নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি প্রচণ্ড অবিশ্বাসী হয়ে
বারবার তোমার বুকে মাথা রেখে
দেখছিলাম হৃৎপিণ্ডের স্পন্দন ,
হাত দিয়ে নাকের সামনে ধরে দেখছিলাম
তোমার নিঃশ্বাসের উপস্থিতি।
ফাঁকি দিলে আমায় ,
কোথাও কি ভুল হচ্ছে আমার ?
রাতের ওষুধগুলোও তো ঠিক মতো খাইয়ে দিয়েছিলাম,
তুমি হাসিমুখে আমায় জড়িয়ে ধরে ঘুমুলে,
অথচ, কিছুক্ষণ পর ওরা আমায় জোর করে
ছাড়িয়ে নিবে তোমার বুক থেকে
তোমায় ''লাশ'' বলে ডাকবে ওরা ,
আয়োজন করবে তোমার শেষ যাত্রার ,
কিন্তু তুমি তো ইহকাল পরকাল সবকালেই আমার "মায়া" ।
কথা দিয়েছিলাম দুজন দুজনকে,
কথা ছিল একসাথে চলে যাবো
অনন্তকালের যাত্রা পথে।
চিরসত্য, মৃত্যু কখনো ফাঁকি দেয় না,
কিন্তু আমাদের দুজনের তো তেমন কথা ছিল না,
কথা ছিল একত্রে যাবো দুজনে হাতে ধরে।
তুমি শিখিয়েছিলে আত্মহত্যা মহাপাপ,
তাই মুহূর্তেই তোমার পথে আমার যাত্রা হচ্ছে না,
নিজেকে অপরাধী মনে হচ্ছে।
পৃথিবী তোমাকে হারিয়ে আমায় শূন্য করে দিয়ে গেলো
বেঁচে থাকবো তোমার স্মৃতি নিয়ে ,
তুমি অপেক্ষায় থেকে স্বর্গদ্বারে।
১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫১
মায়াস্পর্শ বলেছেন: এক উচ্ছল তরুণ দম্পত্তির সুখের সংসারে এরকম মহাবিচ্ছেদের ঘটনা দেখেছিলাম। সেখান থেকে লেখা। জানিনা , পাঠ করে পাঠকের মনে কতটা নারা দিবে, তবে লেখার সময় বেশ আবেগী হয়ে লিখেছিলাম।
ধন্যবাদ কবি।
২| ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক বিরহ বন্দনা কবি---------------------
১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫২
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় লিটন ভাই। আল্লাহ আপনাকে ভালো রাখুক সবসময়।
৩| ১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: তুমি যেমন করে চলে গেলে এমন করে কেউ কি বলো যায়?
১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৮
মায়াস্পর্শ বলেছেন: এমন মৃত্যু কাম্য নয়। নিয়তি বড় নিষ্ঠুর। শ্রদ্ধা জানবেন অনেক অনেক।
৪| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: এভিাবেই এক দিন আমরা চলে যাব।
১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:২৫
মায়াস্পর্শ বলেছেন: আল্লাহ তায়ালা ভালো কিছু সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সবাইকে। ধন্যবাদ আপনাকে অনেক অনেক।
৫| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:০৩
মিরোরডডল বলেছেন:
মায়ার আরেক নাম কষ্ট।
যার যত বেশি মায়া, সে তত বেশি কষ্ট পায়।
১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:১৩
মায়াস্পর্শ বলেছেন: জ্বী, মায়া থেকে কষ্ট হয়ে যায়। ইদানীং আপনি ব্যাস্ত হয়ে গেছেন বুঝি?
৬| ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:৪০
রানার ব্লগ বলেছেন: প্রতিটা মৃত্যু আমাকে কাদায়। এই মাসে গতো বছর আমি আমার নানু কে হারয়েছি।
১৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৮:১৮
মায়াস্পর্শ বলেছেন: পরপারে ভাল থাকুন উনি। ধন্যবাদ আপনাকে অনেক অনেক।
৭| ২০ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৩৯
মিরোরডডল বলেছেন:
হুম, কিছুটা ব্যস্ত থাকায় উইকডেইজে আগের মতো আসা হয়না।
উইকেন্ডে বেশি আসা হয়।
মার্শ কেমন আছে, মার্শর প্রিয় কেমন আছে?
হোয়াটস নিউ, ঈদ কেমন গেলো?
২১ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:১৫
মায়াস্পর্শ বলেছেন: মার্শ কেমন আছে, মার্শর প্রিয় কেমন আছে?
হোয়াটস নিউ, ঈদ কেমন গেলো?
সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভাল আছি।
প্রিয় যে কোথায় হারিয়েছে জানিনা।
ঈদ ভালো কেটেছে, কিছু ব্যাস্ততা ছিলো। জব সুইচের চেষ্টা চলছে।
৮| ২১ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩২
মিরোরডডল বলেছেন:
বলে কি!! প্রিয় হারিয়ে গেছে।
হারানো বিজ্ঞপ্তি দেয়া হয়েছে?
প্রিয় হারিয়ে যাবে আর জানবে না কোথায়, এটা কেমন কথা!
