নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

তোমাকে আবার লিখলাম প্রিয়

১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫


ছবি: ইন্টারনেট

মায়া,
জানো সব উল্টে পাল্টে যাচ্ছে,
যেন কুয়াশায় নিরুদ্দেশের আবছা স্পর্শ,
চোখের সাথে মনের বনিবনা হচ্ছে না বেশ কয়েকদিন,
উৎফুল্ল মন ভীষণ আনমনা হয়ে গেলো।
যে রাস্তায় দাঁড়িয়ে আছি,
সেখানে হাটছি আবার থামছি,
পাইন গাছের ঘ্রাণ বেশ অযাচিত লাগছে,
প্রজাপতির ডানার রঙগুলো
সাদাকালোর বাহিরে তেমন কিছুই নয়,
যে সবুজ পাতাগুলো স্বপ্নের গাঁথুনিতে বেশ উৎসাহ জাগিয়েছিল,
তারা পড়ে আছে শুকনো পাতার বেশে
পরিষ্কার পথের ধারে,
হয়তো ক্ষণকাল তারা আমারই মতো অভিযাত্রী।
মায়া,
বুঝতে পারছি আমার বয়স বাড়ছে,
তুমি কি তরুণী আছো সেই প্রশ্নে যেতেই ভয় লাগে,
আমাকে চির মুক্তি দিয়েছো তোমার অভিমান, ক্রোধ, আক্রোশ থেকে
এই এক ঘেয়েমি লেখায় তুমি বিরক্ত হও তা আমি বেশ করে জানি,
মাঝে মাঝে ভায়োলিনের সুরে নিজের লেখাগুলো তোমার কণ্ঠে কল্পনায় শুনি,
আর ভাবি ভালোবাসা থেকে মুক্তি দিতে পারোনি আমায়।
চোখ বুজলে তোমাকে দেখি ,
তুমি সবুজ শাড়ীতে সাদা শাল জড়িয়েছো,
হেটে যাচ্ছ কুয়াচ্ছন্ন সেই পথে,
যেখানে পিছু ফেরার অবকাশ বলে কিছু নেই।
ভালোবাসি অনেক,
অনেক।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর প্রেমময় লেখা। আপনি স্পর্শ উনি মায়া বাহ

১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১২

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।

২| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬

নয়ন বড়ুয়া বলেছেন: কিছু ভালোবাসা কখনই শেষ হয় না, শুধু সময়ের সাথে তাদের রঙ বদলে যায়...
চমৎকার লেখা কবি...

১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬

মায়াস্পর্শ বলেছেন: অনেকদিন পরে আপনার মন্তব্য মনটা ভরিয়ে দিলো দাদা।
ধন্যবাদ অনেক অনেক।
ভালোবাসা হারায় না, আমরা ভালোবাসাকে মেরে ফেলি, আবার এক পাক্ষিক করে বাঁচিয়ে রাখি মৃত্যু অবধি।

৩| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৯

মিরোরডডল বলেছেন:





মাঝে মাঝে ভায়োলিনের সুরে নিজের লেখাগুলো তোমার কণ্ঠে কল্পনায় শুনি,
আর ভাবি ভালোবাসা থেকে মুক্তি দিতে পারোনি আমায়।


সেই ভালো।
মুক্তি মানে ভালোবাসার মৃত্যু।
ভালোবাসা মানে মনের সাথে মনের বন্ধন।

লেখা ভালো হয়েছে।


তোমার সাথে আর হলোনা দেখা
বুকে আমার বিসর্জনের ব্যথা





১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১:২৭

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ, গানটা অসাধারণ। শুনলেই বুকের ভেতর একটা মোচড় দিয়ে উঠে।
ভাবতেই কতটা খারাপ লাগে প্রিয় মানুষটার সাথে কোনদিন দেখা হবে না।
ভালোবাসার মৃত্যু হয় পেয়ে গেলে, বিসর্জন ভালোবাসাকে বাচিয়ে রাখে।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

মিরোরডডল বলেছেন:





