নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

দেশান্তরী

১৭ ই জুন, ২০২৪ রাত ২:১৭


ছবি : আমার তোলা (অতি ঝাপসাভাবে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছিলো)

এক যাত্রায় শুনি মনভরে সুখগান
কাশঁফুলে ভরা দূরের কাঁশবন,
কাছে যেতেই সব ফাঁকা,
শুধু বাতাস, সাথে সব শুনশান,
আমি শুনেছিলাম কত গুনগান।
এক রাত্রে স্বপ্ন চোখে ভেজা জল
দ্রুতযান শুন্যে ভেসে গায় বোবা গান,
ধুঁয়ে মুছে করে কিছু আনন্দ টলমল,
শুধু রোদ্দুর নেই আগের মতো ঝলমল,
আমি দেইনা আর পুরোনো শহরে টহল।



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২৪ বিকাল ৫:৫৫

শায়মা বলেছেন: হুম মরিচিকা কবিতা..... :)

১৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ বড় আপু।
একটা বিষয় খুব অদ্ভুত লাগে যে মরিচিকার বাস্তব কোন অস্তিত্ব নেই। মানুষ চাঁদ সূর্য জয় করলেও এই মরিচিকা কোন দিনও জয় করতে পারবে না।

২| ১৯ শে জুন, ২০২৪ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
ছবিটাও সুন্দর

২১ শে জুন, ২০২৪ বিকাল ৫:১৩

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।

৩| ২১ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১২

মিরোরডডল বলেছেন:




দেশান্তরী কি একাই হয়েছে, নাকি ফ্যামিলিকে সাথে নিয়ে গেছে।
প্রথম কিছুদিন খারাপ লাগলেও অল্প কদিনেই সেটল হয়ে যাবে।

২৩ শে জুন, ২০২৪ দুপুর ১:৩৩

মায়াস্পর্শ বলেছেন: একাই এসেছি। ফ্যামিলি সহ আসার মতো সুযোগ পাইনি। যদি আবার অন্য কোন দেশে চাকরির সুযোগ পাই যেখানে নাগরিকত্ব দিবে অনেক বছর থাকার পরে তবে পরিবারকে নেবার জন্য চেষ্টা করবো ইংশাআল্লাহ। মিডলইস্টের এক্সপেরিয়েন্স সিভিতে যোগ করা দরকার এবং সুযোগটাও পেয়ে গেছি। তাই আর দেরি না করে চলে এসেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.