নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

বোহেমিয়ান

২৬ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩০

তবে, আগন্তুক হয়ে থাকতে আমার ঢের ভালো লাগবে
তুমি চেনার আগেই অচেনা নবীন বেশে বলবো,
ভেঙে যাওয়া এক মায়ার থেকে গত হয়েছিলাম,
কয়েক মহাকাল পেরিয়ে তোমার দুয়ারে আজ
ভালোবাসার ভিখারি,আমি স্পর্শ।
খুব শঙ্কিত বোধ করব প্রতিটি মুহূর্ত,
যদি চিনে ফেল?
যদি চিনে ফেল সেই হন্তারককে,
যাকে হারিয়ে নিজেকে করেছ আত্মভুলা,
ভুলে গেছ নিজের কান্না হাসির কারণ।
তোমার সেরে ওঠার আগেই আমার প্রায়শ্চিত্ত প্রয়োজন,
এক বুক আর্তনাদ নিয়ে যে পথে হেঁটে এসেছি
আর ফিরে যাবার কোনো ইচ্ছে বা কারণ
দেখার মতো চোখ আমার সাথে নেই।
ভালোবাসা হারায় না ,
খুনির বুকেও ভালোবাসা থাকে,
খুনের দায়ে সে ভালোবাসা নিমজ্জিত হয়
গভীর অতলে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২৪ সকাল ৯:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ গুরুগম্য ভাব আছে কবি দা
ভাল থাকবেন

২৭ শে জুন, ২০২৪ রাত ৮:৩৮

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক দাদা।

২| ২৭ শে জুন, ২০২৪ রাত ৮:১৫

মিরোরডডল বলেছেন:




তবে, দিয়ে কবিতা শুরু এমনটা আগে দেখিনি।

ভালোবাসা হারায় না ,
খুনির বুকেও ভালোবাসা থাকে,
খুনের দায়ে সে ভালোবাসা নিমজ্জিত হয়
গভীর অতলে।


কবিতায় অনেক ভালোলাগা।


২৭ শে জুন, ২০২৪ রাত ৮:৩৮

মায়াস্পর্শ বলেছেন: তবে, দিয়ে কবিতা শুরু এমনটা আগে দেখিনি।
B-) B-) আমিও দেখিনি ।
কবিতায় অনেক ভালোলাগা।
ইদানিং কী যে লিখছি তা নিজেও বুঝছিনা। তারপরও বললেন অনেক ভালোলাগা।
অনেকগুলো ভালোবাসা নিয়েন।

৩| ২৭ শে জুন, ২০২৪ রাত ৮:৫১

মিরোরডডল বলেছেন:





ইদানিং কী যে লিখছি তা নিজেও বুঝছিনা।

কোন কারণে অস্থির হয়তোবা।

এবার নতুন জায়গায় নিজের অভিজ্ঞতা নিয়ে কিছু ভিন্ন ধরণের লেখা লিখতে পারে।
ছবি ব্লগ হতে পারে।

অথবা বেবি ডল বাবুটাকে নিয়ে।
মার্শর মেয়েটা কিন্তু অনেক মিষ্টি!


২৯ শে জুন, ২০২৪ সকাল ১১:৫২

মায়াস্পর্শ বলেছেন: অথবা বেবি ডল বাবুটাকে নিয়ে।
মার্শর মেয়েটা কিন্তু অনেক মিষ্টি!

ধন্যবাদ , ধন্যবাদ ,ধন্যবাদ।
ও যতটা মিস্টি তার চেয়ে হাজারগুন বেশি দুষ্ট। ওকে নিয়ে লিখবো কয়েকটা লাইন।
নতুন জায়গায় লেখার সুযোগ কম। আরও মাসখানেক লেগে যাবে সব নরমাল হতে।

এবার নতুন জায়গায় নিজের অভিজ্ঞতা নিয়ে কিছু ভিন্ন ধরণের লেখা লিখতে পারে।
ছবি ব্লগ হতে পারে।

হুমম , এবার অন্যরকম কিছু লিখবো ভাবছি।

৪| ০১ লা জুলাই, ২০২৪ দুপুর ১২:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি আমাকে ভাললাগায় বেধে ফেললো। অসম্ভব সুন্দর একটি কবিতা। বার বার পড়ছে ইচ্ছা করে--------

০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:৫৬

মায়াস্পর্শ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আপনি এলেন। ভালো আছেন নিশ্চয়।
আপনাকে আমি একটা লিংক দিয়েছিলাম কোনো একটা প্রতিউত্তরে। চেক করবেন দয়া করে।
আর আপনার এতো সুন্দর মন্তব্য করার ক্ষমতা খুব ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.