ভালোবাসার মৃত্যু হয় পেয়ে গেলে, বিসর্জন ভালোবাসাকে বাচিয়ে রাখে।

এ কথার সাথে সম্পূর্ণ সহমত কিন্তু আমার কমেন্ট ছিলো কবিতার দুটো লাইনকে নিয়ে।

এটা যেমন সত্যি, ভালোবাসার মানুষকে পেয়ে গেলে সেই প্রেম হারিয়ে যায়, আকর্ষণ চলে যায়।
না পাওয়ার মাঝে পাওয়ার একটা দূর্বার আকর্ষণ সবসময় থাকে। এটাই প্রেম।

আবার যখন প্রেমের পরিণতি একটা সম্পর্কে জড়িয়ে যায়, তখন ভালোবাসা আকর্ষণ থেকে একটা মায়ায় রূপ নেয়।
প্রেমের পাগলামি চলে গেলেও থাকে সহবাসের একটা টান, বোঝাপড়া, এটা একটা অন্যরকম ভালোবাসা।
সেই সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে যায়, বুঝতে হবে ভালোবাসার মৃত্যু হয়েছে।



১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫১

মায়াস্পর্শ বলেছেন: কেমন আছেন?
আপনার মন্তব্যের জন্য লেখাটি আবার পড়ার ইচ্ছে হলো।
নতুন মন্তব্যে যা লিখেছেন তা শতভাগ সঠিক।

তাকে ভালোবেসে যাই,আলো ছায়া হয়ে,
তাকে ছুয়েছি আমি কোন শীতের ভোরে,
শিশির অথবা কুয়াশার বেশে।
তাকে ভালোবেসে যাই, খামখেয়ালী লেখায়,
তাকে পেয়েছি আমি শুধু মন থেকে মনে,
অস্তিত্বহীন অথবা অধরার বেশে।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৯

মিরোরডডল বলেছেন:




তাকে পেয়েছি আমি শুধু মন থেকে মনে,
অস্তিত্বহীন অথবা অধরার বেশে।



অধরা বলেই ভালোলাগাটা বেশি।


২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

মায়াস্পর্শ বলেছেন: আধরা আর ভালোবাসা দুইজন একই ঘরে বসবাস করে।
কেমন আছেন আপনি?
একটা মুভি দিবেন, যেখানে রোমান্স এবং না পাওয়া একসাথে থাকবে।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

মিরোরডডল বলেছেন:





একটা মুভি দিবেন, যেখানে রোমান্স এবং না পাওয়া একসাথে থাকবে।


২০ বছর আগের মুভি, যা এখনো ভালো লাগবে।
এখানে রোম্যান্স, না পাওয়া সবই আছে।
কমপ্লিকেটেড রিলেশনশিপ বেইজড মুভি।





২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

মায়াস্পর্শ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। দেখে জানাবো আমার অনুভূতি।
এই টাইপের মুভি দেখতে ইচ্ছে করছে বেশ কিছুদিন থেকে।
আপনিতো মুভির পোকা মনে হয়। তাই চেয়ে নিলাম। :)

৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০১

মিরোরডডল বলেছেন:




মার্শর কোন নতুন লেখা দেখছি না যে!!!
কেমন আছে মার্শ?
নতুন বছরের শুভেচ্ছা।


০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৭

মায়াস্পর্শ বলেছেন: আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনিও আশা করছি ভালো আছেন।
আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
মার্শর কোন নতুন লেখা দেখছি না যে!!!
আর লিখতে পারিনা কিছু। চেষ্টা করেও আর হয়না। :D

৮| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১২

মিরোরডডল বলেছেন:




আর লিখতে পারিনা কিছু। চেষ্টা করেও আর হয়না।

কি বলে পাগল, এটা কোন কথা!!!
take your time, don't insist but you have to write again when you're ready.
নতুন বছরে নতুন নতুন লেখা চাই :)

ভালো থাকবে মার্শ।

০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২০

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ,
আপনিও ভালো থাকবেন।

নতুন বছরে নতুন নতুন লেখা চাই :)
চেষ্টা করবো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.