নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উত্তুরে হাওয়া

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

ম্যাভেরিক

প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ

ম্যাভেরিক › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানীদের আশ্চর্য বিষাদ

১৯ শে জুন, ২০১৩ রাত ৩:৫৩

আদিগন্ত দুর্বাদলের নীলাভ শয্যায়

ভোরের মিহিন শিশিরের কণ্ঠে

ঝলমল করে জ্ঞান তার,

আনন্দময় ঈর্ষায়;

তিনি অনন্য এক প্রভাত জ্ঞানী।



রুষ্ট মার্তণ্ডের অনলবর্ষী রোদ্দুরে

চৌচির্ণ কাষ্ঠখণ্ডের ম্রিয়মাণ হৃদয়ে

জাগে স্বনন পাণ্ডিত্যে তার,

নির্মোহ নির্লিপ্ততায়;

তিনি প্রখর এক মধ্যাহ্ন জ্ঞানী।



শেষ বিকেলের ক্ষুদ্র ছায়া

সরসর করে হারায় সূর্যাস্তে

প্রসারিত প্রজ্ঞার তোড়ে তার,

অহং তুচ্ছতায়;

তিনি সুদীর্ঘ এক অপরাহ্ন জ্ঞানী।



বিস্তৃত হয় জ্ঞান তার, অতঃপর

দিবারাত্রির পরিক্রমায়, মহাকালের চক্রে;

আশ্চর্য এক জাদুর কাঠি হস্তে তার

সুনিপুণ ছোঁয়ায় দ্বিভাজন করেন মানুষ তিনি

শুভ্রতায় কৃষ্ণতায়।



কেবল

দুর্লভ কোনো মুহূর্তে

ভ্রান্ত হয় যখন বিবেচনা তার,

এক চিলতে বিষাদ শুধু উঁকি দেয় মনে,

নহে শুভ্রের কৃষ্ণতায়

নহে কৃষ্ণের শুভ্রতায়,

আত্মজ্ঞানের ভ্রান্তিতে নিছক।

মন্তব্য ৮০ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:০৭

খেয়া ঘাট বলেছেন: চেষ্টা করছি বুঝার জন্য।

১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:১৮

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। ভালো লাগল দেখে। সাধারণ কথামালা, বক্তব্যও সরল, স্পষ্ট হয়ে যাবে।

২| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
খুব সুন্দর কবিতায় অনেক ভালোলাগা.....................

১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:২০

ম্যাভেরিক বলেছেন: আপনার ভালোলাগা কবিতার প্রয়াসে অনন্য সম্মাননা। অনেক ধন্যবাদ।

সুন্দর কাটুক সময়।

৩| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আমি জোরে জোরে পড়েছি বিধায়, আমি শুনেছি।
আর শুনেছি দেখেই আমার ভালো লেগেছে। :)

১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:২৫

ম্যাভেরিক বলেছেন: আপনার মন্তব্য লেখার প্রচেষ্টায় সম্মাননা ও প্রেরণা হিসেবে পেলাম। কর্ণে শ্রুতিমধুর হিসেবে পাওয়া নিঃসন্দেহে কবিতার সৌন্দর্যে বড় ভূমিকা রাখে।

ভালো কাটুক সময় আপনার, সতত। :)

৪| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৫১

গিরিনদী বলেছেন:
কেবল
দুর্লভ কোনো মুহূর্তে
ভ্রান্ত হয় যখন বিবেচনা তার,
এক চিলতে বিষাদ শুধু উঁকি দেয় মনে,
নহে শুভ্রের কৃষ্ণতায়
নহে কৃষ্ণের শুভ্রতায়,
আত্মজ্ঞানের ভ্রান্তিতে নিছক।


পুরাটে ধরার চেষ্টাকরেছি। কিন্তু এই লাইন কয়টা বেশ ধরতে পেরেছি।
অনেক ভাল লাগলো।

১৯ শে জুন, ২০১৩ ভোর ৫:০১

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা, গিরিনদী। এই লাইন কয়টিই মূল, বাকিগুলো জ্ঞানীদের জ্ঞানের পরিচয় কেবল।

আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।

৫| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৫:২৬

বোকামন বলেছেন:






চমৎকার ! সুন্দর শুভ্র কথামালা ...

জ্ঞানীদের বিষাদ আশ্চর্য হবে কেন !
জ্ঞানীদের জ্ঞানে বিষাদ ভর করবে কেন ?
মন এবং জ্ঞান ভ্রান্ত তবুও বিষাদে ......