খুঁজে বের করবে।
এই বয়সেই জব সুইচ করা ভালো, আমিও প্রথম দিকে তাই করতাম।
একটা সময়ের পর এক জায়গায় সেটল করবে, তার আগ পর্যন্ত ইউ ক্যান এক্সপ্লোর।
গুড লাক!
২১ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৪
মায়াস্পর্শ বলেছেন: খুঁজে বের করবে
এসেছে।
হারানো বিজ্ঞপ্তি দেয়া হয়েছে?
কথা দেওয়া আছে, তাই বিজ্ঞপ্তি দেওয়া লাগেনি।
এই বয়সেই জব সুইচ করা ভালো, আমিও প্রথম দিকে তাই করতাম।
একটা সময়ের পর এক জায়গায় সেটল করবে, তার আগ পর্যন্ত ইউ ক্যান এক্সপ্লোর।
গুড লাক!৷
আসলে দেশের দ্রব্য এবং সেবার যে ঊর্ধমুখি দাম, তাতে বেহাল দশা আমার মতো মানুষদের জন্য। দেখি কতদূরে যাওয়া যায়, একটু ভালো কিছুর জন্যই চেষ্টা করেছি।
৯| ২২ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:৪২
মিরোরডডল বলেছেন:
কোথায় এসেছে? কি কথা দেওয়া আছে যে মাঝে মাঝে হারিয়ে যাবে, যখন খুশি ফিরে আসবে?
বাহ!!! ভালো তো।
আমার কিছুদিন ধরে চোখের সমস্যা হচ্ছে।
সারাদিন অফিসে নাম্বার ফিগারস নিয়ে থাকি, ইদানিং চোখে প্রেশার ফিল করি, একটু পেইন হচ্ছে।
স্পেশালিষ্ট দেখাতে হবে। দেখি কবে বুকিং পাই!
এই সবকিছু মিলিয়েই এখন ব্লগে কম আসি।
কিন্তু মুভি দেখা হয় অনেক, আজকেও তিনটা দেখলাম।
শেষের দেয়া মুভি দুইটা কি দেখা হয়েছিলো?
২২ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২৮
মায়াস্পর্শ বলেছেন: কোথায় এসেছে? কি কথা দেওয়া আছে যে মাঝে মাঝে হারিয়ে যাবে, যখন খুশি ফিরে আসবে?
বাহ!!! ভালো তো।
বাধাধরা নিয়ম নেই। তাই যেখানেই যাক আবার সময় হলে চলে আসে। এটা শুনুন
আমার কিছুদিন ধরে চোখের সমস্যা হচ্ছে।
সারাদিন অফিসে নাম্বার ফিগারস নিয়ে থাকি, ইদানিং চোখে প্রেশার ফিল করি, একটু পেইন হচ্ছে।
স্পেশালিষ্ট দেখাতে হবে। দেখি কবে বুকিং পাই!
৷ As soon as possible, Don't neglect this type of problem and always On eye protect mood in your display.
শেষের দেয়া মুভি দুইটা কি দেখা হয়েছিলো?
Download করে রেখেছি। দেখার মতো পরিবেশ এবং সময় কোনটাই পাইনি। তবে অবশ্যই দেখব। দেখে জানাব।
১০| ২২ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:৪৫
মিরোরডডল বলেছেন:
আসলে দেশের দ্রব্য এবং সেবার যে ঊর্ধমুখি দাম, তাতে বেহাল দশা আমার মতো মানুষদের জন্য। দেখি কতদূরে যাওয়া যায়, একটু ভালো কিছুর জন্যই চেষ্টা করেছি।
আসলেই তাই, ভয়াবহ অবস্থা।
সব সময়ের জন্য শুভকামনা থাকলো, মার্শ অনেকদুর যাবে।
২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২৭
মায়াস্পর্শ বলেছেন: আসলেই তাই, ভয়াবহ অবস্থা।
সব সময়ের জন্য শুভকামনা থাকলো, মার্শ অনেকদুর যাবে।
অনেক অনেক ধন্যবাদ।
১১| ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৭
শায়মা বলেছেন: কবিতা পড়ে মনে হলো দুই বৃদ্ধ আর বৃদ্ধার ছবি। অনেকদিন একসাথে থাকবার পর অসুস্থ স্ত্রীর চির বিচ্ছেদ হলো।
২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:০৮
মায়াস্পর্শ বলেছেন: আপু , ধন্যবাদ জানবেন অনেক অনেক।
সঠিক বলেছন। একসাথে ঘর বেঁধে জীবন কাটালেও একসাথে মৃত্যুর জগতে স্বাভাবিক ভাবে যাওয়া হয়না। এই বিষয়টি নিয়ে কয়েকদিন ভাবছিলাম। সেখান থেকেই এই লেখাটা এসেছে।
১২| ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সহসা মৃত্যু মানুষকে কষ্ট দেয় বড়
সুন্দর হয়েছে কবিতাটি
২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৯
মায়াস্পর্শ বলেছেন: ধুকেধুকে মরার চেয়ে সহসা মৃত্যু মনের হয় ভালো। ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:১০
স্প্যানকড বলেছেন: বিচ্ছেদের কবিতা কি জন্য? ভালো হয়েছে । ভালো থাকবেন সব সময়