নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

তারপর আমাদের ১৮ পেরুলো

০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৬


ছবি : ইন্টারনেট

তোমার উদোম পিঠে কতবার নদী এঁকেছি
ঠোঁট ছোঁয়ানোর বায়নায়,
সে নদী বয়ে গেছে আমার তৃষ্ণার্ত মরু প্রান্তরের মাঝ বরাবর,
তপ্ত বালিচরের রৌদ্রশিখা যেমন
মুহূর্তেই শীতল থেকে শীতলতর হয়ে গেছে,
তেমনি প্রতিবার পরিশ্রান্ত হয়ে উঠেছি নতুন তীরে,
ভাঙা গড়ার নৈমত্তিক খেলায় গা ভাসাইনি অযথা।
তুমি আমার প্রকৃতি হয়ে আছো জোয়ার ভাটায়,
আমার সমস্ত আহরণ,অবগাহন
লেপ্টে আছে তোমার প্রতিটি মোহনায়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.