![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি : ইন্টারনেট
তোমার উদোম পিঠে কতবার নদী এঁকেছি
ঠোঁট ছোঁয়ানোর বায়নায়,
সে নদী বয়ে গেছে আমার তৃষ্ণার্ত মরু প্রান্তরের মাঝ বরাবর,
তপ্ত বালিচরের রৌদ্রশিখা যেমন
মুহূর্তেই শীতল থেকে শীতলতর হয়ে গেছে,
তেমনি প্রতিবার পরিশ্রান্ত হয়ে উঠেছি নতুন তীরে,
ভাঙা গড়ার নৈমত্তিক খেলায় গা ভাসাইনি অযথা।
তুমি আমার প্রকৃতি হয়ে আছো জোয়ার ভাটায়,
আমার সমস্ত আহরণ,অবগাহন
লেপ্টে আছে তোমার প্রতিটি মোহনায়।
১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫১
মায়াস্পর্শ বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই।
২| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৬
মিরোরডডল বলেছেন:
তুমি আমার প্রকৃতি হয়ে আছো জোয়ার ভাটায়,
আমার সমস্ত আহরণ,অবগাহন
লেপ্টে আছে তোমার প্রতিটি মোহনায়।
সেই একই কথা বারবার বলতে হয়।
মার্শ খুব ভালো লেখে।
কবিতায় অনেক ভালো লাগা।
চমৎকার গান করে, কবে যে আবার একটা গান শুনবো!!!!
১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫৬
মায়াস্পর্শ বলেছেন: কেমন আছেন আপনি। মনে হলো কয়েক হাজার বছর পরে এলেন ব্লগে ।
অনেকদিন হচ্ছে গান করি না।
সেই একই কথা বারবার বলতে হয়।৷
আপনার মন্তব্য ছাড়া ব্লগ অসম্পূর্ণ মনে হয়।
৩| ১৪ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৫
মিরোরডডল বলেছেন:
কয়েক হাজার বছর!!!
বাংলাদেশে গিয়েছিলাম ফর ফিউ উইক্স অনলি
মার্শতো যাবে জুনে, এক্সসাইটেড?
অনেকদিন হচ্ছে গান করি না।
কেনো নাহ?
গিটার সাথে না থাকলেও গানটা প্র্যাকটিস করবে প্লীজ।
এটা কি আগে দিয়েছিলাম, ভুলে যাই
নিরবে অভিমানে রয়েছি আমি
বোঝনি বোঝনি কভু আমায় তুমি
বেসেছো ভালো, আর বাধিছো সুজন
কেন ভাঙ্গো এই মন, গড় অন্য ভুবন
১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:২৪
মায়াস্পর্শ বলেছেন: কয়েক হাজার বছর!!!
হুম, কয়েক হাজার।
নিশ্চয়ই ভালো সময় কাটিয়েছেন বাংলাদেশে।
গিটার সাথে না থাকলেও গানটা প্র্যাকটিস করবে প্লীজ।
আমার গলায় প্রব্লেম হচ্ছে, দেশে যেয়ে ডান কানে সার্জারি করতে হবে।
এসব নিয়ে বিরক্তিকর অবস্থায় আছি
মে'র শেষে যাবো ইনশাআল্লাহ।
এক্সাইটেড অবশ্যই
লিমন আমার পছন্দের একজন ভোকাল। একটা অদ্ভুত মায়া আছে তার কন্ঠে।
গানটা শুনছি। শুনতে শুনতে মনে হলো আমার একটা লেখার কথা। যদিও আপনি পড়ে মন্তব্য করেছিলেন তারপরও আবার দিচ্ছি ↓
----------
৪| ১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১১
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপু ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর।