নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
শিক্ষা ব্যবস্থার মান যে বাংলাদেশে এক্কেবারেই খারাপ তা বলার কোনো সুযোগ নেই। সারাদিন শিক্ষার মান নিয়ে চেঁচামেচি করলেও বাংলাদেশের শিক্ষার্থীরাই বিশ্বের অনেক উন্নত দেশে সার্ভিস দিয়ে যাচ্ছেন সম্মানের সহিত।তবে হ্যাঁ,যারা সেই অবস্থানে গেছেন তারা সকলেই নিজের সর্বোচ্চ চেষ্টার পরেই ভালো অবস্থানে গিয়েছেন।
আবার এমন অনেক কে দেখেছি যারা অন্যের ঘাড়ে পা দিয়ে উপরের দিকে দাঁড়িয়ে আছেন,কাজের এবং জ্ঞানের দিকে শুন্য। হয়তো মামা খালু আছেন,অথবা কোনো প্রতিষ্ঠানে মিষ্টি খাইয়েছেন কয়েক লক্ষ টাকার।
বর্তমানে বিশ্বের সব কিছুই অটোমেটিক মুডে পরিচালিত হচ্ছে। ইন্ডাস্ট্রি, পাওয়ার প্ল্যান্ট এগুলোতে সব মেশিনারি এবং প্রসেস অটোমেশন এর আওতায় এখন পরিচালিত হয়।বেশ কয়েক বছর চাকরির বাজারে ঘুরঘুর করে দেখলাম, বর্তমানে ইঞ্জিনিয়ারিং চাকরির বাজারে সবচেয়ে জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে Instrumentation & Control (INC)। তবে দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশে ডিপ্লোমা বা বিএস সি পর্যায়ে কোনো ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট টি নেই। কেন নেই আমি জানিনা। আমার মতো অনেক মধ্যবিত্ত আছেন যারা খরচের অভাবে দেশের বাহিরে যেয়ে এই সাবজেক্টে পড়াশুনা করার মতো সামর্থ্য রাখেন না।
মধ্যপ্রাচ্যে অয়েল এন্ড গ্যাস কোম্পানিগুলোতে অধিকাংশ চাকরিই এই সাবজেক্ট রিলেটেড যেখানে প্রায় ৭০ % ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারগণ জব করছেন। বাংলাদেশে এই সাবজেক্ট থাকলে হয়তো ইঞ্জিনিয়ারদের জন্য নতুন একটা দিগন্ত উন্মোচিত হতো। অনেক ইঞ্জিনিয়ার আছেন যারা নিজে থেকেই Instrumentation & Control (INC) রিলেটেড কাজ শিখেছেন বা করছেন কিন্তু শুধু একাডেমিক সনদ না থাকায় তারা আন্তর্জাতিক জবগুলোতে আবেদন করার সুযোগ পাচ্ছেন না।
২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:১০
মায়াস্পর্শ বলেছেন: আস সালামু আলাইকুম। আপু, অনেকদিন পর আপনাকে পেলাম। আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনার রাহাত আর নীলার কি খবর কেমন আছে ওরা ?
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সংশ্লিষ্ট মহলের বোধদয় হোক।
২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:২৩
মায়াস্পর্শ বলেছেন: খুব তাড়াতাড়ি বোধদয় হতে হবে।
ধন্যবাদ শ্রদ্ধেয় আপনাকে।
৩| ২৩ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:২১
কামাল১৮ বলেছেন: শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক হতে হবে।তবেই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করা প্রয়োজন।
২৩ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
মায়াস্পর্শ বলেছেন: একমত আপনার সাথে। ধন্যবাদ জানবেন।
৪| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৮
মিরোরডডল বলেছেন:
ভালো বিষয় নিয়ে লিখেছে।
মার্শর কি এই বিষয়ে আগ্রহ?
এখানেও এটা অন ডিম্যান্ড।
জব মার্কেট খুব ভালো।
২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৮
মায়াস্পর্শ বলেছেন: আমি প্রচন্ড আগ্রহী। আমার সাবজেক্ট Mechanical
Master’s করার ইচ্ছে আছে INC নিয়ে। কিন্তু বাংলাদেশে সুযোগ নেই। ভবিষ্যতে করব অন্য দেশ থেকে।
২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০২
মায়াস্পর্শ বলেছেন: এখানেও এটা অন ডিম্যান্ড।
জব মার্কেট খুব ভালো
Australia তে?
