| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মায়াস্পর্শ
	মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
 
এতো কাছে এলে দূরদর্শিনী অধরা,
আমি কী স্বপ্নেই বিভোর 
এখনও হে অপ্সরা?
আহা, 
এ যে প্রত্যক্ষই তুমি সম্মুক্ষে দাঁড়িয়ে প্রিয়তমা,
নির্ভয়ে প্রস্থান নিলো 
মনে জমা ভয়ংকর সব অমা। 
তোমা থেকে ছড়ানো বৈশ্বানর সমতুল্য দীপ্তি ,
মিটিয়ে দিলো মন অভীপ্সা,
লহরীর প্রশান্ত তৃপ্তি। 
অভিভূত আমি চিমটি কাটি স্বপ্নের প্রগাঢ় অতল ক্ষণিকে ,
ভাবি, সত্যি কী তবে চির অধরা 
অধমের সম্মুক্ষে ?
আহা , 
এ যে বাস্তব, অধরার হাত আমার হাতে ,
গগন হতে বৃষ্টি নামিল 
মেঘমালা না চাইতে।
 
১৩ ই মে, ২০২৪  রাত ৮:৪১
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। ভালো থাকবেন সবসময়ই।
২| 
১৩ ই মে, ২০২৪  সন্ধ্যা  ৬:৩৩
মিরোরডডল  বলেছেন: 
মনে জমা ভয়ংকর সব অমা।
অমা কি?
 
১৩ ই মে, ২০২৪  রাত ৮:৪০
মায়াস্পর্শ বলেছেন: অমা কি?
অন্ধকার
৩| 
১৩ ই মে, ২০২৪  সন্ধ্যা  ৬:৩৫
মিরোরডডল  বলেছেন: 
যদিও বেশ কিছু কঠিন শব্দের ব্যবহার আছে, কিন্তু কবিতা ভালো লেগেছে।
 
১৩ ই মে, ২০২৪  রাত ৮:৪৫
মায়াস্পর্শ বলেছেন: যদিও বেশ কিছু কঠিন শব্দের ব্যবহার আছে, কিন্তু কবিতা ভালো লেগেছে।৷
ধন্যবাদ অনেক অনেক 
শব্দ গুলো কঠিন হলেও আমার কাছে সুন্দর লেগেছে।  তাই লেখার ভেতরে এনেছি।
কেমন আছেন আপনি?
৪| 
১৩ ই মে, ২০২৪  রাত ৮:০৯
মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা!
 
১৩ ই মে, ২০২৪  রাত ৮:৪৭
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়। আমার লেখায় স্বাগতম। ভালোবাসা নিবেন অনেক অনেক ।
৫| 
২১ শে মে, ২০২৪  সন্ধ্যা  ৭:২৬
মিরোরডডল  বলেছেন: 
শব্দ গুলো কঠিন হলেও আমার কাছে সুন্দর লেগেছে। তাই লেখার ভেতরে এনেছি।
কেমন আছেন আপনি?
হুম, আমার কাছেও ভালো লেগেছে। নতুন নতুন বাংলা শব্দ শিখি।
মার্শ কোথায় হারিয়ে গেলো, কোন খবর নেই।
what's new? 
কি নিয়ে ব্যস্ত, জব টা কি হয়েছে?
 
২২ শে মে, ২০২৪  সকাল ১০:০৫
মায়াস্পর্শ বলেছেন: হারিয়ে যাইনি। লেখার মত ডিভাইস নেই আমার কাছে। এই যে লগিন করলাম। ভালো আছি। 
জবটা হবে মনে হয়। procedures শেষ সব। 
আপনি ভালো আছেন?
৬| 
২১ শে মে, ২০২৪  রাত ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: অপ্সরা নামে আমার প্রেম ভালো না লেগে যাবে কোথায়?
 
২২ শে মে, ২০২৪  সকাল ১০:০৬
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই। ভালো থাকবেন সবসময়ই।
৭| 
২২ শে মে, ২০২৪  সকাল ১০:২১
মিরোরডডল  বলেছেন: 
লেখক বলেছেন: লেখার মত ডিভাইস নেই আমার কাছে। 
এতোদিন কি করে লিখেছে  
 
জবটা হবে মনে হয়। procedures শেষ সব।
এখনই অভিনন্দন জানাবো?
আপনি ভালো আছেন?
এইতো চলে যাচ্ছে, চলে যায়।
মনে হয় ভালোই আছি।
 
২২ শে মে, ২০২৪  সকাল ১০:৩৯
মায়াস্পর্শ বলেছেন: এতোদিন কি করে লিখেছে ![]()
অফিসের ল্যাপটপ দিয়ে লিখতাম। বাসায় এসেছি কয়েকদিন হচ্ছে । আমার ফোনে প্রব্লেম। 
এখনই অভিনন্দন জানাবো? 
না, হয়ে নিক আগে  
 
মনে হয় ভালোই আছি।
মনে হয়??   ভালো থাকলেই ভালো।
৮| 
২২ শে মে, ২০২৪  দুপুর ১২:৩৬
অপ্সরা বলেছেন: অপ্সরা!!!  
  
  ![]()
 
২২ শে মে, ২০২৪  দুপুর ১:৫৭
মায়াস্পর্শ বলেছেন: অপ্সরা!!! B:-) 
 B![]()
জ্বি,  অভিনন্দন আপনাকে অপ্সরা শিরোনামে  ![]()
৯| 
২৩ শে মে, ২০২৪  সকাল ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: অপ্সরা হবে শায়মা বরুণা কিংবা কঙ্কাবতী হতে পারে ....
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০২৪  সকাল ৯:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর হয়েছে কবি স্যালুট