আবৃতি করছি ..... ভালো লাগছে।
ভালোলাগা রইলো। শুভকামনা জানবেন।

১৯ শে জুন, ২০১৩ ভোর ৫:৩৭

ম্যাভেরিক বলেছেন: আবৃতির আনন্দ আশ্বস্ত করল কবিতার প্রচেষ্টায়। অনেক ধন্যবাদ আপনাকে।

এখানে আসলে কতিপয় জ্ঞানীর বিষাদের কথা বলা হয়েছে, যারা আত্মজ্ঞানের ভুল বিবেচনায় কেবল বিষণ্ণ হন, যদিও তাদের বিষাদের মহত্তর কারণ রয়েছে, যে ব্যাপারে তারা আশ্চর্যজনকভাবে বিস্মৃত।

৬| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৭:৫৩

ভারসাম্য বলেছেন: যারা আত্মজ্ঞানের ভুল বিবেচনায় কেবল বিষণ্ণ হন, যদিও তাদের বিষাদের মহত্তর কারণ রয়েছে, যে ব্যাপারে তারা আশ্চর্যজনকভাবে বিস্মৃত।

এটুকু পড়েই পড়িষ্কার হওয়া গেল অনেকটা। সেই সাথে বিষাদের মহত্তর কারণের কথা ভেবে মনটাও তৃপ্ত হল।

তৃপ্তিদায়ক কবিতায় অনেক অনেক ভাল লাগা।

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৩

ম্যাভেরিক বলেছেন: মন্তব্যে অনুভবে ভালো লাগল খুব। ভালো লাগল আপনাকে দেখে।

বিষাদের মহত্তর কারণ উপলব্ধি বড় ব্যাপার, তথাকথিত জ্ঞানের চেয়েও।

৭| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৪

নস্টালজিক বলেছেন: নাহ, ম্যাভ!


বিষাদ উঁকি দেয় না!

সর্বজ্ঞানীর আত্মজ্ঞানের ভ্রান্তিতে পড়ার অবকাশ-ও নেই!




লেখাটা চমৎকার!



শুভেচ্ছা নিরন্তর, জিনিয়াস!

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২০

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা, নস্টালজিক। বিষাদ উঁকি দেয় কতিপয় জ্ঞানীর মনে, যদিও কারণ ভিন্ন। আর হ্যাঁ, সর্বজ্ঞানীর বিভ্রান্তির অবকাশ নেই।

আগমন ও মন্তব্যের সম্মাননায় অনেক ধন্যবাদ।

৮| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: বিস্তৃত হয় জ্ঞান তার, অতঃপর
দিবারাত্রির পরিক্রমায়, মহাকালের চক্রে;
আশ্চর্য এক জাদুর কাঠি হস্তে তার
সুনিপুণ ছোঁয়ায় দ্বিভাজন করেন মানুষ তিনি
শুভ্রতায় কৃষ্ণতায়।


আপনি তো অসাধারন কবিতা লেখেন!!! দারুন, দারুন!

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ম্যাভেরিক বলেছেন: মন্তব্যে অনুভবে ধন্যবাদ।

সাহস করে মাঝেমাঝে লিখে ফেলি, আপনাদের মূল্যায়নে আশাবাদী হই।

৯| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:০৫

শরৎ চৌধুরী বলেছেন: খুব দারুন একটা পরিক্রমার মধ্য দিয়ে যাওয়া হল ম্যাভেরিক....আপনার বিশ্ববিক্ষার পরিক্রমার খন্ডাংশ।

এই টোনের লোকজন কমছে দেখে খারাপই লাগছিল।

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪১

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। আপনার পরিক্রমা সতত হোক আনন্দময়।

জ্ঞানের ভুলের চেয়ে মানুষের পতনে কষ্ট পাওয়া মানুষ বাড়ুক ধরণীতে।

১০| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

শেষ বিকেলের ক্ষুদ্র ছায়া
সরসর করে হারায় সূর্যাস্তে
প্রসারিত প্রজ্ঞার তোড়ে তার,
অহং তুচ্ছতায়;
তিনি সুদীর্ঘ এক অপরাহ্ন জ্ঞানী।


চমৎকার বিশ্লেষণ। +++++++

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৪

ম্যাভেরিক বলেছেন: অনুভবে মন্তব্যে সম্মানিত হলো লেখার ভাবনা ও শ্রম। ভালো কাটুক সময়।

১১| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৯

আরজু পনি বলেছেন:

দুর্লভ কোনো মুহূর্তে
ভ্রান্ত হয় যখন বিবেচনা তার,
...

বারবার হোক এমন ভ্রান্ত বিবেচনা ...