৫| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০৪
মিরোরডডল বলেছেন:
হুম
৬| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:১৯
মিরোরডডল বলেছেন:
Master’s করার ইচ্ছে আছে INC নিয়ে
কোথায় যাবার প্ল্যান, আই মিন কোন ইউনিতে?
২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৭
মায়াস্পর্শ বলেছেন: সেরকম কোন প্ল্যান প্রোগ্রাম নেই। যদি কখনও সুযোগ হয়ে যায় তবে।
৭| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:২৩
ভুয়া মফিজ বলেছেন: বাংলাদেশে শিক্ষার মান একেবারেই খারাপ। কিউ এস বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতে
র ৪৯টা, ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের ১৭টা আর উন্নয়নের শিখরে ওঠা বাংলাদেশের ২টা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
সারাদিন শিক্ষার মান নিয়ে চেঁচামেচি করলেও বাংলাদেশের শিক্ষার্থীরাই বিশ্বের অনেক উন্নত দেশে সার্ভিস দিয়ে যাচ্ছেন সম্মানের সহিত। গোবরে দুই একটা পদ্মফুল ফুটলে সেটার কৃতিত্ত্ব গরুর হয়ে যায় না। দেশের শিক্ষার মান কেমন সেটা সরকারের শিক্ষা নিয়ে লাফ-ঝাপ আর শিক্ষামন্ত্রীর প্রোফাইল চেক করলেই পেয়ে যাবেন। বিশ্বের সাথে তাল মিলাতে হলে চৌকষ নেতৃত্বের দরকার। গাধা দিয়ে যেমন হালচাষ হয় না, তেমনি অথর্ব লোকজন দিয়ে শিক্ষার উন্নতি সম্ভব না।
তবে হ্যাঁ,যারা সেই অবস্থানে গেছেন তারা সকলেই নিজের সর্বোচ্চ চেষ্টার পরেই ভালো অবস্থানে গিয়েছেন। এইবার আসল কথা বলেছেন।
বাংলাদেশের শিক্ষা নিয়ে অতীতে বহু পোষ্ট দিয়েছি। আর উৎসাহ পাই না। একটা অর্ধ-শিক্ষিত বা কু-শিক্ষিত জনগোষ্ঠি স্বৈরাচারের সবচাইতে বড় সাপোর্ট। সরকার খুব ভালোভাবেই তার লক্ষ্য পূরণ করছে।
২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৫১
মায়াস্পর্শ বলেছেন: এইবার আসল কথা বলেছেন।৷
আপনার মন্তব্যের প্রতিটি কথা সত্য। দেশের গোয়েন্দা বিভাগ নেগেটিভ ধারণা পোষণকারীদের অতিদ্রুততার সহিত খুঁজে বের করতে পারে। আমি একটু ভীতু মানুষ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাকেও যদি আবার দ্রুততার সহিত খুঁজে বের করে তবে আমার চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে আমার পরিবারের মানুষ জন। তাই বেশিরভাগ সময় প্রেম পীরিতির কবিতা আর দু:খের গপ্পসপ্প লিখি।
হিরক রাজা মুভিটা দেখি আর আফসোস করি। আমাদের লুকানোর মত কোন পাহারের গুহাও নেই। যেখান থেকে নিজেকে প্রতিবাদের জন্য তৈরি করবো।
৮| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৯
মিরোরডডল বলেছেন:
ভুমের সাথে সহমত।
নিজের দেশের সমালোচনা করতেও খারাপ লাগে কিন্তু কথা সত্যি, শিক্ষার মান খুবই খারাপ।
৫৩ বছরে একটা দেশ আরও অনেকদুর এগিয়ে যেতে পারতো।
২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:০৬
মায়াস্পর্শ বলেছেন: ৫৩ বছরে একটা দেশ আরও অনেকদুর এগিয়ে যেতে পারতো
এটা বললে অনেকেই বলবে পাকিস্তানপন্থী, রাজাকার।
৯| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৫
মিরোরডডল বলেছেন:
যদি কখনও সুযোগ হয়ে যায় তবে।
সুযোগ হয়ে যায় না, সুযোগ করে নিতে হয়।
Strong will force, effort and hard work will take you there.
Once you make your realistic plan, follow the steps, then you'll find your opportunity.
