নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

অস্তমিত প্রেম (রিপোষ্ট)

০৫ ই জুন, ২০২৪ সকাল ১০:৫১


আমার উষ্ম শরীর যখন
ব্যাথায় কাতর,
অবচেতন মন কখন যে
তোমায় খুঁজে নেয়, তা বলা বাহুল্য।
আমার অতৃপ্ত মন,
যাকে অবচেতন বলে দায় সারছি।
বাস্তবের আমি,অস্তমিত তুমি,
শঙ্কা ছাড়া মিলিত হতে চাই
মহাবিশ্বের যেকোনও প্রান্তে,
যেকোনও ব্যাসার্ধে।
যা কখনো হবার বা পাবার নয়,
তা নিয়ে ভাবতেই মানুষ ভালোবাসে।
আমিও ব্যতিক্রম নই
ভালোবাসি তা ই,যা পাবার নয়।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২৪ দুপুর ১২:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: ভালবাসার সীমানা নেই
সেই ভালবাসা বয়ে যাক অন্ত

০৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪০

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালোবাসা পূর্ণতা পাক

০৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪১

মায়াস্পর্শ বলেছেন: ভালবাসা জানবেন অনেক অনেক আপু। ধন্যবাদ।

৩| ০৮ ই জুন, ২০২৪ রাত ৮:১৯

মিরোরডডল বলেছেন:





যা কখনো হবার বা পাবার নয়,
তা নিয়ে ভাবতেই মানুষ ভালোবাসে।


ধ্রুব সত্যি।
পাবার পর আকর্ষণ হারায়।
তাই না পাওয়ার মাঝেই পাওয়ার ইচ্ছা।

০৮ ই জুন, ২০২৪ রাত ৮:৩২

মায়াস্পর্শ বলেছেন: পাবার পর আকর্ষণ হারায়।
আমার একটা হাই-নেক বুট জুতা আছে। ২০১৬ তে কিনেছিলাম।
এখনো চলছে। খুব যত্ন করে রাখি। এখনও আকর্ষন করে আমায়।
কপাল ভালো জুতোটায় মানুষের মত মন নেই।
নতুন কবিতা লিখছি, শেষ হবে হয়তো।

৪| ০৮ ই জুন, ২০২৪ রাত ৮:৪৫

মিরোরডডল বলেছেন:




আমি সিওর জুতাটা রেগুলার পরা হয়না, মাঝে মাঝে, তাই আকর্ষণ আছে।
সময়ের সাথে সাথে আকর্ষণ মায়াতে রূপ নেয়।
মানুষ মায়ার বাঁধনে থেকে যায় কিন্তু আকর্ষণ কমে যায় এটা সত্যি।
মায়ার সাথে সাথে নির্ভরতা চলে আসে।



০৮ ই জুন, ২০২৪ রাত ৯:০৩

মায়াস্পর্শ বলেছেন: আমি সিওর জুতাটা রেগুলার পরা হয়না, মাঝে মাঝে
জ্বি, শীতকাল শুধু অই জুতোই পরি। অসম্ভব একটা মায়া কাজ করে।

মানুষ মায়ার বাঁধনে থেকে যায় কিন্তু আকর্ষণ কমে যায় এটা সত্যি।
মায়ার সাথে সাথে নির্ভরতা চলে আসে।

এভাবে শুরু হচ্ছে কত কবিতা, কত লেখা, কতো গল্প।
জীবন নিয়ে ভাবলে বেশ ভালো লাগে।

৫| ০৮ ই জুন, ২০২৪ রাত ১১:২৪

মিরোরডডল বলেছেন:





নতুন লেখা পেলাম নাহ যে!
এখনও শেষ হয়নি?

০৯ ই জুন, ২০২৪ রাত ১:৩১

মায়াস্পর্শ বলেছেন: এই তো দিলাম এখন। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.