(আপনার এখানে মনমতো ইমো দেয়ার ইচ্ছেটা দমন করলাম।)

২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৮

ম্যাভেরিক বলেছেন: ভ্রান্তিতেও যেন দুঃখ হয় বৃহত্তর কারণে, নিছক ভ্রান্তিতে নয়। মন্তব্যে অনেক ধন্যবাদ।

১২| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২১

বৃতি বলেছেন: সুন্দর ।

২০ শে জুন, ২০১৩ রাত ১২:৫২

ম্যাভেরিক বলেছেন: মূল্যায়নের সম্মাননায় অনেক ধন্যবাদ।

১৩| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!

২০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮

ম্যাভেরিক বলেছেন: মূল্যায়ন গৃহীত হলো শ্রদ্ধায়।

১৪| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বিষাদ বাহুল্যতা মনে হলো! বিষাদ উঁকি দ্যায় নাই পড়ার সময়। সময়ের বিবর্তন ভালো লেগেছে।

২০ শে জুন, ২০১৩ রাত ১:২৫

ম্যাভেরিক বলেছেন: বিষাদ বাহুল্যতাই বটে, যদি আত্মজ্ঞানের ভুল হওয়ার কারণে তা ঘটে থাকে কেবল। তবে মানুষের পতনে বিষণ্ণ হওয়া বড় প্রয়োজন।

মন্তব্যে মূল্যায়নে অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: পুরো কবিতাই সুন্দর কিন্তু এই প্যারা বেশী সুন্দর --

রুষ্ট মার্তণ্ডের অনলবর্ষী রোদ্দুরে
চৌচির্ণ কাষ্ঠখণ্ডের ম্রিয়মাণ হৃদয়ে
জাগে স্বনন পাণ্ডিত্যে তার,
নির্মোহ নির্লিপ্ততায়;
তিনি প্রখর এক মধ্যাহ্ন জ্ঞানী।


------ খুব সুন্দর ! তিনি প্রখর এক মধ্যাহ্ন জ্ঞানী।

শুভেচ্ছা রইলো

২১ শে জুন, ২০১৩ রাত ১:০৮

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। হ্যাঁ, তুলনামূলকভাবে প্যারাটি উজ্জ্বল আমার কাছেও। আপনার সুন্দর মন্তব্য সম্মানস্মারক হিসেবে গৃহীত হলো।

১৬| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২১ শে জুন, ২০১৩ রাত ১:০৯

ম্যাভেরিক বলেছেন: মন্তব্যে অনুভবে ভালো লাগা।

১৭| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ম্যাভেরিক নাম যেমন, কবিতাও তেমন

+++

২১ শে জুন, ২০১৩ রাত ১:০৯

ম্যাভেরিক বলেছেন: কবিতার মূল্যায়নই লেখকের মূল্যায়ন। অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

আমি তুমি আমরা বলেছেন: শেষের প্যারাটা মনে হয় বুঝতে পেরেছি। :)

২১ শে জুন, ২০১৩ রাত ১:১১

ম্যাভেরিক বলেছেন: শুনে আনন্দিত হলাম, লেখায় যত কম দুর্বোধ্যতা তত বেশি সার্থকতা।:)

১৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:২৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: দিন শেষে সবাই একা আর বিষন্ন

২১ শে জুন, ২০১৩ রাত ১:১২

ম্যাভেরিক বলেছেন: সুতরাং দিন পরিবর্তনের চেষ্টা করতে হবে। :)

ভালো লাগল দেখে, মন্তব্যে।

২০| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++

ভালো থাকবেন :)

২১ শে জুন, ২০১৩ রাত ১:১৩

ম্যাভেরিক বলেছেন: মূল্যায়নের সম্মাননায় ভালো লাগল।
সুন্দর কাটুক সময় আপনার।

২১| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:২০

জেনো বলেছেন: 'সুদীর্ঘ এক অপরাহ্ন জ্ঞানী।'
অনন্ত অসীম সে জন।
প্রিয়তে।

২১ শে জুন, ২০১৩ রাত ১:১৪

ম্যাভেরিক বলেছেন: প্রিয়তে নেয়া লেখার শ্রমে অনন্য সম্মাননা। অনেক ধন্যবাদ আপনাকে।

২২| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৬

রেজোওয়ানা বলেছেন: অসাধারন একটা পরিভ্রমন হলো!

'আশ্চর্য বিষাদগ্রস্ত জ্ঞানী'দের আজকাল দেখা পাওয়া যায়না মনে হয় আর!