২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:০২
মায়াস্পর্শ বলেছেন: Strong will force, effort and hard work will take you there.
Once you make your realistic plan, follow the steps, then you'll find your opportunity.
I have been fighting aginst poverty from the starting of my higer education, In between these years I completed my Diploma and BSc. Insha Allah Masters will also be complete. Only need prayer from good souls.
১০| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:০০
ভুয়া মফিজ বলেছেন: আমি একটু ভীতু মানুষ দেশের বর্তমান অবস্থায় একটু না, পুরাপুরি ভীতু হলেও দোষ দেয়া যায় না।
বেশিরভাগ সময় প্রেম পীরিতির কবিতা আর দু:খের গপ্পসপ্প লিখি। তাই করেন। স্টিক অন দ্যাট। কবিতার থেকে আমি শত হস্ত দূরে থাকি, তবে গপ্পসপ্প লিখলে আমি আছি।
১১| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:২০
মিরোরডডল বলেছেন:
এটা বললে অনেকেই বলবে পাকিস্তানপন্থী, রাজাকার।
তা কেনো? আমি আমার দেশকে ভালোবাসি বলেই তাকে আরও বেটার অবস্থানে দেখতে চাই।
Only need prayer from good souls.
I'm not a good soul but still my best wishes for you always.
২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৪৪
মায়াস্পর্শ বলেছেন: তা কেনো? আমি আমার দেশকে ভালোবাসি বলেই তাকে আরও বেটার অবস্থানে দেখতে চাই।
আমিও তা-ই চাই।
১২| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:২৫
ঢাকার লোক বলেছেন: গুরুত্বপূর্ণ একটা বিষয় লিখেছেন, বুয়েটের উচিত এ বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেয়া !
২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৪৭
মায়াস্পর্শ বলেছেন: বুয়েট নিজেই চাপে আছে ছাত্ররাজনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে। এসব নিয়ে মাথা ঘামাবে কখন।
১৩| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৩২
মিরোরডডল বলেছেন:
ভুমকে সাম্প্রতিক মন্তব্যে দেখায়, হুটহাট এসে কমেন্ট করে যায় কিন্তু কখনোই অনলাইনে দেখায় না।
অদৃশ্য হয়ে আসে!!!
১৪| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৪২
ভুয়া মফিজ বলেছেন: ভুমের ম এর জায়গায় ত ভাবলেই হবে।
১৫| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৪
মিরোরডডল বলেছেন:
that exactly I wanted to say.
ভুম কি আসলে ভুত কিনা!
ভুম আর স্প্যানকড, এই দুই ইউকে বাসিন্দাকে সবসময় দেখি লগইন করে দৌড়ের ওপর মন্তব্য প্রতিমন্তব্য করেই সাথে সাথে লগ-আউট। মনে হয় যেনো ওয়ান্টেড আসামি। ধরা পড়লেই ফাঁসির মঞ্চে।
১৬| ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:৪১
ইফতেখার ভূইয়া বলেছেন: মোটা দাগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান ভালো নয়, বিশেষ করে আর্ন্তজাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স পাস করে আসা ছেলে-মেয়েদেরও আমি আমার বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্ট্রাগল করতে দেখেছি। সবকিছু বাদ দিয়ে যদি কেবল ইংরেজী ভাষায় বলতে ও লিখতে পারার বিষয়গুলো নিয়ে কথা বলি তাতেও একটা রচনা লিখা হয়ে যাবে। তার মানে মোটেও এটা নয় যে বাংলাদেশে মেধা নেই বা উঁচু মানের ছাত্র নেই। আমি বলবো অনেক ভালো ভালো ছাত্র-ছাত্রী আছে কিন্তু তাদের সঠিক গাউড করার মতো যোগ্য ব্যক্তি বাংলাদেশে খুব কমই আছেন।
ড. হুমায়ুন আহমেদ, ড. জাফর ইকবাল, ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও অসংখ্য জ্ঞাণী-গুণী ব্যক্তি রয়েছেন যারা বাংলাদেশে পড়াশোনা করে বিদেশে গিয়েও উচ্চ শিক্ষায় বেশ সফলতার স্বাক্ষর রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশী বংশোদ্ভুত একজন কে চিনি যিনি আমেরিকায় তিনটি ব্যাচেলর, দুটি মাস্টার্স করে এখন পি,এইচ.ডি. সম্পন্ন করার পথে রয়েছেন। এমন অজস্র জ্ঞানী-গুণী মানুষ প্রবাসে পাওয়া যাবে। তবে তাদের খুব সংখ্যকই পরবর্তীতে দেশে ফিরে আসেন। বলতে পারেন এটা এক ধরনের ব্রেইন-ড্রেন, এর সমাধান কেবল তাদের জন্য যোগ্য পরিবেশ বাংলাদেশেই তৈরী করা (সেটা আপাতত সম্ভব নয় বলেই আমি মনে করি।) যারা নীতি-নির্ধারক পর্যায়ে এ দেশে আছেন তারা ততটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বলে আমার মনে হয় নি। শিক্ষায় ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের বিষয়টি বেশ পুরোনো হয়েও তেমন কোন আধুনিক নীতি প্রণয়ন হয়েছে বলে আমার জানা নেই। লিখার জন্য ধন্যবাদ।
