নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো

০৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৪১

ছবি : এ আই

নবনী,
তুমি কোথায়?
তোমাকে খুঁজি সারাবেলা আকাশ পাতাল,
আমি মাতাল তোমার বিহনে।
কবিতায় লেখা কাঠগোলাপের পাপড়ি শুকিয়ে যাচ্ছে,
চুপি চুপি এসে কেন আর ভেজাও না শিকড়ের শেষ প্রান্ত অবধি?
শিখরের মধুপ বার বার হতাশ হয়ে ফিরে যাচ্ছে,
আকাশ কালচে তোমার বিহনে।
মন আর শ্রবণ ইন্দ্রিয় একাত্মতায় মশগুল হয়ে
আমাকে শোনাচ্ছে সেই পুরোনো গানগুলো,
মনে হচ্ছে এই অল্প সময়ে,
প্রজন্ম থেকে প্রজন্ম পরিবর্তন হয়ে গেলো পুরোনো থেকে নতুনে,
আর আমার অপেক্ষার প্রহর সবে মাত্র শুরুতে।
আমি তোমাকে ভালোবাসবো কাঁচা পাকা চুলে,
ভুলে যাবো শরীরের শেষ বয়সী কোষগুলোর অকার্যকারিতা,
আর কতকাল এভাবে?
ফিরে এসো নবনী ।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: ভালো।

০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১:০১

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ।

২| ০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভালো লাগলো মায়া
ভালো থাকুন

০৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩০

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ।

৩| ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ।

ভালো থাকুন।

৪| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ১:৪৭

মিরোরডডল বলেছেন:





ফিরে এসো, বড় নিঃস্ব একা লাগে,
ফিরে এসো, সেই চেনা পথের ধারে!


কবিতায় অনেক অনেক ভালো লাগা।



০৮ ই মার্চ, ২০২৫ রাত ১:৫৬

মায়াস্পর্শ বলেছেন: কেমন আছেন? আপনার কোন খোঁজ খবর নাই :||

৫| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ২:০৬

মিরোরডডল বলেছেন:




ভালো আছি।
মার্শ কেমন আছে?
ঝামেলা শেষ হয়েছে? বাংলাদেশে যাওয়া হয়েছিলো?

০৮ ই মার্চ, ২০২৫ রাত ৩:০৭

মায়াস্পর্শ বলেছেন: ঝামেলা শেষ হয়নি।মানসিক ভাবে ভালো নেই।
হয়তো জুনে বাংলাদেশ যাবো ইনশাআল্লাহ।

৬| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ৩:৩৭

মিরোরডডল বলেছেন:




কি নিয়ে ঝামেলা সেটা জানিনা তাই কিছু বলতে পারছি না, তবে উইশ থাকবে যত দ্রুত সম্ভব যেনো ঝামেলা থেকে বের হয়ে আসতে পারে।

মানসিকভাবে ভালো থাকার জন্য শুধু এটুকুই বলবো, এই যে জুনে বাংলাদেশে যাবে, সেটা নিয়ে সুন্দর সুন্দর প্ল্যান করবে।
প্রিয়জনদের সাথে দেখা হবে, তাদের নিয়ে কি কি করবে, পরিবারের সবাইকে নিয়ে শহর থেকে দূরে কোথাও বেড়াতে যাবে, think about all these, you may feel better.

বাবা মা বৌ বাবুটা, ওদের জন্য কেনাকাটা করবে, ওরা কি পেলে খুশি হবে, কি দিলে সারপ্রাইজ হবে সেগুলো ঘুরে ঘুরে শপিং করবে। একটু হলেও সময়টা ভালো যাবে।

কিসের এত দুঃখ তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছো
পৃথিবীতে বলো বাঁচবে কদিন
সময়টাতো বড় অল্প


নো মোর মন খারাপ, বি হ্যাপি :)
ভালো থাকবে মার্শ।


০৮ ই মার্চ, ২০২৫ সকাল ৮:১৩

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডল। 8-|
আপনিও ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.