নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

স্বৈরাচার নিপাত যাক নয়, বলুন স্বৈরাচার কে নিপাত করতেই হবে

৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৪১




লাত্থি মেরে ভেঙে ফেলবো
তোর মসনদ স্বৈরাচারী,
রক্তের প্রবাহ আজ গরম টগবগে,
তুই নিকৃষ্ট অত্যাচারী।
আজ জেগেছে তরুণ সমাজ
এসেছে তারুণ্যের হুংকার ,
মৃত্যু নিশান নিয়ে শপথ করছি
তোর নাপাক মাথা কাটার।
আমরা নবীন তরুণ ,
আমাদের প্রবাহ পারলে ঠেকা
বুলেট বোমা বুকের মধ্যে,
আমরা নইতো আজ একা।
থকথকে রক্তের পুডিংয়ে রঞ্জিত করেছিস,
তোর স্বৈরাচারী মুখ ,
আর কত খাবি রক্ত, হে রক্ত পিপাসী
পেতে দিয়েছি বুক।
আর ফিরবে না ঘরে এই জনতা
যাদের সারা গা রক্তময়
রক্তের নদী সাঁতরিয়ে আনবে
জনতার বিজয়।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫৯

মিথমেকার বলেছেন: সব কবি অমর হতে পারে না, সব কবি নজরুল হতে পারে যদি না তাঁরা অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখে।
এমন আরও প্রতিবাদী কবিতা চাই। এই মুহূর্তে দরকার!

রক্তের মেয়োনিজে ভিজিয়েছিস
তোর স্বৈরাচারী মুখ,


এই পঙ্খক্তিটির ফরশ্যাডোইং বাজেট পড়নি ঠিক করে। আমি যেমনটা ভেবেছি যদি তেমনটা হয় তবে;
থকথকে রক্তের পুডিংয়ে রঞ্জিত করেছিস,
তোর স্বৈরাচারী মুখ।

এমন হয়তো অর্থবহ শুনবে। আমি যদি ভুল বুঝে থাকি অবশ্যই ধরিয়ে দিবেন।
অনেক অনেক শুভকামনা। সত্যের বিজয় হবেই!

৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ মিথ। এটা গণকবিতা হতে পারে , মন্ত্যব্য করলে আমি সে অনুযায়ী কবিতায় যোগ করে নিবো।

২| ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



গার্বেজ পোস্ট।

৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৪

মায়াস্পর্শ বলেছেন: আমি ব্লগে কাওকে কখনো আক্রমণাত্মক বা কষ্টদায়ক কিছু বলিনি। এই দুঃসময়ে আপনার এমন নির্বুদ্ধিমূলক মন্তব্য আপনাকেই অপমানিত করবে। আপনাকে একটা ছোট্ট ধন্যবাদও দিতে পারলাম না।

৩| ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৫

মিথমেকার বলেছেন: গণকবিতার আইডিয়াটা দারুণ। একটা পোস্ট করে ব্লগে যারা কবিতা লেখে তাঁরা সকলে(চাটুকার কবি গুলো বাদে) মন্তব্যের মাধ্যমে একটি গণকবিতা রচনা করাই যায়!!!

৪| ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: লাল স্যালুট হানাই কবি

৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:১১

মায়াস্পর্শ বলেছেন: স্যালুট জানাই সকল শহীদদের যারা অকাতরে জীবন দিয়ে স্বৈরাচার নিপাত করার সূচনা করে দিয়ে গেলেন।

৫| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বিপ্লবী কবিতা ।

৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:১২

মায়াস্পর্শ বলেছেন: বিপ্লব হবেই ইনশা আল্লাহ ।

৬| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১১

সামরিন হক বলেছেন: বিপ্লবী কবিতা বেশ হয়েছে।

শুভেচ্ছা কবি।

৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৭

মায়াস্পর্শ বলেছেন: শহিদদের জন্য বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ।

৭| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

করুণাধারা বলেছেন: ছবিটা দেখে প্রথমে ভয় লাগছিল। পরে মনে হল, এর চাইতেও বেশি রক্তক্ষরণ হচ্ছে সন্তানহারা মা বাবার হৃদয়ে... /:)

৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

মায়াস্পর্শ বলেছেন: রক্ত নিয়ে খেলতে এই স্বৈরাচার লেলিয়ে দিয়েছে তার পোষা কুত্তাগুলোকে ,
রক্তকে ভয় নয়, জয় করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.