২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৩৮
মায়াস্পর্শ বলেছেন: অনেক সুন্দর এবং ভালো কিছু বলেছেন মন্তব্যে। Right man in right place হচ্ছে উন্নতির একটি সূত্র, কিন্তু বাংলাদেশ এই সুত্র কখনো প্রয়োগ করতে পারে নি।
১৭| ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব সুন্দর ও ভাল একটি বিষয় তুলে ধরেছেন। দেশের যে কোন একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এ এই বিষয়টি চালু করা যেতে পারে তাহলে ভাল ফল পাওয়া যাবে।
২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৩৩
মায়াস্পর্শ বলেছেন: আশা করছি অচিরেই এই সাবজেক্ট দেশে চালু হবে।
১৮| ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯
ভোরের ালো বলেছেন: মায়াস্পর্শ
Finding a job in INC is very hard in Bangladesh. If you have even a Degree in that subject.
২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪৬
মায়াস্পর্শ বলেছেন: Finding a job in INC is very hard in Bangladesh. If you have even a Degree in that subject.
Absolutely right, because maximum jobs in this field required by some reputed foreign company like Samsung, LG, GE, Reliance, L&T working for Bangladeshi construction Projects. They don’t have trust and confidence on Bangladeshi Engineer to lead this department as well as other countries engineers. That’s why Indian, Korean, also Pakistan’s Engineers are working in Bangladesh and our Engineers are working as assistant with them .
Finally , Foreign Companies are not confident about our Education System.
১৯| ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৬
আহমেদ রুহুল আমিন বলেছেন: বেশ ভালো ...., অন্তত:পক্ষ্যে দরজাটা দেখিয়ে দিলেন । আমাদের ভেঙ্গেপড়া শিক্ষা ব্যবস্থার নীতি নির্ধারকদের এটি নজরে আসা জরুরী । তাদের শুভবুুদ্ধির উদয় হোক ।
২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৩
মায়াস্পর্শ বলেছেন: তাদের শুভবুুদ্ধির উদয় হোক
অবশ্যই হবে। তবে আমি চিন্তিত, সামনে যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের রন্ধ্রে রন্ধ্রে আত্মকেন্দ্রিকতা ঢুকে যাচ্ছে। জাতির জন্য যারা ভাববে তারা দলীয় মতবাদের বাহিরে কিছুই ভাবতে পারে না। শিক্ষক সমাজ আজকে বিভক্ত হয়ে গেছেন।
২০| ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৬
ভোরের ালো বলেছেন: মায়াস্পর্শ
With quality, we are better than Indians, Koreans, and Pakistanis. Even though I have to work on INC with some French Engineers, we have a better understanding but the problem is management prefers them, not us.
২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:২১
মায়াস্পর্শ বলেছেন: Because they judge us on basis of our culture and education statics. Its not the right way to judge.
২১| ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৯
ভোরের ালো বলেছেন: Yes, hats are right, It's not the right way to judge.
২২| ২৪ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর বিষয় নিয়ে লিখেছেন মায়া।
২৪ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৫
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক আপু।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:০৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন। আমাদের দেশের শ্রমিকদের মেধা আছে, কিন্তু সঠিক বিষয়ের উপর তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে না-- আর এখানেই ইন্ডিয়ান শিক্ষিত ও দক্ষ শ্রমিকরা এই সুযোগটাই কাজে লাগাচ্ছে।
আপনার জন্য প্রাণঢালা শুভকামনা রইলো।