নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

অনুক্ষণে বিশালতা

১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৭


ছবি: আমার আঁকানো B-)

তোমার ছায়া আজ অবধি আমার সঙ্গী হয়ে আছে।
প্রথম যেদিন তোমাকে মায়া বলে ডেকেছিলাম,
সেদিন ভুলে গিয়েছিলাম পাওয়া বা না পাওয়ার প্রাসঙ্গিকতা,
আমি সুখী, সর্বক্ষণ।
মনে হয় কেউ একজন ভাবছে,
স্পর্শ করে যাচ্ছে আমার নামের প্রতিটি অক্ষর,
নির্দ্বিধায় বুকে মাথা রেখে খুন হয়ে যাচ্ছে অন্ধকার গুহায়,
চোখ মেলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে অবলীলায়।
সে আমাকে ভুলবেনা।
যে মন দূরত্ব বোঝে না,
হার মানায় আলোর গতিকে,
তার সামনে বাঁধা হয়ে দাড়াও,
ভেঙে দিবে, চুরমার করে দিবে।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছায়াসঙ্গী

সুন্দর কবিতা

১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১২

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।

২| ১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ তো রোমান্টিক বালুচরে থেকে
পূর্ণিমা হোক প্রতি রাত ঘুমপারানি ভোর------------

২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৭

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা।

৩| ১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৭

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

৪| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩০

মিরোরডডল বলেছেন:





যে মন দূরত্ব বোঝে না,
হার মানায় আলোর গতিকে,
তার সামনে বাঁধা হয়ে দাড়াও,
ভেঙে দিবে, চুরমার করে দিবে।


Excellent writing!


২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩৯

মায়াস্পর্শ বলেছেন: কেমন আছেন ?
আপনি ইদানিং ব্লগে নিয়মিত হচ্ছেন না। কারণ কি?
কোনো ঝামেলায় আছেন?

৫| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সে আমাকে ভুলবে না এটাই সবাই চায়।

২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:১৩

মায়াস্পর্শ বলেছেন: আস সালামু আলাইকুম ,
ইন্টেরেস্টিং বিষয় কি জানেন ?
কেউ যখন বলে ''আমি তোমাকে ভুলে যেতে পেরেছি'' তখন অবাক হই।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৬| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৭

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: আপনি ইদানিং ব্লগে নিয়মিত হচ্ছেন না। কারণ কি?
কোনো ঝামেলায় আছেন?


ব্লগে কিছু নপুংসুকের আনাগোনা আছে, যাদের একমাত্র কাজ মানুষের পেছনে লাগা।
এরা এতোটা বিরক্তিকর যে এখানে আর আসতে ইচ্ছে করছে না।


২৬ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:৪৪

মায়াস্পর্শ বলেছেন: এরা সারা জীবন পেছনেই থাকবে। Don't worry, এসব চিংড়িদের এভোইড করে চলবেন। ব্লগে অন্যদের অবদান কতটা তা জানিনা তবে আপনার মন্তব্য যথেষ্ট গঠনমূলক এবং বিষয় অনুযায়ী সমালোচনামুলক।

৭| ২৭ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৮

মিরোরডডল বলেছেন:





মার্শর আঁকা ছবিটা ফানি এবং কিউট :)
কোন বয়সে আঁকা?


২৭ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৬

মায়াস্পর্শ বলেছেন: সেদিনই এঁকেছিলাম। কলম দিয়ে খোঁচাতে খোঁচাতে এমন হয়ে গেছে B-)

৮| ২৭ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৩

মিরোরডডল বলেছেন:

আমার সেরকমই মনে হচ্ছিলো যে সম্প্রতি আঁকা ছবি, কারণ গাছের নিচে মার্শ আর মার্শাকে দেখা যাচ্ছে :)


২৭ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৭

মায়াস্পর্শ বলেছেন: মার্শ না হয় বুঝলাম কিন্তু মার্শা কি ?
আমি কিন্তু এরকম আজব আজব ছবি ভালো আঁকতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.