মানুষের পতনে বিষণ্ণ হওয়া বড় প্রয়োজন

২১ শে জুন, ২০১৩ রাত ১:১৫

ম্যাভেরিক বলেছেন: মানুষের পতনে বিষণ্ণ হওয়ার মধ্যেই রয়েছে মানুষের মহত্তর সম্ভাবনা ও উৎকর্ষতা।

২৩| ২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:৪০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: মুগ্ধতা!

২৭ শে জুন, ২০১৩ ভোর ৪:৫০

ম্যাভেরিক বলেছেন: প্রেরণাদায়ক সম্মাননা!

ভালো থাকুন।

২৪| ২৭ শে জুন, ২০১৩ ভোর ৫:৩৬

ইউক্লিড রনি বলেছেন: আমাকে নিয়া কবিতা লেখার জন্য ধন্যবাদ। :P

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:১৫

ম্যাভেরিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবিতায় নিজেকে খুঁজে পাওয়ায়। :)

২৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:১৭

মেহবুবা বলেছেন: এত কঠিন শব্দ তো গনিতপ্রমীর জন্য বরাদ্দ :)

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:২৯

ম্যাভেরিক বলেছেন: কবিতার সুর ও স্বর বরাদ্দ হোক সবার জন্য। :)

আগমনে মন্তব্যে অনেক ধন্যবাদ।

২৬| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:০৪

রমিত বলেছেন: খুব সুন্দর কবিত!!!

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ম্যাভেরিক বলেছেন: মন্তব্যে অনুভবে অনেক ধন্যবাদ, রমিত ভাই। ভালো কাটুক সময়।

২৭| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কেবল
দুর্লভ কোনো মুহূর্তে
ভ্রান্ত হয় যখন বিবেচনা তার,
এক চিলতে বিষাদ শুধু উঁকি দেয় মনে,
নহে শুভ্রের কৃষ্ণতায়
নহে কৃষ্ণের শুভ্রতায়,
আত্মজ্ঞানের ভ্রান্তিতে নিছক

১৬ তম ভাল লাগা। কবিতা ভাল লেগেছে। +++ অনুসরন করলাম :)

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

ম্যাভেরিক বলেছেন: ঈদ মোবারক, ডাক্তার। ভালো লাগা, প্লাস ও অনুসরণের সম্মাননায় অনেক ধন্যবাদ আপনাকে।

উজ্জ্বল সুন্দর কাটুক সময়।

২৮| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

শায়মা বলেছেন: কবিতা!!!!!!!!!


ভাইয়া তুমি কবিতা লিখেছো!!!!!!

নিজের চোখ বিশ্বাস হচ্ছে না!!!!!!:P


অনেক অনেক ভালো লাগা ভাইয়া।


কঠিন কবিতা আর ১৯শে জুলাই দেখে মনে হচ্ছে সেই জ্ঞানীজন বুঝি হুমায়ুন আহমেদ। তাকেই স্মরণ করে বুঝি লিখেছো এই কবিতা।


যাইহোক ভালো থেকো ভাইয়ামনি।:)

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪১

ম্যাভেরিক বলেছেন: মন্তব্যের অনুভবের সম্মাননায় ভালো লাগল। হ্যাঁ, লিখে ফেললাম, লিখতাম তো একসময়। :)

সাহিত্য-শিল্প-সংস্কৃতির অবদানে হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা, যদিও তাঁকে নিয়ে নয় কবিতাটি।

ভালো কাটুক সময়।

২৯| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ঈদ মোবারক প্রিয় ম্যাভেরিক ভাই। আপনার উত্তুরে হাওয়া ক্ষণে ক্ষণে আসে কেন!

৩০| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল অনেক।

৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

বাতিল প্রতিভা বলেছেন: অফটপিকঃ
স্যার, আপনার সাথে একটু যোগাযোগ করার দরকার ছিল। যদি সম্ভব হয় আপনার ফোন নং বা মেইল অ্যাড্রেস আমাকে মেইল করুন।
ধন্যবাদ।
[email protected]

৩২| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

নস্টালজিক বলেছেন: আপনার নতুন লেখার খোঁজে এসেছিলাম!

কেমন আছেন, ম্যাভেরিক?

শুভেচ্ছা আর ঈদ মুবারাক!

৩৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া নতুন কোন পোষ্ট কি পাব না? সেই কবে লাস্ট পোষ্ট দিলেন!!!!

