নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

তোমার বিহনে কাটে না দিন

০৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩



অবস্থানের সাথে মন আমার ব্যাস্তানুপাতিক,
বলে যাই যত দূরে ততো কাছের অপ্রতিষ্ঠিত সমীকরণ।
তোমাকে ছেড়ে থাকা এতটাই কঠিন,
যতটা সহজ তোমার প্রতিটি চুল গুনে গুনে
মোট সংখ্যা নির্ণয় করা।
তোমাকে ছেড়ে থাকা এতটাই কঠিন,
যতটা সহজ তোমার ভেতরে ঢুকে
সব ভেঙেচুরে আবার সুনিপুণ ভাবে তোমাকে গড়ানো।
তোমাকে আকাশ দিতে পারিনা সে সত্য,
কিন্তু বাতাসের সাথে যে ভালোবাসা মিশিয়ে পাঠিয়ে দেই ,
তাতে মিথ্যে অভিনয়ের লেশ মাত্র থাকে না।
তোমাকে ছুঁয়ে দেখতে পারিনা,
যখন বৃষ্টির ফোটা পড়তে শুরু করবে,
তখন তুমিও বৃষ্টিকে আলিঙ্গন করে নিও,
ক্ষণকালের জন্য তোমায় ছুঁয়ে গড়িয়ে পড়বো মাটিতে।
গোপন করে রেখো আমি এসেছিলাম বৃষ্টি হয়ে,
নইলে বৃষ্টি লজ্জায় শুকিয়ে যাবে তোমার ভেজা শরীরে।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

জুল ভার্ন বলেছেন: বাহ চমৎকার লিখেছেন!

০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৭

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
পাঠের জন্য কৃতজ্ঞতা।

২| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৬

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লেখা

৩| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৯

দর্পণের প্রতিবিম্ব বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.