![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
কিছু কথা চুপচাপ,
ইশারায় বলা হয়ে যায় সব,
তুমি ঘূর্ণিঝড়ের আবেশ, কখনো ছুঁয়েও যায় না আমায়।
কিছু ভালোলাগা মন খারাপ
কপালের টিপ্ একটু বাঁকা,
তুমি কাঁচা বেলির নির্যাস,অবেলায় এসে নাকে বাঁধে।
দুই প্রান্তে কিছুক্ষণ,
আলোক রশ্মির বিচ্ছুরণ, ভাবায়
অনুকম্পায়;
আবার এসো, পুরোনো রাস্তায়।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: ভালো।