৩৪| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: ভাল লাগল +++

৩৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:





কেবল
দুর্লভ কোনো মুহূর্তে
ভ্রান্ত হয় যখন বিবেচনা তার,
এক চিলতে বিষাদ শুধু উঁকি দেয় মনে,
নহে শুভ্রের কৃষ্ণতায়
নহে কৃষ্ণের শুভ্রতায়,
আত্মজ্ঞানের ভ্রান্তিতে নিছক।


দুর্দান্ত!!!
আবার পড়ে গেলাম :)

৩৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

পারভেজ রবিন বলেছেন: আপনার লেখা খুব মিস করি, ২০০৮-০৯ সালের দিকে কি স্বর্ণালী সময় ছিল!
আপনি বোধহয় খুব ব্যস্ত। তাই ইদানিং লিখেন না। তবু আপনার সাথে শেয়ারের সুযোগ খুজছি। মেইল করেছিলাম, ফেরত এল।

৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

তাহমিদুর রহমান বলেছেন: ব্লগে আমন্ত্রণ

৩৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

অপ্রচলিত বলেছেন: বাহ, চমৎকার লিখেছেন তো। প্রথম দেখায় দুর্বোধ্য দেখালেও কয়েকবার পড়ার পর বুঝতে পারলাম।

৩৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০৩

অন্ধ দাঁড়কাক বলেছেন: অনেকদিন পরে ব্লগে এসে দেখলাম আপনি কবিতা লিখেছেন।++++

৪০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭

নিশাত তাসনিম বলেছেন: নতুন পোস্টের অপেক্ষায় প্রিয় ম্যাভেরিক

৪১| ২১ শে মে, ২০১৪ বিকাল ৫:০৬

রমিত বলেছেন: আপনার লেখাগুলো খুব সুন্দর। এখন আর লেখেন না কেন?

৪২| ২৩ শে মে, ২০১৪ দুপুর ২:২৫

ছায়াপাখির অরণ্য বলেছেন: লেখায় ভাললাগা, ম্যাভেরিক! :)

৪৩| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামহোয়্যারইন ব্লগের ‘কবিব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা’ নামে একটা সংকলন পোস্ট তৈরি করছি। আপনার অংশগ্রহণ এ পোস্টকে মূল্যবান করে তুলবে।

ফেইসবুকে আমরা মনে হয় কানেকটেড না। ফেইসবুকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা করা আছে।

সম্ভব হলে আমাকে প্লিজ এ্যাড করুন।

শুভেচ্ছা।

৪৪| ১৭ ই জুন, ২০১৪ রাত ১০:১৯

আমি তুমি আমরা বলেছেন: এখনো এই ব্লগে অনেকেই আপনার পোস্টের জন্য অপেক্ষা করে। উপস্থিতি জানিয়ে গেলাম :)

৪৫| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:০৬

অপ্‌সরা বলেছেন: এইখানে আসলে আমার নিজেকে ভাগ্যবান লাগে। ভাইয়া তোমার মাত্র তিনটা প্রিয় পোস্টের মাঝে আমার পোস্ট একটা। মনে আছে তুমি বলেছিলে আমার পোস্টটাই ছিলো তোমার প্রথম প্রিয়তে নেওয়া পোস্ট!!!

অনেক অনেক শুভকামনা ভাইয়ামনি!!!:)

৪৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

রমিত বলেছেন: অনেকদিন যাবৎ কোন পোস্ট দিচ্ছেন না কেন ম্যাভেরিক ভাই? কেমন আছেন?

৪৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:

আপনাকে অনেকেই কিন্তু মিস করে ...

৪৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ম্যাভেরিকও আজকাল আর পোষ্ট দেয় না। আফসোস্

৪৯| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬

রুদ্র জাহেদ বলেছেন: কেবল
দুর্লভ কোনো মুহূর্তে
ভ্রান্ত হয় যখন বিবেচনা তার,
এক চিলতে বিষাদ শুধু উঁকি দেয় মনে,
নহে শুভ্রের কৃষ্ণতায়
নহে কৃষ্ণের শুভ্রতায়,
আত্মজ্ঞানের ভ্রান্তিতে নিছক।

দারুণ কবিতা।
ব্লগে আসুন।নতুন পোস্ট দিন

৫০| ২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০৯

হুমায়রা হারুন বলেছেন: গণিতের হিসাবে সংখ্যার বিন্যাস আর ছন্দ, কাব্যের সূচনা করে

৫১| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩৬

শান্তির দেবদূত বলেছেন: ভাই, আপনাকে একটু দরকার ছিলো। প্রাচীন ভাষাতত্ত্ব বিষয়ে আপনার একটু সাহায্য দরকার। যদি সম্ভব হয় https://www.facebook.com/debdut আমার ফেসবুকের এই আইডিতে মেসেজ দিতে পারবেন, অথবা
shaifulkuet এট gmail.com এখানে মেইল করতে পারবেন?

৫২| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোথায় আপনি? খুব মিস করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.