, ২০১১ রাত ২:৩২
নিমতিতা বলেছেন: শেষে কি ক্রেডিট দেয়া আছে? মন হয়।
"চীনের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত" দেখলাম।
জীবিত কেউ দুটি কিডনি বা চোখ ডান করতে পারেন না- যতটুকু জানি।
১৯| ২৫ শে জুলাই, ২০১১ ভোর ৪:৪৩
রিফাত হোসেন বলেছেন: জীবিত কেউ দুটি কিডনি বা চোখ ডান করতে পারেন না- যতটুকু জানি।
করা যায়.. বি. অনুমুতিতে ।
২০| ২৫ শে জুলাই, ২০১১ ভোর ৫:২৪
সুরবিলাসী শাহরিয়ার বলেছেন: গানটা অনেক ভাল হয়েছে । ভিডিওটাও সুন্দর । যদিও কপিপেস্ট, তারপরেও অরিজিনাল থিমটাকে নষ্ট করে নাই ।
২৫ শে জুলাই, ২০১১ রাত ৯:৫২
অচেনা পাথর বলেছেন: অসাধারন কম্পোজিসন.. তবে মেয়েলী কন্ঠ টা ন্যান্সি হলে মনে হয় আরও ভাল লাগতো ।
২১| ২৫ শে জুলাই, ২০১১ সকাল ১০:৩৬
ম্হুয়া বলেছেন: ভাই মানুষ সবাই ভালো । মানে বেশীর ভাগ মানুষ ভালো । কিছু পরিমল, কিছু হোসনে আরা খারাপ
২২| ২৫ শে জুলাই, ২০১১ সকাল ১০:৪২
মেফতাহুল সাগর বলেছেন: বাংগালী যে হুজুক তা আবার প্রমানিত। প্রথম কমেন্ট কইছে চোর বাস্ হইছে কাম। বাকিগুলা চুর বানাইতে শুরু করল।
কবি ও কাব্য বলেছেন: ভাই ভিডিও টার শেষে তো বলাই আছে যে চীনের একটি সত্য ঘটনার উপর নির্মিত। সেখানে যদি না লিখা থাকতো তাহলে সেটা কে চুরি বা নকল বলে দোষারোপ করা যেত।
এই টিউন টা আমার ওনেক প্রিয় তাই এত কথা বললাম। ভিডিও তা যদিও অন্য কোন ভিডিও থেকে নিয়ে থাকেও মেকিং টা খুব ভাল করেছে। তাই সমালচনা না করে ভাল কাজ টার জন্য ক্রেডিট দেয়া দরকার পরিচালক কে।
২৩| ২৫ শে জুলাই, ২০১১ সকাল ১১:০৭
লাল চাঁন বলেছেন: ভিডিওটা কপি পেষ্ট হলেও দারুন হয়েছে!
২৪| ২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৫:০২
রিফাত হোসেন বলেছেন: মেফতাহুল সাগর বলেছেন: বাংগালী যে হুজুক তা আবার প্রমানিত। প্রথম কমেন্ট কইছে চোর বাস্ হইছে কাম। বাকিগুলা চুর বানাইতে শুরু করল।
কবি ও কাব্য বলেছেন: ভাই ভিডিও টার শেষে তো বলাই আছে যে চীনের একটি সত্য ঘটনার উপর নির্মিত। সেখানে যদি না লিখা থাকতো তাহলে সেটা কে চুরি বা নকল বলে দোষারোপ করা যেত।
এই টিউন টা আমার ওনেক প্রিয় তাই এত কথা বললাম। ভিডিও তা যদিও অন্য কোন ভিডিও থেকে নিয়ে থাকেও মেকিং টা খুব ভাল করেছে। তাই সমালচনা না করে ভাল কাজ টার জন্য ক্রেডিট দেয়া দরকার পরিচালক কে।
সত্য ঘটনার উপর নির্মিত ! বুঝলাম তো .. সত্যিকারের ভিডিও এলবাদ এর হুবুহু নকলটাকে কি বলা যায় ?
তবে ভাল হয়েছে, নকলটা ঠিকমত করতে পারছে ।
উপরের ভিডিওটা দেখেন, এটা কোরিয়ান ভিডিও
তো চাইনা মন করল কিভাবে ? মনে হয় দেখে বুঝতে পারে নাই চাইনিজ না জাপানী
২৫ শে জুলাই, ২০১১ রাত ৯:৫৭
অচেনা পাথর বলেছেন:
সবাই আছে নকল নিয়া .. আমি চিন্তা করতাছি সত্য ঘটনার পোলাটারের নিয়া.. হায়রে ভালবাসা.. নিজের চোখ দিয়া দিলি... এখনকার যুগে কেউ পারবো ?
২৫| ২৬ শে জুলাই, ২০১১ সকাল ১০:২৫
জারনো বলেছেন:
এই পোস্টে লেখকের উদ্দেশ্য কে আসল কে নকল তা নয়! উদ্দেশ্য ছিলো ছেলেরা মেয়েদের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে তার প্রমাণ করা। কিন্তু সকলে সেই দিকে না গিয়ে কে নকল করছে, কোনটা আসল ভিডিও কোনটা নকল তার বিশ্লেষণ করা। কেউ কেউতো আবার এর বাংলা সংস্করণের নির্মাতাকে এক হাত নিয়েছেন। ঝগড়া বিবাদ বাদ দিন আসল টা উদ্দেশ্য জানুন। দেখুন মেয়েরা কতটা হৃদয় হীনা!!!
২৬ শে জুলাই, ২০১১ দুপুর ১:৪৮
অচেনা পাথর বলেছেন: জারনো বলেছেন:
এই পোস্টে লেখকের উদ্দেশ্য কে আসল কে নকল তা নয়! উদ্দেশ্য ছিলো ছেলেরা মেয়েদের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে তার প্রমাণ করা।
একমাত্র আপনি ব্যাপার টা বুঝতে পারলেন.. আপনাকে ধন্যবাদ ।
২৬| ২৬ শে জুলাই, ২০১১ দুপুর ২:০১
পাগলমন২০১১ বলেছেন: এই দেশ আছে শুধু নকলের তালে।
২৭| ২৯ শে জুলাই, ২০১১ রাত ৩:২৯
রিয়েল ডেমোন বলেছেন: বুঝলাম না এখানে সবাই আসল নকল নিয়ে যুদ্ধ শুরু করলো কেন?
পোস্ট তো আসল নকল যাচাইয়ের জন্য না
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:০৪
গোধুলী রঙ বলেছেন: হায় হায় এইটার থিম তো এক চাইনিজ গানের ভিডিও থেকে চুরি করা পুরাডাই, খাইছে।